শিরোনাম

সাংবাদিকতার পরিচয়ে চৌরাস্তায় একটি চক্র নানা অপরাধে সক্রিয় : নেতৃত্বে শামীম ও হালিম ক্লিনিকের গেইটে তালা লাগিয়ে পালিয়েছে কর্তৃপক্ষ টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ বৃক্ষরোপন, নামাজের ঘর ও কমনরুম উদ্বোধন গাজীপুরে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড উন্মোচিত হয়নি কালীগঞ্জে সাবেক এমপি পুত্র হত্যা রহস্য গাজীপুরে পুত্র হত্যার পর বাবার আত্মহত্যা তাজউদ্দীন পুত্র সোহেল তাজের মনের শক্তি অনেক

শ্রীপুরে মে দিবস উপলক্ষে বস্ত্র বিতরণ আলোচনা ও নাট্যানুষ্ঠান অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : গাজীপুররের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের ছাতির বাজারে কবি নজরুল মডেল হাই স্কুল মাঠে গত ১ মে বিশ্ব শ্রমিক দিবস উপলক্ষে অহসায় হতদরিদ্রদের মাঝে বস্ত্র বিতরণ আলোচনা ও নাট্যানুষ্ঠান- নিচু তলার মানুষ মঞ্চস্থ হয়েছে।
নব অভিযান খেলাঘর আসরের আয়োজনে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- তেলিহাটি ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক ও নব অভিযান খেলাঘর আসরের সভাপতি মোঃ জহিরুল ইসলাম জজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শ্রীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল জলিল বিএ। অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন- তেলিহাটি ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সাত্তার আবুল।
অনুষ্ঠানে প্রধান আলোচন ও বিশেষ আলোচক ছিলেন যথাক্রমে পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজের দাতা সদস্য ফরিদ আহম্মেদ সরকার ও শিল্পপতি মোঃ হুমায়ুন সরকার এবং সেচ্ছাসেবকলীগ নেতা মোঃ সফিকুর রহমান সফিক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- ভালুকা পৌর মেয়র ডা. মেজবাহ উদ্দিন কাইয়ুম, গফরগাঁও উপজেলার চরআলগী ইউপি চেয়ারম্যান মোঃ মাইন উদ্দিন, শ্রীপুর উপজেলা কৃষকলীগ সদস্য সচিব আইনুল হাসানসহ সুলতানা পারভীন, মোঃ মোস্তাফিজুর রহমান রিপন, সিরাজ উদ্দিন, ফয়জুর রহমান ফয়েজ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবকলীগের সদস্য এস.এম কাজল রানা।