স্টাফ রিপোর্টার : গাজীপুরের বিভিন্ন স্থানে ছয় দিনের অভিযানে বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার ও মাদক বিক্রয় ও সেবনের অভিযোগে ১২৫ আটক করা হয়েছে। এসবের মধ্যে রয়েছে ৬৭ হাজার ২৪৩ লিটার দেশি মদ, ১৩ কেজি গাঁজা, ৮৮৩টি ইয়াবা ট্যাবলেট, ৬১৯ বোতল ফেনসিডিল, ৬৭৭ ক্যান বিয়ার ও ২৩ গ্রাম হেরোইন।
জেলা পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মো. মোমিনুল ইসলাম জানান, গত শুক্রবার থেকে বুধবার পর্যন্ত বিশেষ এই অভিযান চালানো হয়। গ্রেপ্তারদের আদালতে হাজির করার পর কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশিদ জানান, মাদকসহ আবাসিক হোটেলে অসামাজিক কাজকর্মের বিরুদ্ধেও অভিযান চলছে এবং থাকবে।
জেলা পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মো. মোমিনুল ইসলাম জানান, গত শুক্রবার থেকে বুধবার পর্যন্ত বিশেষ এই অভিযান চালানো হয়। গ্রেপ্তারদের আদালতে হাজির করার পর কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশিদ জানান, মাদকসহ আবাসিক হোটেলে অসামাজিক কাজকর্মের বিরুদ্ধেও অভিযান চলছে এবং থাকবে।