টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : টঙ্গী থানা ছাত্রলীগের নতুন কমিটিতে মেহেদি হাসান কানন মোল্লাকে সভাপতি, মশিউর রহমান সরকার বাবুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় টঙ্গী থানা ছাত্রলীগের উদ্যোগে গতকাল বুধবার বাদ আছর গাজীপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাহিদ আহসান রাসেলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাস থেকে শুরু করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে টঙ্গী নতুন বাজার আওয়ামীলীগ কার্যালয়ে গিয়ে আলোচনায় মিলিত হয়। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি জুয়েল রানা, আশরাফুল আলম, মোঃ সাত্তার হোসেন, সহ-সাধারণ সম্পাদক মোঃ শামীম, মাহবুবুর রহমান ভূঁইয়া, এহসানুল আলম, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, মোঃ রাসেল বেপারী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রেজাউল করিম, হুমায়ুন কবির বাপ্পি, মোক্তার হোসেন প্রমুখ।