স্টাপ রিপোর্টার : শরীফপুর মালেকের বাড়ী গত ২ বছর যাবৎ এই রাস্তায় চলাচলের অবস্থা নাজেহাল হয়ে পড়েছে। অত্র এলাকায় কমপক্ষে ২০/২৫ টা গার্মেন্টস শিল্প রয়েছে বলে ঘটনা স্থলে তথ্য পাওয়া গেছে। তাই অত্র গার্মেন্টস এর কমপক্ষে দৈনিক ২০ হাজার শ্রমিক যাতায়াত করছে এই রাস্তাটি দিয়ে এবং দৈনিক কমপক্ষে বিভিন্ন কর্মসংস্থানের কর্মরত মানুষ প্রায় ২ হাজার বিভিন্ন ধরনের গাড়ী নিয়ে যাতায়ত করছে। এহেন পরিস্থিতিতে অত্র এলাকা বাসীর জোড়দাবী অনতীবিলম্বে উর্ধোতম কর্মকর্তার মাধ্যমে এই রাস্তাটির সংস্কার না হলে অত্র এলাকাবাসীর ভোগান্তীর শেষ নেই। তাছাড়া অচিরেই গার্মেন্ট্স শিল্পের ধস নেমে আসবে। এব্যাপারে ৩৪নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব মাহাফুজুর রহমানের নিকট জানতে চাইলে গনমাধ্যম কর্মীদের জানান আমি অত্র ৩৪নং ওয়ার্ডের কাউন্সিলর হওয়ার পর গাজীপুর সিটি কর্পোরেশনে আমি একটা দরখাস্ত করি শরীফপুর রাস্তা নির্মানের ব্যাপারে অদ্যবাদী এই রাস্তার কোন র্নিমানের অনুমোদন পাইনি এবং দিচ্ছে না। সিটি কর্পোরেশনের মেয়রকে জিজ্ঞাসা করলেই তিনি বলেন, রাস্তার সংস্কার কাজের কোন বাজেট নেই। বিশেষ সূত্রে জানতে পারা যায় যে, বাংলাদেশের প্রত্যেক এলাকায় নতুন পুরতান রাস্তার নির্মান াকাজ দ্রুতগতিতে সম্পন্ন করা হচ্ছে। তাই গাজীপুরের শরীফপুরবাসীদের দাবী আমাদের এই রাস্তাটির কেন বরাদদ্দ পাচ্ছে না গাজীপুর ভারপ্রাপ্ত মেয়র এর সংস্করন ব্যাপারে প্রকৌশল অধিদপ্তরে সুপীরিশ করে এই অবহেলিত রাস্তার সংস্করনের শীঘ্রই যাতে সু- ব্যবস্থা হয়, জোর সুপারীশ করতে আকুল আবেদন জানাচ্ছে শরীফপুরবাসী।