শিরোনাম

সাংবাদিকতার পরিচয়ে চৌরাস্তায় একটি চক্র নানা অপরাধে সক্রিয় : নেতৃত্বে শামীম ও হালিম ক্লিনিকের গেইটে তালা লাগিয়ে পালিয়েছে কর্তৃপক্ষ টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ বৃক্ষরোপন, নামাজের ঘর ও কমনরুম উদ্বোধন গাজীপুরে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড উন্মোচিত হয়নি কালীগঞ্জে সাবেক এমপি পুত্র হত্যা রহস্য গাজীপুরে পুত্র হত্যার পর বাবার আত্মহত্যা তাজউদ্দীন পুত্র সোহেল তাজের মনের শক্তি অনেক

ভালুকায় অসহায় মহিলার জমি দখলের চেষ্টা শতাধিক ফলদ গাছ কর্তন ঃ মারধর



আদালতের নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগ

মোঃ শাহজাহান খান : ময়মনসিংহের ভালুকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে এক মহিলার কোটি টাকা মূল্যের ২৮ শতাংশ জমি দখলের চেষ্টা চালায় প্রতিপক্ষরা। এ সময় হামলা চালিয়ে প্রায় শতাধিক ফলদ গাছ কেটে ফেলে পেট্রল ঢেলে আগুণ ধরিয়ে দেয়া হয় এবং ব্যাপক লুটপাট চালানো হয় বলে অভিযোগ করেছেন ভূক্তভোগী পরিবার। ঘটনাটি ঘটেছে গত রোববার সকালে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাঠালী গ্রামে। পরে ক্ষতিগ্রস্তের পক্ষে আদালতে পৃথক দু’টি মামলা দায়ের করেছেন। ভূক্তভোগী পরিবার ও মামলা সূত্রে জানা যায়, ভালুকা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাঠালী গ্রামের আয়ূব আলী মোল্লার স্ত্রী নাজমা খাতুন কাঠালী মৌজার ১০৭ নম্বর দাগে ক্রয়কৃত প্রায় কোটি টাকা মূল্যের ২৮ শতাংশ জমির উপর বসতবাড়ি করে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ ভাবে বসবাস করে আসছিলেন। ভূক্তভোগী নাজমা খাতুন জানান, তিনি অসুস্থ স্বামী, এক ছেলে ও মেয়েকে নিয়ে শান্তিপূণূভাবেই বসবাস করে আসছিলাম। স্থানীয় আব্দুল খালেক খান, শাহ জাহান খান ও ছাইফুল ইসলাম গং বেশ কিছুদিন ধরে জোরপূর্বক জমি দখলের হুমকি দিয়ে আসছিল। এই আশঙ্কায় উক্ত জমির উপর আদালতের নিষেধাজ্ঞা জারি করা হয়। এরই জের হিসেবে গত রোববার সকালে উল্লেখিত ব্যক্তিদের নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক লোক দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে আদালতের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে তার কাটাতারের বেড়ার ভেতর চার বছর পূর্বে লাগানো বিভিন্ন ফলদ প্রায় শতাধিক কাঠ কেটে ফেলে এবং পেট্রল ঢেলে আগুণ ধরিয়ে দেয়। এ সময় বাঁধা দিতে গেলে সন্ত্রাসীরা তাকে পিটিয়ে আহত করে। তিনি আরো জানান, ঘটনার সময় বিবাদীপক্ষ বাড়িতে প্রবেশ করে ব্যাপক লুটপাট করে প্রায় তিন লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। এ ঘটনায় ময়মনসিংহের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত একটি এবং ভাঙচুর ও লুটপাট ঘটনায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট ভালুকার আদালতে দ্রুত বিচার আইনে অপর একটি মামলা দায়ের করেন। এ ব্যাপারে অভিযুক্ত আব্দুল খালেক গংদের সাথে একাধিকবার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। ভালুকা মডেল থানার ওসি গোলাম সরোয়ার জানান, এ ধরণের ঘটনায় কোন অভিযোগ আসেনি। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে।