কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে আর এম বিদ্যাপিঠ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ৮০ বৎসর পূর্তি উপলক্ষে পূর্নমিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে । গতকাল শনিবার সকালে উপজেলার জামালপুর আর এম বিদ্যাপিঠ উচ্চ বিদ্যালয় মাঠে ৮০ বৎসর পূর্তি উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের পূর্নমিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে । উক্ত অনুষ্ঠানে উদযাপন কমিটির আহবায়ক ও জামারপুর ইউপি চেয়ারম্যান মো.খাইরুল আলম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, এমপি। এসময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা নিবার্হী অফিসার মো. মনিরুজ্জান , সাবেক জাতীয় শ্রমিক পার্টির সভাপতি আনোয়ারা বেগম, এডি,এসপি (সি.আই.ডি)ঢাকা মো.আশরাফ হোসেন, জেলা রেজিস্টার আবু কাইয়ুম, ভাইস চেয়ারম্যান আমজাত হোসেন স্বপন, ওসি মো,মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান মো.খাইরুল আলম, প্রমুখ ।