কাপাসিয়ায় সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে
শাকিল হাসান, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়ায় রাজনীতির নামে বোমা হামলা, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মুক্তিযোদ্ধা পেশাজীবী জনতা ঐক্য মঞ্চের উদ্যোগে ১৬ মার্চ সোমবার বিকালে টোক নরেন্দ্র উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযোদ্ধা পেশাজীবী জনতা ঐক্য মঞ্চের টোক ইউনিয়ন কমিটির আহবায়ক আবুল হাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও ঐক্য মঞ্চের আহবায়ক বজলুর রশীদ মোল্লা, উপজেলা ডেপুটি কমান্ডার সিরাজ উদ্দিন মাষ্টার, মুক্তিযোদ্ধা মঞ্জুরুল হক, নূর মোহাম্মদ, জহির বরকত বারিক, শিরিন সুলতানা, শরিফ আব্দুল ওয়াহিদ, মঈন আকবর মঞ্জু, আবুল হাসেম মাষ্টার, মজনু মোল্লা, জয়নাল আবেদীন, অ্যাড. ইউসুফ, মুক্তিযোদ্ধা হারুন অর রশীদ, আলফাজ উদ্দিন, আফাজ উদ্দিন, রফিকুল ইসলাম বিপ্লব প্রমূখ। বক্তারা দেশের এ পরিস্থিতিতে মুক্তিযোদ্ধারা বসে থাকতে পারেনা বলে উল্লেখ করে বলেন, এখন আরেকটা মুক্তিযোদ্ধের প্রয়োজন।