|
রাস্তায় বেড়া ও ঘর নির্মানের ছবি |
মোঃ বশির আহম্মেদ : গাজীপুর সদর উপজেলা মনিপুর রাস্তায় বাঁশের বেড়া ও ঘর নির্মান করে পথচারী ও যানবাহন চলাচলের অযোগ্য করে তোলা হয়েছে। সূত্রে যানা যায়- জয়নাতলী থেকে মনিপুর বাজার ও মনিপুর উচ্চ বিদ্যালয় পর্যন্ত রাস্তাটি দিয়ে বহু বৎসর যাবৎ স্থানীয় লোকজন, ছাত্র-ছাত্রী ও চাকুরী জিবিসহ বিভিন্ন পেশার লোকজন যাতায়াত করে আসছে। এমতাবস্থায় গত ১০/০৩/২০১৫ই রোজ মঙ্গলবার কাউকে কিছু না জানিয়ে মির্জাপুর ইউনিয়নের জয়নাতলী গ্রামের মোঃ সাত্তার কাজী ওই বহুল ব্যবহৃত রাস্তাটি বন্ধ করে দেয়। এ রাস্তাটির বিষয়ে স্থানীয় ইউ:পি: মেম্বার মোঃ মফিজকে জিজ্ঞাসা করিলে তিনি বলেন- এই রাস্তাটি কিসের কারনে বন্ধ করেছে তা আমি কিছু জানিনা। প্রত্যক্ষ দর্শীরা জানায়- মোঃ সাত্তার কাজী তাহার লোকজন নিয়ে বাশঁ, তার, খুটি, শাবল, ও খন্তি নিয়ে এসে রাস্তা বন্ধের কাজ শুরু করে। ফলে এ রাস্তা দিয়ে মানুষ ও যানবাহন চলাচল করতে পারছে না। এ রাস্ত দিয়ে প্রতিদিন কয়েক হাজার লোক চলাচল করে। কি কারনে এমনটি করেছেন তা জিজ্ঞাসা করিলে ছাত্তার কাজী বলেন- আমি আমার জমিতে ঘর করব, তাতে কাহারও কিছু করার নেই। এই বিষয়ে স্থানীয় লোকজন ইউ:পি: চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন দুলাল সাহেবকে জানালে গত ১৬/০৩/২০১৫ইং রোজ সোমবার সকাল ৮ ঘটিকায় ঘটনাস্থলে এসে স্থানীয় লোকজন ও সাত্তার কাজীর সাথে মতবিনিময় করেন। সাত্তার কাজী বলেন-আমার জমির উপর দিয়ে রাস্তা আমি দিবনা ।তখন ইউ:পি: চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন দুলাল বলেন- পরিষদের খরচে ইট দিয়ে রাস্তা করার সময় তুমি কোন বাধা বা আপত্তি করলে না কেন? আজ অনেক দিন যাবৎ চলার পর এমন কি হলো, যে তুমি পরিষদের রাস্তা বন্ধ করেছ? এ বিষয়ে তাকে এক প্রশ্ন করা হয় যে, পরিষদ থেকে বা সড়ক ও জনপদ বা থানা নির্বাহী কর্মকর্তার নিকট থেকে কোন অনুমতি আপনি এনেছেন কিনা? তিনি জবাবে বলেন- পরিষদ থেকে বা সড়ক ও জনপদ বা থানা নির্বাহী কর্মকর্তার নিকট থেকে কোন অনুমতির প্রয়োজন আছে বলে আমি মনে করি না। স্থানীয় মুরুব্বীদের এ রাস্তা সর্ম্পকে জিজ্ঞসা করলে তারা লেন- চেয়ারম্যান আতাউল্লাহ সরকার, চেয়ারম্যান মহিউদ্দিন খাঁন, চেয়ারম্যান আঃ লতীফ, চেয়ারম্যান মোঃ ইজাদুর রহমান মিলন, চেয়ারম্যান মোশারফ হোসেন দুলালসহ আরও অনেক ইউ:পি: চেয়ারম্যান যুগযুগ ধরে এ রাস্তার নির্মানের কাজ করেছেন এবং এ রাস্তা দিয়েই চলাচল করে আসছেন। এখন টাকার দাপটে সাত্তার কাজী পরিষদের রাস্তার উপর ঘর নির্মান করতেও তার গায়ে বাজেনা। এখন এ রাস্তা বন্ধের ঘটনায় এলাকায় ইত্তেজনার সৃষ্টি হয়েছে। এখন অধিকার বঞ্চিত নিরীহ মানুষ চাতক পাখির ন্যায় চেয়ে আছে জেলা প্রশাষকের উপর।