গাজীপুর মহানগরের বিআইডিসি রোডের সাজিদ টাওয়ারে স্থাপিত গাজীপুর বিজ্ঞান কলেজ পরিদর্শন করেন ঢাকা বোডের উপ-কলেজ পরিদর্শক অজৈয়ত কুমার রায়। ছবি- আফজাল হোসেন। |
তারা গাজীপুর বিজ্ঞান কলেজের বিজ্ঞান, ব্যবসায় শিক্ষাসহ মানবিক শাখায় ১৭ টি বিষয়ে পাঠ দান কার্যক্রম ঘুরে ফিরে দেখেন।
২০১৪সালের ১৭ জন শিক্ষক নিয়ে কলেজটির শিক্ষা কার্যক্রম শুরু হয়। কলেজটির প্রতিষ্ঠাতা প্রফেসর মোঃ ইমদাদুল হক কলেজ পরিচালনায় অত্যন্ত যতœবান। তিনি আশা প্রকাশ করেন- অত্যন্ত সুনামের সাথে এখানে শিক্ষার্থীদের পাঠদান করা হবে।