কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ গাজীপুরের কালিয়াকৈর উপজেলা শাখার পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গাজীপুর জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নেজবাহার বেগম সোমবার ওই কমিটি ঘোষণা করেন। উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নাসিম কবীর জানান, কালিয়াকৈর উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছিল ২০০৩ সালে। দীর্ঘ ১২ বছর পর মোসাম্মৎ হাসিনা খালেককে সভাপতি ও মোসাম্মৎ নাজমা বেগমকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট উপজেলা মহিলা আওয়ামীলীগের পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। ওই কমিটি আগামী ৫ বছর দায়িত্ব পালন করবে।