শিরোনাম

সাংবাদিকতার পরিচয়ে চৌরাস্তায় একটি চক্র নানা অপরাধে সক্রিয় : নেতৃত্বে শামীম ও হালিম ক্লিনিকের গেইটে তালা লাগিয়ে পালিয়েছে কর্তৃপক্ষ টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ বৃক্ষরোপন, নামাজের ঘর ও কমনরুম উদ্বোধন গাজীপুরে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড উন্মোচিত হয়নি কালীগঞ্জে সাবেক এমপি পুত্র হত্যা রহস্য গাজীপুরে পুত্র হত্যার পর বাবার আত্মহত্যা তাজউদ্দীন পুত্র সোহেল তাজের মনের শক্তি অনেক

কালিয়াকৈরে মহিলা আওয়ামীলীগের কমিটি গঠন

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ গাজীপুরের কালিয়াকৈর উপজেলা শাখার পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গাজীপুর জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নেজবাহার বেগম সোমবার ওই কমিটি ঘোষণা করেন। উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নাসিম কবীর জানান, কালিয়াকৈর উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছিল ২০০৩ সালে। দীর্ঘ ১২ বছর পর মোসাম্মৎ হাসিনা খালেককে সভাপতি ও  মোসাম্মৎ নাজমা বেগমকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট উপজেলা মহিলা আওয়ামীলীগের পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।  ওই কমিটি আগামী  ৫ বছর দায়িত্ব পালন করবে।