মহান স্বাধীনতা ও জাতীয় দিবস
শাকিল হাসান, কাপাসিয়া : ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কাপাসিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ মার্চ বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে শহীদ পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হবে। জাতির ইতিহাসে আলোকিত ও গৌরবোজ্জ্বল এক দিন। মহিমান্বিত এই দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনের লক্ষে কাপাসিযা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুই দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান সর্বস্তরের মানুষকে আয়োজিত প্রতিটি অনুষ্ঠানে আন্তরিক উপস্থিতি ও সক্রিয় অংশ গ্রহনের আহবান জানিয়েছেন। সন্ধ্যা সাড়ে ৬ টায় কালো রাত্রি স্মরণে আলোর মিছিল, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। রাত ১২ টা ০১ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে ৩১ বার তোপধ্বনি ও স্থাপিত অস্থায়ী স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন। সুর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী, বেসরকারী ও প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন। সকাল পোনে ৮ টায় কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মহান মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল কাপাসিয়া শীর্ষক সংবাদ, সামগ্রী ও আলোকচিত্র প্রদর্শনী। পরে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কাপাসিয়া থানা পুলিশ বাহিনী, বিভিন্ন স্কুল, মাদরাসা, কলেজ ও কিন্ডারগার্টেনের ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহনে কুচকাওয়াজ, ডিসপ্লে ও পুরস্কার বিতরন। সকাল সোয়া ১০ টায় কাপাসিয়া প্রাইভেট হসপিটাল এন্ড ডায়াগনষ্টিক ওনার্স এসোসিয়েশন এবং জোবায়দা হাসপাতালের উদ্যোগে বিনা মূল্যে সকলের জন্য চিকিৎসা সেবা প্রদান করা হবে। এছাড়া টি-২০ ক্রিকেট ম্যাচ, প্রীতি ফুটবল ম্যাচ, মহিলাদের জন্য ক্রীড়া প্রতিযোগিতা এবং জাতীর শান্তি ও অগ্রগতি কামনা করে মসজিদ-মন্দিরে বিশেষ মিলাদ, দোয়া ও প্রার্থনা ।