গাজীপুরের বোর্ড বাজারে পূর্ব শত্রুতার জের
স্টাফ রিপোটার : গাজীপুর মহানগরের বোর্ড বাজারের এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে মোঃ আমজাদ হোসেন বাবু ও তার ভাগীনা মোঃ রাকিব হোসেন কে খুন করার উদ্দেশ্যে জখম করে ১ লক্ষ ৫ হাজার টাকা ছিনতাই করেছে পার্শ্ববর্তী এলাকার একদল দূর্বৃত্তরা। তথ্য সূত্রে জানা গেছে মোঃ হাসান আলী, পিতা মোঃ আজগর আলী, পলাশুনা, সাবেক গাছা ইউনিয়নের এলাকার স্থায়ী বাসিন্দা। তার ভাগীনা মোঃ রাকিব হোসেন এর সাথে দীর্ঘ দিন যাবৎ ব্যবসা বাণিজ্য করে আসছেন, রাকিব মূলত টঙ্গী সরকারী কলেজের ছাত্র পড়াশোনার পাশাপাশি মামা হাসান আলী এর সাথে ব্যবসা বাণিজ্য করে থাকেন। তাদের এই মামা ভাগীনার সম্পর্ক ও ব্যবসা বাণিজ্যকে ধ্বংস করার জন্য পার্শ্ববর্তী চান্দরা গ্রামের মোঃ আতিকুর (২৮) মোঃ আজিজুল (২৫) পিতা- মৃত- আব্দুল মান্নান, মোঃ মোহসীন (২৮) পিতা- মোঃ লেহাজ উদ্দিন, মোঃ আলমগীর (৩১) পিতা- মোঃ লাল মিয়া, মোঃ লাল মিয়া, পিতা মৃত- মোঃ ফালু মিয়া, মোঃ আলামিন-২ (২৬) পিতা- আব্দুর রাজ্জাক। তারা সকলে মিলে মোঃ আমজাদ হোসেন বাবু ও রাকিব হোসেন এর সাথে থাকা মোছাঃ শিরিনা বেগম ও প্রতিবেশি সুশিল সরকার সহ সিএনজি যোগে বোর্ড বাজারের উদ্দেশ্যে রওনা দিলে বশাক পাড়া টেকনিক্যাল কলেজের পাশে পূর্বশত্রুতার জের ধরে চলন্ত সিএনজি থামিয়ে রাকিব, আমজাদ হোসেন বাবুকে এলোপাতারী মারতে থাকে এবং রড দিয়ে আমজাদ হোসেনের মাথায় গুরুতর ভাবে আঘাত করে এবং রাকিবের বাম হাত ভেঙ্গে দেয়। সাথে থাকা শিরিন চিৎকার দিলে দূর্বৃত্তরা তার শ্লীলতাহানী করে। উপরোক্ত আতিক রাকিবের পকেট থেকে ব্যবসার ১ লক্ষ ৫ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং যাওয়ার সময় মৃত্যুর হুমকি দিয়ে থাকে। এ ব্যাপারে মোঃ হাসান আলীর সাথে আলাপ করলে তিনি জানান- আমি এই ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে চলে আসি এবং আমজাদ হোসেন বাবুকে রক্তাক্ত অবস্থায় দেখে টঙ্গী সরকারী হাসপাতালে ভর্তি করাই। তার মাথায় ৯ টি সেলাই করা হয় এবং আমি তাদের চিকিৎসা সেবার পরে জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করি।