স্টাফ রিপোর্টার : গাজীপুর মহানগরের ভীমবাজার এলাকার কেমিট্যাক্স নামের একটি কেমিক্যাল কারখানায় বুধবার গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গাজীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা প্রায় সোয়া তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রেণে আনে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত দেড়টার দিকে টিনশেড ভবনের ওই কেমিক্যাল কারখানায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের দু’টি ইউনট নিয়ে কর্মীরা ঘটনাস্থলে পৌছে ভোর পৌনে ৫টার দিকে আগুন নেভায়। আগুনে কারখানায় থাকা মেশিন ও বিভিন্ন কেমিক্যাল পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান যানা যায়নি।