শিরোনাম

সাংবাদিকতার পরিচয়ে চৌরাস্তায় একটি চক্র নানা অপরাধে সক্রিয় : নেতৃত্বে শামীম ও হালিম ক্লিনিকের গেইটে তালা লাগিয়ে পালিয়েছে কর্তৃপক্ষ টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ বৃক্ষরোপন, নামাজের ঘর ও কমনরুম উদ্বোধন গাজীপুরে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড উন্মোচিত হয়নি কালীগঞ্জে সাবেক এমপি পুত্র হত্যা রহস্য গাজীপুরে পুত্র হত্যার পর বাবার আত্মহত্যা তাজউদ্দীন পুত্র সোহেল তাজের মনের শক্তি অনেক

গাজীপুরে কেমিক্যাল কারখানায় অগ্নিকান্ড


স্টাফ রিপোর্টার : গাজীপুর মহানগরের ভীমবাজার এলাকার কেমিট্যাক্স নামের একটি কেমিক্যাল কারখানায় বুধবার গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গাজীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা প্রায় সোয়া তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রেণে আনে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত দেড়টার দিকে টিনশেড ভবনের ওই কেমিক্যাল কারখানায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের দু’টি ইউনট নিয়ে কর্মীরা ঘটনাস্থলে পৌছে ভোর পৌনে ৫টার দিকে আগুন নেভায়। আগুনে কারখানায় থাকা মেশিন ও বিভিন্ন কেমিক্যাল  পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান যানা যায়নি।