শিরোনাম

সাংবাদিকতার পরিচয়ে চৌরাস্তায় একটি চক্র নানা অপরাধে সক্রিয় : নেতৃত্বে শামীম ও হালিম ক্লিনিকের গেইটে তালা লাগিয়ে পালিয়েছে কর্তৃপক্ষ টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ বৃক্ষরোপন, নামাজের ঘর ও কমনরুম উদ্বোধন গাজীপুরে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড উন্মোচিত হয়নি কালীগঞ্জে সাবেক এমপি পুত্র হত্যা রহস্য গাজীপুরে পুত্র হত্যার পর বাবার আত্মহত্যা তাজউদ্দীন পুত্র সোহেল তাজের মনের শক্তি অনেক

কালিয়াকৈরে রুটিন ইপিআই কার্যক্রম শুরু

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : রুটিন ইপিআই কার্যক্রমে নিউমোক্কল নিউমোনিয়া প্রতিরোধে রবিবার সকালে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে নিউমোক্কল কনজুগেট ভ্যাকসিন (পিসিভি) সম্প্রসারিত টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন ডাঃ জলিল উদ্দিন মন্ডল  ডেপুটি ডাইরেক্টর (গ্যাবি) । উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ প্রবীর এর সভাপতিত্বে অনুষ্ঠিত অ্যাডভোকেসি সভায় বক্তব্য রাখেন, ডাঃ জলিল উদ্দিন মন্ডল  ডেপুটি ডাইরেক্টর (গ্যাবি) ,আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সাইফুল ইসলাম , ডাঃ মাসুদ হাসান, ডাঃ রেহনো পারভিন সাংবাদিক আরিফ হোসেন খোকন প্রমূখ ।

কালিয়াকৈরে দুই দিন ব্যাপী ডিজিটাল মেলা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার থেকে শুরু হয়েছে উপজেলা পর্যায়ে দুই দিন ব্যাপী ডিজিটাল মেলা।  উপজেলা  পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম রাসেল ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবীবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনি সভায় বক্তব্য রাখেন, অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা  পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম রাসেল , ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি মোঃ সাইফুল কবির, ভাইস চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ প্রমূখ। পরে অতিথি সহ আগত দর্শকরা  উপজেলা চত্বরে আয়োজিত ডিজিটাল মেলার স্টল পরিদর্শন করেন।