শিরোনাম

সাংবাদিকতার পরিচয়ে চৌরাস্তায় একটি চক্র নানা অপরাধে সক্রিয় : নেতৃত্বে শামীম ও হালিম ক্লিনিকের গেইটে তালা লাগিয়ে পালিয়েছে কর্তৃপক্ষ টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ বৃক্ষরোপন, নামাজের ঘর ও কমনরুম উদ্বোধন গাজীপুরে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড উন্মোচিত হয়নি কালীগঞ্জে সাবেক এমপি পুত্র হত্যা রহস্য গাজীপুরে পুত্র হত্যার পর বাবার আত্মহত্যা তাজউদ্দীন পুত্র সোহেল তাজের মনের শক্তি অনেক

গাজীপুরের চান্দনায় বদরুজ্জামানের বাড়ী দখলের চেষ্টা

পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা

স্টাফ রির্পোটার : শিক্ষক তার মেধা আদর্শ দিয়ে এ জাতিকে করে চলেছেন শিক্ষিত। তেমনি একজন শিক্ষক গাজীপুরের কেশরিতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ বদরুজ্জামান তার জীবনের সঞ্চিত অর্থ দিয়ে একটু জমি কিনে বাড়ি করে ছেলেমেয়ে নিয়ে বসবাস করে আসছেন। সেই জমি ও বসত বাড়িতে কুঞ্জন পড়েছে ভোগড়া এলাকার আ:গফুরের ছেলে আ: হালিম ও উজার পাড়া এলাকার মো: নুরুল ইসলামের  ছেলে মো: নাজমুল ইসলাম নামে চিহ্নিত সন্ত্রাসীদের। উল্লেখিত সন্ত্রাসী গং আলহাজ¦ বদরুজ্জামান মাষ্টারের চান্দনা কলেজপাড়া এলাকার বসতবাড়িতে জোর পুর্বক প্রবেশ করে বসত বাড়ি দখলের পায়তাড়া করছে মর্মে অভিযোগ পাওয়া গেছে । এ ব্যাপারে আলহাজ্ব বদরুজ্জামান মাষ্টার সুবিচার চেয়ে গাজীপুরের পুলিশ সুপার বরাবর অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানাযায় আ: হালিম ও নাজমুল ইসলাম গংদের সাথে হাজী বদরুজ্জামান মাষ্টারের ছোট ছেলে কামরুজ্জামান জুয়েল ৩/৪ বছর পূর্বে জমির ব্যবসা ছিল সেই সুুবাদে আ:হালিম ও নাজমুল ইসলাম জুয়েলের নিকট ২ লক্ষ টাকা পাওনা দাবি করে জুয়েল তা অস্বীকৃতি জানালে আ: হালিম ও নাজমুল  ইসলাম গং হাজী  বদরুজ্জামানের বসতবাড়িতে প্রবেশ করে সবাইকে জিম্মি করে জোরপূর্বক  তাদের বাড়ির ভাড়া ৩০ হাজার টাকা মাসিক হারে তুলে নিয়ে যায় । এক পর্যায়ে হাজী বদরুজ্জামান মাষ্টারের বড় ছেলে আসাদুজ্জামান বাবুল এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে  বিষয়টি মীমাংসার জন্য আ:হালিম ও নাজমুল ইসলামকে ১,৭৫,০০০/- (এক লক্ষ পচাঁত্তর হাজার )টাকা প্রদান করে । বদরুজ্জামান পবিত্র হজ্জব্রত পালনের জন্য সৌদি আরব চলে যায়। যাওয়ার পূর্বে তার ছেলে মেয়েদের নামে কিছু জমি দিয়ে যায় । তারপর  আ:হালিম এলাকায় প্রচার করে যে, জুয়েলের নিকট থেকে ৬ কাঠা জমি ক্রয় করিয়াছে। এক পর্যায়ে ২৩/০৩/২০১৩ ইং তারিখে উক্ত জমি রেজিষ্ট্রি করে দেওয়ার জন্য জুয়েলকে অপহরন করে নিয়ে যায় পর দিন হাজী বদরুজ্জামান এর স্ত্রী জুয়েলের মাকে ফোন করে ছেলেকে নিয়ে যাওয়ার জন্য । বিষয়টি জানাজানি হলে আ:হালিম গং তাদেরকে মারপিট করে ১৫০ টাকা মূল্যের স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর করিয়ে নেয়। পরবর্তীতে ঐ স্ট্যাম্পে ১৩ লক্ষ টাকা পাইবে দাবি করিয়া আ: হালিম ও নাজমুল ইসলাম গং হাজী বদরুজ্জামানের বসত বাড়িতে জোর পূর্বক প্রবেশ  করে নিয়ে বাড়ির সবাইকে মারধর করে বাড়িটি দখল করে নিয়ে বাড়ির ভাড়া মাসিক ৩০ হাজার টাকা তুলে নিতে থাকে এবং এ বিষয়ে মামলা মোকাদ্দমা করিলে সবাইকে প্রানে মেরে ফেলবে বলে হুমকি দিতে থাকে । এ বিষয়ে জীবনের নিরাপত্তা চেয়ে হাজী বদরুজ্জামানের বড় ছেলে আসাদুজ্জামান বাবুলের স্ত্রী লাভলী বাদী হয়ে গত ২৫/০২/২০১৫ ইং  তারিখে জয়দেবপুর থানায় একটি সাধারন ডাইরি করেন। আ:হালিম ও তার ব্যবহৃত মোটর সাইকেল হারিয়ে যাওয়ায় হাজী বদরুজ্জামান মাস্টারের বড় ছেলে আসাদুজ্জামান বাবুলের নামে জয়দেবপুর থানায় একটি পাল্টা অভিযোগ দায়ের করে ।এ বিষয়ে আলহাজ¦ বদরুজ্জামান এ প্রতিনিধিকে জানান আমার সারা জীবনের সঞ্চয়  দিয়ে গড়া এ বাড়িটি আ: হালিমের নামে লিখে দেওয়ার জন্য হুমকি-দামকি, খুন–-জখম এমনকি অপহরণ করার হুমকি দিচ্ছে। মাষ্টারের পরিবার এখন বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন।