শিরোনাম

সাংবাদিকতার পরিচয়ে চৌরাস্তায় একটি চক্র নানা অপরাধে সক্রিয় : নেতৃত্বে শামীম ও হালিম ক্লিনিকের গেইটে তালা লাগিয়ে পালিয়েছে কর্তৃপক্ষ টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ বৃক্ষরোপন, নামাজের ঘর ও কমনরুম উদ্বোধন গাজীপুরে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড উন্মোচিত হয়নি কালীগঞ্জে সাবেক এমপি পুত্র হত্যা রহস্য গাজীপুরে পুত্র হত্যার পর বাবার আত্মহত্যা তাজউদ্দীন পুত্র সোহেল তাজের মনের শক্তি অনেক

বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্ম না হলে বিশ্বে বাংলাদেশের মানচিত্র থাকত না .................জাহিদ আহসান রাসেল এমপি

টঙ্গীতে জাতির জনকের জন্মবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার, টঙ্গী : বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বিশ্বে বাংলাদেশের মানচিত্র চিহ্নিত থাকত না। বঙ্গবন্ধুর দূরদর্শী নেতৃত্বে বাঙালি জাতি মুক্তিযুদ্ধের মাধ্যমে বিশ্বে বাংলাদেশের মানচিত্র স্থান করে নিয়েছে। তিনি চিরদিন নিপীড়িত নির্যাতিত দুখি মানুষের নেতা ছিলেন। গরিব ধনী সকলেই এই মহান নেতার কাছে সমান মর্যাদা পেতেন। গতকাল মঙ্গলবার টঙ্গীস্থ সেনা কল্যাণ সংস্থা চত্বরে বাংলাদেশ যুবলীগ আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বিশাল এক জনসমাবেশে গাজীপুর-২ আসনের সংসদ সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল উপরোক্ত বক্তব্য রাখেন। যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আজহার উদ্দিনের সভাপতিত্বে বঙ্গবন্ধুর জন্মদিনের আলোচনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বঙ্গবন্ধুর দূরদর্শী নেতৃত্বের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এড. আজমত উল্লা খান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার কাজী মোজাম্মেল হক, গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র ও টঙ্গী থানা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আসাদুর রহমান কিরণ, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোঃ মতিউর রহমান মতি, টঙ্গী থানা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক, টঙ্গী থানা যুবলীগের সভাপতি সাত্তার মোল্লা, ছাত্রলীগ নেতা কাজী সেলিম, নাসির খান প্রমুখ। বঙ্গবন্ধুর জন্মদিনের এ জনসমাবেশে জননেত্রী শেখ হাসিনা নব ঘোষিত গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি এড. আজমত উল্লা খান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে টঙ্গী ও গাজীপুরের আওয়ামীলীগ নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের পক্ষে সংবর্ধনা দেয়া হয়। এছাড়াও টঙ্গী থানা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন সমূহ, বিভিন্ন রাজনৈতিকদল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানসমূহ বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে শিশু সমাবেশ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে জাঁকজমকপূর্ণ কর্মসূচীর মাধ্যমে বঙ্গবন্ধুর ৯৬তম জন্মদিন পালন করে।