স্টাফ রিপোর্টার , টঙ্গী : গাজীপুর সিটি কর্পোরশনের ৩০ নং ওয়ার্ডের নীলের পাড়া এলাকার বিএনপি নেতা মোকলেছুর রহমানের নেত্বত্বে বিএনপির ২ শতাদিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান অনুষ্ঠান বৃহস্পতিবার সন্ধায় নীলের পাড়া কাউন্সিলর কার্যালয়ে গাজীপুর কর্পোরশের কাউন্সিলর মো: জান্নাতুর রহমান এর সভাপত্বিত্তে অনুষ্ঠিত হয়েছে। যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব জাহিদ আহসান রাসেল , বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরশনের মহিলা কাউন্সিলর এড. আয়শা আক্তার, নীলের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো: সাখাওয়াত হোসেন মুকুল , গাজীপুর জজ কোটের প্রতিত দশা আইন জীবি এড, মনির হোসেন , ইঞ্জি. আসাদুস জামান, মোকলেছুর রহমান , দিলিপ কুমার সরকার, কামাল হোসের বাবুল, আফরোজা আক্তার, হাসনাত হোসেন, সামসু উদ্দিন মোল্লা, সাখাওয়াত হোসেন সরকার, প্রমুখ। যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ্ব জাহিদ আহসান রাসেল বলেন বিএনপি আজ দিশে হারা হয়ে জ্বালাও পোড়াও করে প্রেটোল বোমা মেরে মানুষ হত্যা করছে। আগামীতে এই যোগদানের মধ্য দিয়ে আপনার ঐক্যবন্ধ হয়ে তা প্রতিহত করবেন।