শিরোনাম

সাংবাদিকতার পরিচয়ে চৌরাস্তায় একটি চক্র নানা অপরাধে সক্রিয় : নেতৃত্বে শামীম ও হালিম ক্লিনিকের গেইটে তালা লাগিয়ে পালিয়েছে কর্তৃপক্ষ টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ বৃক্ষরোপন, নামাজের ঘর ও কমনরুম উদ্বোধন গাজীপুরে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড উন্মোচিত হয়নি কালীগঞ্জে সাবেক এমপি পুত্র হত্যা রহস্য গাজীপুরে পুত্র হত্যার পর বাবার আত্মহত্যা তাজউদ্দীন পুত্র সোহেল তাজের মনের শক্তি অনেক

কালিয়াকৈরে কারখানায় অগ্নিকান্ড

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক তেলিরচালা এলাকাস্থ ট্রান্সকম বেভারেজ লিমিটেডের পেসসি কারখানার গুদামে শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে গুদামে থাকা ভাল ও সারাইযোগ্য অর্ধশতাধিক রিফ্রেজাটর (ফ্রিজ) সহ অন্যান্য মালামাল পুড়ে গেছে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। আগুনে ব্যাপক ক্ষতি হয়েছে বল কারখানা কর্তৃপক্ষ দাবি করেছে।
কালিয়াকৈর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার  অপূর্ব বল জানান,  কারখানার গুদামে আগুন লাগার খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট গিয়ে  আগুন নেভায়। আগুনে কারখানার গুদামে থাকা ভাল ও মোরামতযোগ্য ৫০-৬০টি ফ্রিজ পুড়ে গেছে।   প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিগারেটের আগুন থেকে ওই অগ্নিকান্ডের সূত্রপাত।