শিরোনাম

সাংবাদিকতার পরিচয়ে চৌরাস্তায় একটি চক্র নানা অপরাধে সক্রিয় : নেতৃত্বে শামীম ও হালিম ক্লিনিকের গেইটে তালা লাগিয়ে পালিয়েছে কর্তৃপক্ষ টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ বৃক্ষরোপন, নামাজের ঘর ও কমনরুম উদ্বোধন গাজীপুরে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড উন্মোচিত হয়নি কালীগঞ্জে সাবেক এমপি পুত্র হত্যা রহস্য গাজীপুরে পুত্র হত্যার পর বাবার আত্মহত্যা তাজউদ্দীন পুত্র সোহেল তাজের মনের শক্তি অনেক

শ্রীপুরে শিশু মেলা বন্ধ

স্টাফ রিপোর্টার, শ্রীপুর : গাজীপুরের শ্রীপুর উপজেলায় ১ নং মাওনা ইউনিয়ন পরিষদে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগীতায় শিশু মেলা-সাংস্কৃতিক অনুষ্ঠান ও মাওনা ইউনিয়ন শিশু লাইব্রেরী উদ্বোধন করার কথা থাকলেও তা অবশেষে করা হয়নি। ১ নং মাওনা ইউনিয়ন পরিষদ ও প্ল্যান ইন্টারন্যাশনাল
বাংলাদেশ যৌথ ভাবে বিভিন্ন ধরনের প্রকল্প যেমন- শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, চিকিৎসা, বাল্যবিবাহ বন্ধ সহ আরও নানামূখী কার্যক্রম একত্রে বাস্তবায়ন করছে। আর এরই ধারা বাহিগতায় মানুষকে সচেতন করার লক্ষে উক্ত দিনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়ে ছিল। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে সরকার দলীয় কিছু নেতাকর্মীদের অতিথি না করায় স্থানীয় সরকার দলীয় নেতাদের কোন্দলে অবশেষে অনুষ্ঠানটি করা সম্ভব হয়নি। বাংলাদেশ ১ নং মাওনা ইউনিয়ন পরিষদের প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কর্মকর্তা শুভন জানান, আমরা সাধারনত এই ধরনের অনুষ্ঠান ইউনিয়ন পরিষদের সদস্যদের ও গ্রামে গঠিত কমিটি দের নিয়ে করে থাকি। আমরা এই ভাবেই মূলত অনুষ্ঠানটি সাজিয়ে ছিলাম। যেহেতু স্থানিয় নেতাদের তোপের মুখে আমরা অনুষ্ঠানটি করতে পারলাম না সেহেতেু আমরা আমন্ত্রিত সকল শিশু ও তাদের অভিভাবকদের কাছে দুংখ প্রকাশ করছি। এবং আমরা কথা দিচ্ছি পরবর্তীতে সামনে সবাইকে নিয়ে আমরা এই ধরনের অনুষ্ঠান সবার সম্মলিত প্রচেষ্টায় করার চেষ্টা করব।
এই অনুষ্ঠান না হওয়ার মূল কারন হচ্ছে ১ নং মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হলেন শ্রীপুর উপজেলার বি. এন. পির সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ফজলুল হক। অপর দিকে অন্যান্য যে সদস্য গুলো রয়েছে প্রায় সবাই সরকার দলের সমর্থক। এই দিকে অনুষ্ঠানের কর্তৃপক্ষ এই অনুষ্ঠানটিকে কোন অবস্থাতেই রাজনৈতিক অনুষ্ঠানে পরিণিত করতে চাননি বা করার কোন সুযোগ নেই।