শিমু আক্তার : গতকাল রোববার বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির আয়োজনে সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে গাড়িচালকদের সচেতনতা বৃদ্ধিমুলক দুই দিনব্যাপী এক কর্মশালা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। গাজীপুর জেলা প্রশাসনের সহযোগিতায় ওই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ নুরুল ইসলাম। তিনি বলেন- যান্ত্রিক ত্রুটিযুক্ত ও ফিটনেস বিহীন, বৈধ কাগজপত্র ছাড়া গাড়ি ওভারটেকিং নিষিদ্ধ। তিনি আরো বলেন- যান্ত্রিক ক্রটিযুক্ত ও ফিটনেসবিহীন ও বৈধ কাগজপত্র ছাড়া গাড়ি, রাস্তায় বের করা নিষিদ্ধ। গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলা নিষেধ এবং ট্রাফিক আইন মেনে চলতে হবে। তা হলেই সড়ক দুর্ঘটনা অনেকাংশে রোধ পাবে।
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ ওসমান আলী। তাছাড়া কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বি.আর.টি.এ সহকারী পরিচালক মোঃ মাসুদ আলম, সহকারী কমিশনার মোঃ শরীফুল ইসলাম ও মোঃ তৈহিদ হাসান, ডাঃ আতিকুল ইসলাম, ট্রাফিক কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান প্রমুখ।