শিরোনাম

সাংবাদিকতার পরিচয়ে চৌরাস্তায় একটি চক্র নানা অপরাধে সক্রিয় : নেতৃত্বে শামীম ও হালিম ক্লিনিকের গেইটে তালা লাগিয়ে পালিয়েছে কর্তৃপক্ষ টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ বৃক্ষরোপন, নামাজের ঘর ও কমনরুম উদ্বোধন গাজীপুরে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড উন্মোচিত হয়নি কালীগঞ্জে সাবেক এমপি পুত্র হত্যা রহস্য গাজীপুরে পুত্র হত্যার পর বাবার আত্মহত্যা তাজউদ্দীন পুত্র সোহেল তাজের মনের শক্তি অনেক

গাজীপুরের মধ্য কামারজুরী আবুল ফজল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়ানুষ্ঠান

গাজীপুর মহানগরের মধ্য কামারজুরী আবুল ফজল সরকারী প্রাথমিক
 বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও শিক্ষাবর্ষ আনুষ্ঠানিক উদ্ধোধন
 অনুষ্ঠানে ফিতা কাটছেন যুবও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয়
স্থায়ী কমিটির সভাপতি মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।
স্টাফ রিপোর্টার : গতকাল শনিবার গাজীপুর মহানগরের মধ্য কামারজুরী আবুল ফজল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান ও শিক্ষা বর্ষ উদ্বোধন অনুষ্ঠান বিদ্যালয় মাঠে সম্পন্ন হয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ জাহিদ হোসেন রাসেল এমপি ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বলেন- শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে আওয়ামীলীগ সরকার দেশে কোটি কোটি টাকা বরাদ্ধ দিয়েছে। শুধু তাই নয়, সরকার দেশের প্রত্যন্ত অঞ্চলে অসংখ স্কুল নির্মাণ করেছে। তার উদাহরন মধ্য কামারজুরী আবুল ফজল সরকারী প্রাথমিক বিদ্যালয়। অনুষ্ঠানটি উদ্ধোধন করেন গাজীপুর সিটি কর্পোরেশন ৩৬নং ওয়ার্ড কাউন্সিলার মোঃ ছানাউর রহমান। উপÑসচিব জন প্রশাসন মন্ত্রণালয় মোহাম্দ এমদাদ উল্লাহ মিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- যুগ্ম সচিব প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম, বাংলাদেশ মেডিকেলএসোসিয়েশন গাজীপুর জেলা সভাপতি ডাঃ মোঃ আমির হোসাইন রাহাত, গাজীপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামরুল হাসান। অন্যান্যর মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সিভিল সার্জন ডাঃ হাফিজুর রহমান খান, এড. মহি উদ্দিন মহি, সাবেক প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালেক মিয়া, স্কুলের  প্রধান শিক্ষক কে আর এম রওশন আরা প্রমুখ।