স্টাফ রিপোর্টার : মহানগরীর চান্দনা চৌরাস্তায় রাস্তা পারাপারের সময় ট্রাক চাপায় নূরজাহান বেগম (২৫) নামে এক নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহ¯পতিবার বিকালে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহত নূরজাহানের গ্রামের বাড়ি গাইবান্ধা জেলায়। তিনি স্থানীয় আহসান গার্মেন্টসে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, চান্দনা চৌরাস্তা এলাকায় রাস্তাপারাপারের সময় দ্রুতগামী একটি ট্রাক নূরজাহানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মিজানুর রহমান জানান, খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে যায় বলে তিনি উল্লেখ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, চান্দনা চৌরাস্তা এলাকায় রাস্তাপারাপারের সময় দ্রুতগামী একটি ট্রাক নূরজাহানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মিজানুর রহমান জানান, খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে যায় বলে তিনি উল্লেখ করেন।