শিরোনাম

সাংবাদিকতার পরিচয়ে চৌরাস্তায় একটি চক্র নানা অপরাধে সক্রিয় : নেতৃত্বে শামীম ও হালিম ক্লিনিকের গেইটে তালা লাগিয়ে পালিয়েছে কর্তৃপক্ষ টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ বৃক্ষরোপন, নামাজের ঘর ও কমনরুম উদ্বোধন গাজীপুরে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড উন্মোচিত হয়নি কালীগঞ্জে সাবেক এমপি পুত্র হত্যা রহস্য গাজীপুরে পুত্র হত্যার পর বাবার আত্মহত্যা তাজউদ্দীন পুত্র সোহেল তাজের মনের শক্তি অনেক

কাপাসিয়ায় গাজীপুর ক্যাডেট একাডেমির আমরাইদ শাখা’র শুভ উদ্বোধণ

ব্যুরো চীফ, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নের আমরাইদ বাজার সংলগ্ন ‘গাজীপুর ক্যাডেট একাডেমির আমরাইদ শাখা’র ১৪ মার্চ শনিবার দুপুরে  শুভ উদ্বোধণ করা হয়েছে। একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য ও আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সিমিন হোসেন রিমি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধণী ফলক উন্মোচন করেন। গাজীপুর ক্যাডেট একাডেমির প্রতিষ্ঠাতা এলাকার কৃতি সন্তান বিশিষ্ট সমাজ সেবক ও  শিক্ষানুরাগী মোহাম্মদ মিজানুর রহমান মিলনের সভাপতিত্বে উদ্বোধণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি মুহম্মদ শহীদুল্লাহ, কাপাসিয়া থানার অফিসার ইন-চার্জ আহসান উল্লাহ, কেন্দ্রীয় যুবলীগ নেতা আলমগীর হোসেন আকন্দ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান অ্যাড. রেজাউর রহমান লস্কর মিঠু, রায়েদ ইউপি চেয়ারম্যান আব্দুল হাই, আওয়ামীলীগ নেতা ওয়াজ উদ্দিন মোল্লা, উপজেলা যুবলীগ সভাপতি মাহবুব উদ্দীন সেলিম, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সেলিম, মহিলা আওয়ামীলীগ সভাপতি রওশন আরা সরকার, একাডেমির পরিচালক উম্মে কুলসুম শিল্পী, প্রজন্মলীগ নেতা হাফিজুল হক চৌধূরী আইয়ুব প্রমূখ।