ব্যুরো চীফ, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নের আমরাইদ বাজার সংলগ্ন ‘গাজীপুর ক্যাডেট একাডেমির আমরাইদ শাখা’র ১৪ মার্চ শনিবার দুপুরে শুভ উদ্বোধণ করা হয়েছে। একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য ও আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সিমিন হোসেন রিমি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধণী ফলক উন্মোচন করেন। গাজীপুর ক্যাডেট একাডেমির প্রতিষ্ঠাতা এলাকার কৃতি সন্তান বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ মিজানুর রহমান মিলনের সভাপতিত্বে উদ্বোধণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি মুহম্মদ শহীদুল্লাহ, কাপাসিয়া থানার অফিসার ইন-চার্জ আহসান উল্লাহ, কেন্দ্রীয় যুবলীগ নেতা আলমগীর হোসেন আকন্দ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান অ্যাড. রেজাউর রহমান লস্কর মিঠু, রায়েদ ইউপি চেয়ারম্যান আব্দুল হাই, আওয়ামীলীগ নেতা ওয়াজ উদ্দিন মোল্লা, উপজেলা যুবলীগ সভাপতি মাহবুব উদ্দীন সেলিম, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সেলিম, মহিলা আওয়ামীলীগ সভাপতি রওশন আরা সরকার, একাডেমির পরিচালক উম্মে কুলসুম শিল্পী, প্রজন্মলীগ নেতা হাফিজুল হক চৌধূরী আইয়ুব প্রমূখ।