শিরোনাম

সাংবাদিকতার পরিচয়ে চৌরাস্তায় একটি চক্র নানা অপরাধে সক্রিয় : নেতৃত্বে শামীম ও হালিম ক্লিনিকের গেইটে তালা লাগিয়ে পালিয়েছে কর্তৃপক্ষ টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ বৃক্ষরোপন, নামাজের ঘর ও কমনরুম উদ্বোধন গাজীপুরে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড উন্মোচিত হয়নি কালীগঞ্জে সাবেক এমপি পুত্র হত্যা রহস্য গাজীপুরে পুত্র হত্যার পর বাবার আত্মহত্যা তাজউদ্দীন পুত্র সোহেল তাজের মনের শক্তি অনেক

ইংলিশ বিতর্ক ও উপস্থাপনা প্রতিযোগীতায় চেম্পিয়ান গাজীপুর বিজ্ঞান কলেজ

স্টাফ রিপোটার্স: টেলেন্টহাট এর আয়োজনে ইংলিশ বিতর্ক ও উপস্থাপনা প্রতিযোগীতায় - ২০১৫ গত কাল গাজীপুরের সোনারতরি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় গাজীপুর জেলার বিভিন্ন কলেজ অংশগ্রহন করে। ফাইনাল রাউন্ডে আংশ গ্্রহনের গৌরব অর্জন করে ‘গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ড কলেজ’ এবং ‘গাজীপুর বিজ্ঞান কলেজ’। ফাইনাল রাইন্ডে গাজীপুর বিজ্ঞান কলেজ জেলা চেম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। গাজীপুর বিজ্ঞান কলেজ থেকে ইংলিশ বিতর্ক ও উপস্থাপনা প্রতিযোগীতায় অংশ গ্রহণ করে একাদশ শ্রেনির ছাত্র সোহেল রানা (বিজ্ঞান বিভাগ) মো: সাজ্জাত হোসাইন (বিজ্ঞান বিভাগ) এবং জুলেখা আক্তার জুই (ব্যবসায় শিক্ষা বিভাগ)। অনুষ্ঠানে ‘গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ড কলেজ’, ‘গাজীপুর বিজ্ঞান কলেজ’ এবং টেলেন্টহাট এর প্্রভাষক, কর্মকতা ও কর্মচারি উপস্থিত ছিলেন।

আত্মঘাতী সংঘাত যেন আর না হয় : বিজিবিকে প্রধান মন্ত্রী

বিজিবি দিবসের অনুষ্ঠানে প্রধান মন্ত্রী শেখ হাসিনা .
মনির শিকদার : 
বিজিবি বিদ্রোহের মতো আত্মঘাতী সংঘাতের পুনরাবৃত্তি এড়াতে ও সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যদেও ও সতর্ক  থাকতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পিলখানা বিদ্রোহ ও হত্যাকাণ্ডের বিচার কওে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) বাহিনীতে শৃঙ্খলা ফিরিয়ে আনা হয়েছে। এই বাহিনী কলঙ্কমুক্ত হয়েছে। তিনি আশা করেন, বিজিবির অগ্রযাত্রা অব্যাহত থাকবে। ভবিষ্যতে কখনো এ ধরনের আত্মঘাতী  সংঘাত যেন সৃষ্টি না হয় সেজন্য বিজিবির সদস্যদেও ও সদাসতকর্ থাকার আহ্বান জানান তিনি।
আজ রোববার বিজিবি দিবস উপলক্ষে পিলখানায় বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বিজিবিকে দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশ যাতে বিশ্বে মর্যাদার সঙ্গে চলতে পারে, সেভাবে কাজ করার জন্য আহ্বান জানান।
বক্তব্যেও শুরুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের সময় তৎকালীন ইপিআরের দুঃসাহসী ভূমিকার কথা তুলে ধরেন। সে সময় নিহতদে ও প্রতি শ্রদ্ধা জানান তিনি।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানার বিদ্রোহ ও হত্যাকাণ্ডকে ইতিহাসের কালো অধ্যায় হিসেবে চিহ্নিত কওে শেখ হাসিনা বলেন,  তাঁকে সেই ন্যক্কারজনক পরিস্থিতি মোকাবিলা করতে হয়েছিল। সবার সহযোগিতায় সেদিনের সেই সংকট কাটিয়ে ওঠা সম্ভব হয়েছিল। পিলখানা হত্যাকাণ্ডে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। তিনি বলেন, সেই বিদ্রোহে জড়িত বিজিবির উচ্ছৃঙ্খল সদস্যদের শাস্তি   দেওয়া হয়েছে। পিলখানা হত্যাকাণ্ডের বিচার করে বিজিবিতে শৃঙ্খলা ফিরিয়ে আনা হয়েছে। বাহিনী কলঙ্কমুক্ত হয়েছে। ভবিষ্যতে এ রকম আত্মঘাতী সংঘাত যেন না হয়, সে জন্য বিজিবির সদস্যদের সদা সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
সীমান্তে দায়িত্ব পালনে বিজিবি আগের চেয়ে অনেক বেশি সফলতা অর্জন করেছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, চোরাচালান, নারী ও শিশু পাচার কমেছে। ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে বন্ধুত্বপূণর্ সম্পর্ক হয়েছে।
 বিজিবিকে আধুনিক করতে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন শেখ হাসিনা। তিনি বলেন,  প্রথমবারের মতো ১০০ নারী সদস্যকে নিয়োগ দেওয়া হয়েছে। বিজিবিতে আর ও সদস্য নিয়োগ, বেতন-ভাতা বাড়ানো, ভিডিও কনফারেন্স, বিওপি, সোলার প্যানেল,  বিএসএফ ও বিজিবির সম্পর্ক উন্নয়নে নানা পদক্ষেপ,  বিশেষ কওে প্রশিক্ষণ কর্মসূচি বিনিময় সহ সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন তিনি।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। বাংলাদেশ নিজের পায়ে দাঁড়াবে, মর্যাদার সঙ্গে চলবে। সেভাবেই সরকার কাজ কওে যাচ্ছে। তিনি দৃঢ়কণ্ঠে বলেন, বিজয় অর্জনকারী জাত কারও কাছে মাথানত করবে না। ২০২১ সালে দেশ মধ্যম আয়ের দেশ হবে। ২০৪১ সালেবাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ায় উন্নত সমৃদ্ধ দেশ।

স্বাধীনতার ৪৪ বছর পরও জামায়াতের রাজনীতি করার অধিকার কতটা যুক্তি সঙ্গত

কি অদ্ভুত আমরা! কি অদ্ভুত আমাদের রাষ্ট্রযন্ত্র!

॥ এম.এ ফরিদ ॥
স্বাধীনতার ৪৪ বছর অতিক্রান্ত হলেও এখনো পরাজিত শক্তি আমাদের পিছু ছাড়েনি। ত্রিশ লাখ শহিদের রক্ত ও ২ লাখ মা-বোনের সম্ভ্রমহানীর বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের প্রিয় স্বাধীনতা। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ি যুদ্ধের মাধ্যমে ৭১ সালের ১৬ই ডিসেম্বর বিকাল ৪.৩১ মিনিটে হানাদার বাহিনী আমাদের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। ঐতিহাসিক সোহ্রাওয়ার্দী উদ্যানে ঘাতকরা বাধ্য হয় মিত্র বাহিনীর কাছে আত্মসমর্পণ করতে। এরপর কেটে গেছে দীর্ঘ ৪৪টি বছর। অনেক আশা-ভরসা নিয়ে বাঙ্গালী জাতী পশ্চিমা হানাদার বাহিনীর বিরুদ্ধে সংগ্রাম করেছিল। দীর্ঘ ৪৪ বছর পরও বাঙ্গালী জাতী মুক্তি পেয়েছে কি না তা নিয়ে এখনও হিসেব কষতে হচ্ছে। ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করার মধ্য দিয়ে এদেশের রাষ্ট্র ক্ষমতায় সামরিক শাসকরা অধিষ্ঠিত হয়। জেনারেল জিয়া অবৈধভাবে ক্ষমতা দখলের মধ্য দিয়ে এদেশে সামরিক শাসনের গোড়াপত্তন শুরু করে। জেনারেল জিয়া ক্ষমতা গ্রহনের পর রাজাকারদের পূনর্বাসন করার মধ্য দিয়ে এদেশের মুক্তিযোদ্ধাদের অসম্মান করে গণতন্ত্রের কবর রচনা করেছিলেন। জেনারেল জিয়া রাজাকারদের শুধু পূনর্বাসনই করেননি, তিনি রাজাকারের দল বাংলাদেশ জামায়াতে ইসলামীকে এদেশে রাজনীতি করার পূর্ণ স্বাধীণতা দিয়েছিলেন। ফলশ্রুতিতে স্বাধীনতা বিরোধী চক্রটি রাজনীতি করার সুযোগ পেয়ে আমাদের মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে বিভিন্ন সময়ে তুচ্ছ তাচ্ছিল্য করে বক্তব্য দিত। এর পরবর্তীতে বেগম জিয়া ও সাবেক সামরীক শাসক জেনারেল এরশাদও রাজাকারদের পূনর্বাসন কাজে নিজেদেরকে উৎসর্গ করেছিলেন। একটা সময়ে বিএনপির সহযোগীতায় কুখ্যাত রাজাকাররা মন্ত্রিত্ব লাভ করে এবং পবিত্র জাতীয় পতাকাকে তাদের গাড়ীতে ব্যবহার করার মাধ্যমে লাখ শহিদের আত্মার সঙ্গে তামাশা করে। অনেক চড়াই-উতরাই পেরিয়ে স্বাধীনতার নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামীলীগ এদেশের রাষ্ট্র ক্ষমতায় এসে রাজাকার, আল বদর, আল শামস্দের বিচারের ব্যবস্থা করেন। সরকার, যাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধীর অভিযোগ রয়েছে তাদের জন্য আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালত গঠন করেন। ইতোমধ্যে জামায়াতের প্রথম সারির নেতাদের বিরুদ্ধে মহামান্য ট্রাইব্যুনাল সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করেছেন এবং জামায়াত যে একটি সন্ত্রাসী দল সে বিষয়েও মহামান্য আদালত ব্যাখ্যা প্রদান করেছেন। জামায়াত একটি সন্ত্রাসী দল এ বিষয়ে কারো কোন দ্বিমত থাকার কথা নয়। তাহলে কেন এখনো যুদ্ধাপরাধীর দল জামায়াতের বিচার করা হচ্ছে না। মহান স্বাধীনতা যুদ্ধে জামাতের কর্মকান্ড সম্পর্কে কি আমরা তাহলে ভুলে যেতে বসেছি। জাতীর জনকের সু-যোগ্য কণ্যা দেশ রতœ জননেত্রী শেখ হাসিনার সরকার যদি জামায়াতের বিচারের ব্যবস্থা না করতেন তাহলে আর কোন সরকার এদের বিচার করবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ রয়েছে। লাখো শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসা নিয়ে বলতে চাই এদেশে জামায়াতের রাজনীতি করার কোন অধিকার নেই। ওরা হয়তো এখন রাজনৈতিক ভাবে কোনঠাসা অবস্থায় রয়েছে কিন্তু সময় সুযোগ বুঝে আবার ওরা মাথা চাড়া দিয়ে উঠবে না এমনটা ভাবা বোকামী ছাড়া আর কিছুই নয়। গত ১৬ই ডিসেম্বরে চট্রগ্রাম কলেজে শহিদ মিনারে ফুল দিয়ে আসার পর ছাত্রলীগের নেতা-কর্মীদের উপর হামলা চালিয়ে এমনটিই আভাস দিল জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির। কত বড় ধৃষ্টতা সম্পন্ন কাজ করেছে ওই ছাত্র শিবিরের কর্মীরা। এত বড় সাহস ওরা কি করে পেল। এদের পিছনে কোন অদৃশ্য শক্তি রয়েছে কি না সে বিষয়ে খতিয়ে দেখা জরুরী বলে মনে করেন এদেশের মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি গুলো। হানাদার পাকিস্থানীদের দোসর হিসেবে খ্যাত এই রাজাকারের বাচ্ছাদের কারনেই স্বাধীনতার যুদ্ধ দীর্ঘায়িত হয়েছিল। ওদের কারনেই এত রক্ত, এত ইজ্জত আমাদের খোয়াতে হয়েছিল। আজকে আমরা অনেক পরিপক্ক। আজ আমাদের হারানোর কিছু নেই। আমরা ওই সকল নরপিশাচদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। মাঠে-ময়দানে যেখানেই ওদের পাওয়া যাক না কেন আমরা ওদের গণধোলাই এবং দিগম্বর করে ছেড়ে দিব। সরকারের কাছে একটাই প্রত্যাশা নরপিশাচদের বিচারের পাশাপাশি সন্ত্রাসী দল হিসেবে জামায়াতের বিচারও করতে হবে। আইন করে দ্রুততম সময়ের মধ্যে জামায়াতকে নিষিদ্ধ করতে হবে। এদেশে জামাতের রাজনীতি করার কোন অধিকার নেই। সরকার যদি জামায়াতকে নিষিদ্ধ করতে ব্যর্থ হয় তবে আমরা নতুন প্রজন্মের একজন  যোদ্ধা হিসেবে আমরাই ওদের এদেশে নিষিদ্ধ ঘোষনা করব এবং তলপি-তলপা সহ পাকিস্থানে পাঠিয়ে দিতে বাধ্য হব। জয় বাংলা। 

গাজীপুরে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার : গাজীপুরের কালিয়াকৈরে রোববার বিকেলে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলো- নির্মাণ শ্রমিক  বিল্লাল হোসেন (৩০) ও তার দ্বিতীয় স্ত্রী মর্জিনা আক্তার (২৫)। 
নিহত বিল্লাল রংপুর জেলার কতোয়ালী থানার ভালুয়াপাড়া গ্রামের নাজির হোসেনের ছেলে। মর্জিনার ঠিকানা জানা যায়নি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিক কাদনী বেগম, তার ভাই মজনু মিয়া, নিহত বিল্লালের প্রথম স্ত্রী আসমা বেগম ও তার ভাবি আনিছা বেগমকে থানায় আনা হয়েছে।
কালিয়াকৈর থানা সূত্র জানায়, বিল্লাল প্রথম স্ত্রী আসমা খাতুনের অনুমতি না নিয়ে ১৭ ডিসেম্বর মর্জিনা আক্তারকে বিয়ে করে। বিল্লাল তার প্রথম ও দ্বিতীয় স্ত্রীকে নিয়ে স্থানীয় বাদশা মিয়ার ভাড়া বাড়িতে পাশাপাশি ঘরে থাকতো। এ নিয়ে প্রথম স্ত্রীর সঙ্গে স্বামী ও দ্বিতীয় স্ত্রীর মধ্যে কলহ চলছিল। 
রোববার বিকেলে বাড়ির লোকজন বিল্লালের শোবার ঘরের ধর্নার সঙ্গে গলায় মাফলার প্যাচানো অবস্থায় স্বামী এবং ওড়না প্যাচানো অবস্থায় স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে লোকজন তাদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ রোববার রাত পৌণে ৮টার দিকে ওই দুইজনের লাশ উদ্ধার করে। 
নিহত বিল্লালের প্রথম স্ত্রী আসমা খাতুন জানান, আমি বাপের বাড়ি বেড়াতে গেলে স্বামী তার অনুমতি ছাড়াই গত ১৭ ডিসেম্বর মর্জিনা আক্তারকে বিয়ে করে বাদশা মিয়ার বাড়িতে উঠেন। তার দাবি তারা দুইজনেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

সুশীল চন্দ্র পাল : গাজীপুরের শ্রীপুরস্থ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ২নং সিএন্ডবি বাজারে রাস্তা পাড় হতে গিয়ে রুবেল (৮) নামের এক শিশু মৃত্যু বরণ করেছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ওই দুর্ঘটনা ঘটেছে। নিহত রুবেল সিলেটের দুয়ারাবাজার উপজেলার আছির নগর এলাকার কবিরখালি গ্রামের এনামুল হকের ছেলে। 
প্রত্যক্ষদর্শীরা জানান- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপার হওয়ার সময় দ্রুতগামী একটি কাভার্ড ভ্যান শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 
এ ঘটনায় স্থানীয় জনতা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখে। অবরোধে মহাসড়কের উভয় পাশে দুই কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে মাওনা হাইওয়ে থানা পুলিশ তাদের সরিয়ে দিলে  যান চলাচল স্বাভাবিক হয়। 
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলালুল ইসলাম জানান, ঢাকাগামী কাভার্ড ভ্যান চাপায় শিশু নিহতের ঘটনায় স্থানীয় জনতা ঘাতক কাভার্ড ভ্যান ও চালককে আটক করেছে।
আটককৃত চালক নোয়াখালীর শ্যামবাগ উপজেলার মনির আহমেদের ছেলে সাখাওয়াত হোসেনকে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

শ্রীপর পৌরসভায় জাপার মেয়র প্রার্থী নেই

কামাল হোসেন বাবুল : গাজীপুরের শ্রীপুর পৌর নির্বাচনে আওয়ামীলীগ ও বিএনপির প্রার্থী চুড়ান্ত হলেও মেয়র পদে প্রার্থী নেই জাতীয়
পার্টির। ৩ ডিসেম্বর বৃহস্পতিবার শ্রীপুর পৌর নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ হলেও জাতীয় পার্টি মেয়র পদে কোন মনোনয়ন পত্র জমা দেননি।
এ বিষয়ে গাজীপুর জেলা জাতীয় পার্টির সভাপতি নুরুল ইসলাম জানান- কেন্দ্র থেকে কয়েকদিন আগে জাতীয় পার্টির মেয়র পদে প্রার্থীর তালিকা চাওয়া হয়েছিলো। আমি আগামীতে সংসদ নির্বাচন করবো। তাই পৌর নির্বাচনে মেয়র প্রার্থী হবো না। আমাদের শ্রীপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. আফতাব উদ্দিন শারীরিকভাবে অসুস্থ ও আর্থিক সংকটের কারণে মেয়র পদে প্রার্থী হবেন না বলে জানিয়েছেন।
এদিকে, শ্রীপুর পৌর নির্বাচনে জাতীয় পার্টিতে কোনো প্রার্থী না থাকায় সাধারণ নেতাকর্মীদের মাঝে হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে। দলীয় প্রার্থী না থাকায় তৃণমূলে রয়েছে ধোঁয়াশা।

গাজীপুরে মাদক বিরোধী গণসচেতনতা মূলক কর্মসূচী

মোঃ বায়েজীদ হোসেন : “মাদককে না বলুন” মাদক বিরোধী গনসচেতনতা মূলক কর্মসূচীতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়, গাজীপুর এর উদ্যোগে ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক ও সাংবাদিকসহ মাদক বিরোধী আলোচনা সভা গত ২১ নভেম্বর শনিবার সকাল ১০টা গাজীপুর শহরের বি.আই.ডি.সি রোডে অবস্থিত গাজীপুর বিজ্ঞান কলেজে অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল-মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়, গাজীপুর এর সহকারী পরিচালক নাছির উল্লাহ ভূইয়া। এসময় তিনি মাদকের কুফল সম্পর্কে জনগনকে সচেতন করে তোলা এবং মাদক অপরাধ নিয়ন্ত্রণে সর্বস্তরের জনগনকে মাদক বিরোধী গনসচেতনতা মূলক কর্মসূচীতে অংশ গ্রহনের আহব্বান জানান। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ রোমান শাহ্ আলম, সিনিয়র সহ-সভাপতি মোঃ বায়েজীদ হোসেন, সাংগঠনিক সম্পাদক কাজী মোঃ মকবুল হোসেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়, গাজীপুর এর পরিদর্শক মোঃ খোরশেদ আলম। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন দৈনিক নওরোজ পত্রিকার ফটো সাংবাদিক ইলিয়াস আপন, উপ-পরিদর্শ মোঃ মাহবুবুল আলম ভূইয়াসহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন, কার্যালয়ের সকল কর্মকর্তাবৃন্দগন। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন, গাজীপুর বিজ্ঞান কলেজের ছাত্রী আদিবা বিনটে আলম (রোদ্রী) ও তাসিন।

কালীগঞ্জে যাত্রীবাহী বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষ আহত ৩০

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে প্রাইভেটকার-যাত্রীবাহী বাস মুখোমুখি সংঘর্ষে কমপেক্ষ ৩০ জন আহত হয়েছে। গতকাল শনিবার দুপুর আড়াইটায় উপজেলার শিমুলীয়া নামকস্থানে এ সড়ক দূর্ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। 
কালীগঞ্জ থানার পিএসআই মো. আশিকুজ্জামান স্থানীয়দের বরাত দিয়ে জানান, দুপুর আড়াইটার দিকে উপজেলার শিমুলীয়া এলাকা দিয়ে একটি প্রাইভেটকার (ঢাকা মোট্রা গ-১৭-০৫১২) গাড়ী টঙ্গী অভিমুখে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে রং সাইড হয়ে বেপরোয়া গতির ভৈরবগামী বাদশা পরিবহনের (ঢাকা মেট্রো ব-১৪-১০৪৫) একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাদশা পরিবহনের গাড়ীটি উল্টে রাস্তার পার্শ্বের খাদে পড়ে যায় এবং প্রাইভেটকারের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ওই দু’টি গাড়ীর ৩০ জন যাত্রী আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঢামেক হাসপাতাল, টঙ্গী ও গাজীপুরের বিভিন্ন ক্লিনিকে পাঠান। তিনি আরো জানান, দুর্ঘটনায় গুরুতর আহত ৫ জনকে ঘটনাস্থল থেকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে ওই প্রাইভেটকার চালকও রয়েছে।   
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার মনিরা বেগম জানান, সড়ক দূর্ঘটনায় কমপ্লেক্সে মোট ১২ জন রোগী এসেছে। এদের মধ্যে বি-বাড়ীয়ার আলী নগর উপজেলার মারিয়া (১২) নামের এক শিশুর অবস্থা গুরুতর দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যদিকে গাজীপুর সদর থানার পন্ডিত (৬৮) ও সালেমাকে (৭০) কমপ্লেক্সে ভর্তি রাখা হয়েছে। এছাড়া বাকী ৯ রোগী চিকিৎসা সেবা নিয়ে বাড়ী ফিরে গেছেন। 

আহতরা হচ্ছেন- চাঁদপুর ফরিদগঞ্জের রিয়াজ উদ্দিন (২৮), আমজদ হোসেন (১৮), নজরুল ইসলাম (১৮), মাইনুদ্দিন (২৬), গাজীপুর কালীগঞ্জের ঈশ্বরপুর গ্রামের প্রকাশ (১৮), একই উপজেলার জামালপুর গ্রামের মাসুম (১৮), কুমিল্লার গোপালপুরের রহিমা (৪০), নরসিংদী সদর থানার মুকুল (৩৫), রাইসুল (১০)। বাকীদের বিভিন্ন ক্লিনিকে পাঠিয়ে দেওয়ার কারণে পরিচয় জানা সম্ভব হয়নি।    
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুর্ঘটনার কবলিত গাড়ি দু’টি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। 

গাজীপুরের প্যারেড আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগ

স্টাফ রিপোর্টার : গাজীপুরের চান্দনা চৌরাস্তার প্যারেড ইন্টারন্যাশনাল আবাসিক হোটেল অসামাজিক কার্যকলাপ বন্ধে হোটেল স্থায়ীভাবে বন্ধ করার জন্য জেলা প্রসাশকের নিকট আবেদন জানিয়েছেন এলাকাবাসী। গত ১৯ নভেম্বর বিকেলে গাজীপুর মহানগর প্রেসক্লাবে চান্দনা চৌরাস্তা এলাকাবাসীর পক্ষে মো. জয়নাল আবেদীন অভিযোগ করে বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পার্শ্বে চান্দনা চৌরাস্তায় নূর প্লাজার ৩য় এবং ৪র্থ তলায় প্যারেড ইন্টারন্যাশনাল আবাসিক হোটেল খারাপ প্রকৃতির মেয়েদের দিয়ে দীর্ঘদিন যাবত অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছে। এই বিল্ডিংয়ের ২য় তলায় বেসিক ব্যাংক ও আন্ডারগ্রাউন্ডে এম.এ.টি হাসপাতাল এবং পাশেই রয়েছে ইম্পোএঞ্জেল স্কুল। হোটেলে অসামাজিক কার্যকলাপে লিপ্ত খদ্দের ও মেয়েদের আনাগোনার কারনে ব্যাংক, হাসপাতাল ও স্কুলে আগত অভিভাবক, কোমলমতি ছাত্রছাত্রী, রোগি এবং ব্যাংকে আগত গ্রাহকদের মারাত্মক ব্যাঘার সৃষ্টি হয় বলে অভিযোগ করেন। ইতিপূর্বে বেসিক ব্যাংক গাজীপুর চৌরাস্তা শাখা নিরাপত্তা চেয়ে গাজীপুর পুলিশ সুপারের নিকট আবেদন করে। পরবর্তিতে বিভিন্ন গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশ হওয়ার পর চিফ জ্যুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেবেকা সুলতানা নিজে ২/৩বার হোটেলটি বন্ধ করে সিলগালা করে দেন। বন্ধের কিছুদিনের মধ্যেই হোটেল মালিক ইয়াছিন, ম্যানেজার অরুন, কর্মচারি বলাই চন্দ্র, মধু মিয়া পরস্পর যোগসাজসে পুনরায় হোটেলটি চালু করে আগের মতোই অসামাজিক কার্যকলাপ চালাতে থাকে। এ ব্যাপারে প্রেসক্লাবের নেতৃবৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে অভিযোগটি জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ করার পরামর্শ দেন। এর প্রেক্ষিতে তারা জেলা প্রশাসকের নিকট অভিযোগটি দায়ের করেন। লিখিত অভিযোগে এলাকাবাসীর পক্ষে স্বাক্ষর করেন জিসিসি ১৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. মোছলেম উদ্দিন চৌধুরী মুসা, গাজীপুর মহানগর প্রেসক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল মামুন সরকার, বেসিক ব্যাংক গাজীপুর চৌরাস্তা শাখার ম্যানেজার খালেকুজ্জামান তালুকদার, গাজীপুর মহানগর প্রেসক্লাবের সেক্রেটারি এম.আমজাদ খান,  ইম্পো এঞ্জেলস্ স্কুলের প্রধান শিক্ষক খন্দকার সোলায়মান, ইঞ্জি. নুরুল হক, আসকের উপ-পরিচালক মিলন সারোয়ার, গাজীপুর ডাইরেক্টরীর সহকারি সম্পাদক তারেক রহমান জাহাঙ্গীর, মহানগর প্রেসক্লাবের তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমূখ।

কাপাসিয়ায় যৌতুকের দাবীতে স্ত্রী নির্যাতনের শিকার

কাপাসিয়া ব্যুরো অফিস : গাজীপুরের কাপাসিয়া উপজেলার কড়িহাতা গ্রামের কৃষক আলফাজ উদ্দিনের কন্যা ২ সন্তানের জননী  তাহ্মিনা (৩০) যৌতুকের দাবীতে স্বামী ফারুক হোসেন কর্তৃক অমানুষিক নির্যাতনের শিকার হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। 
কাপাসিয়া থানায় দায়েরকৃত লিখিত অভিযোগে জানা যায়, গত প্রায় ১০/১২ বছর আগে উপজেলার রায়েদ ইউনিয়নের দেওনা উত্তর পাড়া আব্দুস ছাত্তারের পুত্র ফারুকের (৪৬) সাথে তাহমিনার বিয়ে হয়। বিয়ের পর থেকেই নানা ভাবে যৌতুকের জন্য চাপ সৃষ্টি করে এবং শারিরিক ও মানষিক ভাবে নির্যাতন করে। পিতা তার কন্যার সুখের কথা চিন্তা করে একাধিক বার ফারুককে কিছু টাকা দেয়। সম্প্রতি বিদেশ যাবার নাম করে ২ লাখ টাকা পিতার নিকট থেকে এনে দেবার জন্য চাপ প্রয়োগ করে। এতে তাহমিনা অপারগতা প্রকাশ করলে গত ৯ নভেম্বর তার স্বামী ফারুক, তার পিতা- আঃ ছাত্তার (৭০), দোলেনা বেগম (৫০), আবুল কালাম (৩২), ছালমা (২৫) তাকে চুলের মুঠি ধরে লাঠি দিয়ে পিটাইয়া ও কিল ঘুষি, লাথি মেরে মারাত্বক ভাবে আহত করে। পরে খবর পেয়ে পিতার বাড়ির লোকজন এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য চিকিৎসার জন্য ভর্তি করে। এ ব্যাপারে তাহমিনা বাদী হয়ে তাদের বিরুদ্ধে কাপাসিয়া থানায় অভিযোগ দায়ের করেছে। এ ব্যাপারে ফারুকের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি। 

গাজীপুরে বিএনপি-জামায়াতের পাঁচ শতাধীক নেতা-কর্মী আটক

পুলিশের বিশেষ অভিযান

স্টাফ রিপোর্টার : নাশকতার আশঙ্কায় গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিএনপি ও জামায়াতের পাঁচ শতাধীক নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। 
রোববার দুপুরে গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে পুলিশ সুপার মোঃ হারুন অর রশীদ পিপিএম (বার) এ তথ্য জানান। 
পুলিশ সুপার বলেন- দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে নাশকতা রোধে পুলিশ ও অন্যান্য বাহিনী যৌথ অভিযান পরিচালনা করে গত কয়েকদিনে প্রায় ৫ শতাধিক বিএনপি ও জামায়াত নেতা-কর্মীকে আটক করে। তিনি আরো বলেন- এ অভিযান অব্যাহত থাকবে। 
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সুলাইমান, মিজানুর রহমান, সহকারি পুলিশ সুপার মোঃ সবুর, টঙ্গী মডেল থানার অফিসার ইনচার্জ ফিরোজ তালুকদার, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ, ডিবি ইন্সপেক্টর আলম চাঁদ, ডিএসবি ইন্সপেক্টর মমিনুল ইসলাম সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন। 

গাজীপুরে মাদক ব্যবসায়ী ইসমাইলের যাবজ্জীবন কারাদণ্ড

সুশীল চন্দ্র পাল : গাজীপুর মহানগরের উত্তর খাইলকুরের আব্দুল আলীর ছেলে ইসমাইল হোসেন (৫০) কে মাদক ব্যবসার অপরাধে রোববার সকালে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ ফজলে এলাহী ভূঁইয়া ওই রায় প্রদান করেন। 
আদালত সূত্রে জানাযায়- ২০১১ সালের ২৯ জানুয়ারি ইসমাইল হোসেনের ঘর থেকে ঢাকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা বস্তায় ভর্তি ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। ওই সময় তারা মাদক ব্যবসায়ী ইসমাইলকেও হাতেনাতে আটক করে।
পরে ঢাকা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক একেএম কামরুল ইসলাম বাদী হয়ে ইসমাইল হোসেনকে আসামি করে জয়দেবপুর থানায় মামলা দায়ের করেন।মামলার তদন্তকারী কর্মকর্তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল কবীর ওই বছরের ৪ মার্চ আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত রোববার ইসমাইল হেসেনকে 

টঙ্গীতে পিস্তলসহ যুবক আটক

স্টাফ রিপোর্টার : শনিবার রাতে গাজীপুর মহানগরের টঙ্গী থেকে বিদেশী পিস্তলসহ এক যুবকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। 
টঙ্গীর এরশাদ নগর এলাকার নান্নু মিয়ার ছেলে ফারুক মিয়া (২৫) অস্ত্রের ব্যবসা করে, এমন গোপন খবর পেয়ে শনিবার রাত অনুমান ১০টার দিকে ক্রেতা সেজে পুলিশ আউচ পাড়ায় যায়। তারা সাড়ে ৩ লাখ টাকা দরদাম ঠিক করে অস্ত্রটি হাত বদলের সময় ১ রাউন্ড গুলি ভর্তি বিদেশী পিস্তলসহ ফারুক মিয়াকে আটক করে।
থানা পুলিশ জানায়- ফারুক স্থানীয় তালিকাভূক্ত সন্ত্রাসী সুমনের সহযোগী হিসেবে কাজ করতো। শনিবার রাতে তার তিনটি পিস্তল ও গুলি বিনিময় করার কথা ছিলো। রাতেই টঙ্গী থানায় মামলা দায়ের করা হয়েছে। 

গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ীতে আমবাগ রাস্তা ড্রেনে পরিনত

এম.এম মান্নান, গাজীপুর সিটি পশ্চিম : গাজীপুর সিটি কর্পোরেশন এর (৮নং ওয়ার্ড হইতে ১০নং ওয়ার্ড) নতুন বাজার হইতে আমবাগ রাস্তা চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। রাস্তার মাঝে বড় বড় গর্ত হওয়ায় পানি জমে বিশাল ড্রেনের রুপ ধারন করেছে। যার ফলে দুর্ভোগে পড়েছে হাজার হাজার মানুষ। স্কুলে যেতে পারছেনা ছাত্র-ছাত্রীরা, রাস্তার দুই পাশে শতশত গোডাউন আর মার্কেটের ব্যবসায়ীরা কোটি কোটি টাকার লোকশান গুনছে। প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনা, বিঘœ হচ্ছে গাড়ী চলাচলে। যার ব্যাপক প্রভাব ব্যবসায়ীদের উপর পড়ায় স্থানীয় ব্যক্তিবর্গ রাস্তা সংস্কারের আবেদন করার জন্য মুন্সি এম. এইচ লিংকন, মকবুল হোসেন (অপু), আজীজুল হাকিম মোল্লা, ফারুক সরকার, রাসেল চৌধুরী, নুর ইসলাম চৌধুরী, মোঃ কাশেম মিয়া, মোঃ রাজ্জাক মিয়া, আনোয়ার পারভেজ, আওয়ামীলীগ নেতা ১০নং ওয়ার্ড, সহ মার্কেটের বিভিন্ন দোকানদার, জুট ব্যবসায়ী সহ নেতৃবৃন্দ ৮নং ওয়ার্ড কাউন্সিলর জনাব মোঃ সেলিম রহমান এবং ১০ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ খলিলুর রহমান এম.এ এর সঙ্গে দফায় দফায় আলোচনা করেন। ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস্ নামক মানবাধিকার সংস্থার গাজীপুর মহানগর কমিটির চেয়াম্যান জনাব সৈয়দ আশরাফুজ্জামান ঠান্ডু, ভাইস চেয়ারম্যান মোঃ নুর ইসলাম, ভাইস চেয়ারম্যান এফ এম সিফাত হোসেন বাচ্চু, সচিব মোঃ নজরুল ইসলাম, সহঃ সচিব মোঃ সালাউদ্দিন, কোষাদক্ষ আঃ রশিদ, প্রচার সম্পাদক মোঃ কামরুল ইসলাম সহ নেতৃবৃন্দ রাস্তাটি পরিদর্শ করেন। এবং তারা উর্ধতন কর্তৃপক্ষের নিকট উক্ত রাস্তাটি দ্রুত সংস্কারের আহ্বান জানান।  সুত্র জানায়, কাউন্সিলরগণ উক্ত বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষের নিকট পেশ করেও কোন ফলাফল পাওয়া যায়নি। 
এলাকাবাসীর দাবি চরম দুর্ভোগের মাঝে তাদের এই অপুরনীয় ক্ষতি এবং অবর্ণনীয় ভোগান্তি থেকে নিস্তার লাভের জন্য রোডস এন্ড হাইওয়ে দ্রুত পদক্ষেপ নিয়ে জনজীবনে শান্তি ফিরিয়ে দিবে।

সিনিয়র সাংবাদিক বাদামী অসুস্থ্য

দোয়া কামনা

স্টাফ রিপোর্টার : ডেইলী নিউনেশন এর গাজীপুর প্রতিনিধি এবং গাজীপুর প্রেসক্লাবের সিনিয়র সদস্য মোঃ নজরুল ইসলাম বাদামী (বাদামী ভাই) গুরুতর অসুস্থ্য। তিনি বুধবার ভোরে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হলে, দ্রুত তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসা প্রদান শেষে বিকেলে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজ ও হাসপাতালের নিকটবর্তী ভাড়া বাসায় তাকে আনা হয়েছে। তিনি কথা বলতে পারছেন না। তার পরিবার এবং দৈনিক মুক্ত বলাকা পরিবারের পক্ষ থেকে তার সুস্থ্যতা কামনায় সকলের নিকট দোয়া কামনা করা হচ্ছে।

আজ জাতীয় নিরাপদ সড়ক দিবস ও জাহানারা কাঞ্চনের ২২তম মৃত্যুবার্ষিকী

প্রেস বিজ্ঞপ্তি : আজ ২২ অক্টোবর ২০১৫ বৃহস্পতিবার জাতীয় নিরাপদ সড়ক দিবস এবং মরহুমা জাহানারা কাঞ্চনের ২২তম মৃত্যুবার্ষিকী। যাঁর অকাল মৃত্যুতে সড়ককে নিরাপদ করার এই সামাজিক আন্দোলনের জন্ম। নিরাপদ সড়ক চাই (নিসচা) দীর্ঘ ২২ বছর ধরে সড়ককে নিরাপদ করার লক্ষ্যে আন্দোলন করে আসছে। সড়ককে নিরাপদ করার আন্দোলনের ধারাবাহিকতায় প্রতি বছর ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে পালিত হয়।  
উল্লেখ্য আগামীকাল থেকে ২২ বছর আগে চট্টগ্রামের অদূরে চন্দনাইশে বান্দরবানে স্বামী ইলিয়াস কাঞ্চনের কাছে যাবার পথে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় জাহানারা কাঞ্চন নিহত হন। রেখে যান অবুঝ দুটি শিশু সন্তান জয় ও ইমাকে। ইলিয়াস কাঞ্চন সে সময় ছবির স্যুটিংয়ে বান্দরবান অবস্থান করছিলেন। স্ত্রীর অকাল মৃত্যুতে দুটি অবুঝ সন্তানকে বুকে নিয়ে শোককে শক্তিতে রূপান্তরিত করে ইলিয়াস কাঞ্চন নেমে আসেন পথে। পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়- এই শ্লোগান নিয়ে গড়ে তুলেন একটি সামাজিক আন্দোলন ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’। সেই পথচলায় ক্লান্তি নেই, নেই কোন শংকা। বিরামহীন তিনি হেঁটে চলেছেন দেশের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে। স্বজন হারানোর বেদনায় আর যেন কাউকে নীল হতে না হয়, তার জন্য ইলিয়াস কাঞ্চন সড়কের মাঝে বেঁধেছেন বাসা। লক্ষ্য একটাই সড়ক দুর্ঘটনামুক্ত বাংলাদেশ গড়ে তোলা।
জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০১৫ এবং জাহানারা কাঞ্চনের ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাহানারা কাঞ্চনকে নিয়ে ইলিয়াস কাঞ্চনের স্মৃতিচারণমূলক বক্তব্যের আলোকে নিসচার সাংস্কৃতিক সম্পাদক জাফর ফিরোজ কর্তৃক নির্মিত ‘কেন নিরাপদ সড়ক চাই’ শিরোনামে ভিডিওচিত্রও প্রকাশিত হয়েছে। ২০ অক্টোবর আয়োজিত সংবাদ সম্মেলনে এই ভিডিও চিত্র প্রদর্শনের মাধ্যমে প্রকাশ করা হয়। ইউটিউর এবং নিসচার নিজস্ব ওয়েবসাইটে এই তথ্যচিত্রটি আপলোড করা হয়েছে।
‘চালক-মালিক, যাত্রী-পথচারী ভাই ভাই, সড়ক দুর্ঘটনামুক্ত বাংলাদেশ চাই’- এই শ্লোগানকে সামনে রেখে নিরাপদ সড়ক চাই (নিসচা) প্রতিবারের ন্যায় এবারেও ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। এইসব কর্মসূচির মধ্যে, আগামীকাল ২২ অক্টোবর ২০১৫, বৃহস্পতিবার সকাল ১১.০০টায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর উদ্যোগে কেন্দ্রীয়ভাবে একটি র‌্যালী অনুষ্ঠিত হবে। র‌্যালীটি বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সামনে (সেগুনবাগিচা) থেকে শুরু হয়ে মৎস ভবন, হাইকোর্ট, দোয়েল চত্ত্বর হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমাপনী সমাবেশের মাধ্যমে শেষ হবে। র‌্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আসাদুজ্জামান খাঁন এমপি। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বিপিএম, পিপিএম।
দুপুরে নিসচা নেতৃবৃন্দ বনানীতে মরহুমা জাহানার কাঞ্চনের আত্মার মাগফেরাত কামনা করে কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করবেন। বিকেলে বাদ মাগরিব নিসচা প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে মিলাদ মাহফিল। একইভাবে নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর দেশব্যাপি বিদ্যমান ৮৭টি শাখার উদ্যোগে স্থানীয়ভাবে একই সময়ে র‌্যালী, মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালিত হবে।
নিসচা গৃহীত এসব কর্মসূচি বাস্তবায়নে আর বি গ্রুপ তথা ওয়ালটন কর্তৃপক্ষ সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। 
দেশে, বিদেশে, নিসচা'র সকল জেলা, উপজেলা, ইউনিয়ন ও ইউনিট কমিটি, সকল বন্ধু-শুভানুধ্যায়ীদের, সমমনা সকল সামাজিক সাংস্কৃতিক সংগঠন, এলাকার সর্বস্তরের জনসাধারণ, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যাক্তিবর্গ ও তাদের পরিবারের সদস্যবৃন্দসহ এবং প্রবাসী বাংলাদেশীদের প্রতি ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবসের সকল কর্মসূচিতে অংশগ্রহণ করে সড়ক দুর্ঘটনারোধে জনসচেতনতা তৈরিতে উদাত্ত আহ্বান জানিয়েছেন ইলিয়াস কাঞ্চন। সেইসাথে তিনি চালক, মালিক, যাত্রী তথা সর্বস্তরের দেশবাসির প্রতি সচেতন হওয়ার অনুরোধ জানিয়ে আরো বলেছেন, সকলের আন্তরিক প্রচেষ্টায় নিরাপদ সড়ক বাস্তবায়ন সম্ভব। 

কালিয়াকৈরে বাসের ধাক্কায় ভারতীয় নাগরিক নিহত

স্টাফ রিপোর্টার : গাজীপুরের কালিয়াকৈরে মঙ্গলবার যাত্রিবাহী বাসের ধাক্কায় বাংলাদেশি বংশোদ্ভূত এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। নিহত হাসান দেওয়ান (৫৫) ভারতের আসাম প্রদেশের বাসিন্দা।
গোড়াই হাইওয়ে থানার এসআই আব্দুল মোতালেব জানান, হাসান মঙ্গলবার দুপুরের দিকে অটোরিকশায় করে যাওয়ার সময় কালিয়াকৈরের  বোর্ডঘর এলাকায় ঢাকা থেকে জামালপুরগামী একটি বাস অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্বাধীনতার আগে আসামে পাড়ি জমান হাসানের বাবা ইনছাদ আলী দেওয়ান। চলতি মাসের ১৪ তারিখে কালিয়াকৈরের উত্তর দাড়িয়াপুর গ্রামে চাচা আমির হোসেন দেওয়ানের বাড়িতে বেড়াতে এসেছিলেন তিনি।

গাজীপুরের কোনাবাড়ীতে আমবাগ রাস্তার বেহাল দশা

এম.এম মান্নান, গাজীপুর সিটি পশ্চিম : গাজীপুর সিটি কর্পোরেশন এর (৮নং ওয়ার্ড হইতে ১০নং ওয়ার্ড) নতুন বাজার হইতে আমবাগ রাস্তা চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। রাস্তার মাঝে বড় বড় গর্ত হওয়ায় পানি জমে এক ভয়ংকর চিত্রে পরিনত হয়েছে। যার ফলে দুর্ভোগে পড়েছে হাজার হাজার মানুষ। স্কুলে যেতে পারছেনা ছাত্র-ছাত্রীরা, রাস্তার দুই পাশে শতশত গোডাউন আর মার্কেটের ব্যবসায়ীরা কোটি কোটি টাকার লোকশান গুনছে। প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনা, বিঘœ হচ্ছে গাড়ী চলাচলে। যার ব্যাপক প্রভাব ব্যবয়ীদের উপর পড়ায় তারা উক্ত রাস্তাটি দ্রুত সংস্কারের দাবী জানায়। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এখনো কোন কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করায় হতাশ এলাকাবাসী। তাদের দাবী শীগ্রই উক্ত রাস্তা সংস্কারের মাধ্যমে সাভাবিক জীবন যাত্রার গতি ফিরে আসুক। 

গাজীপুরে লেদার ও ওয়াশিং কারখানাকে ৮ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : দূষণবিরোধী অভিযানের কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট) এ.কে.এম. মিজানুর রহমান গাজীপুরের একটি জুতা ও একটি ডাইং-ওয়াশিং কারখানার মালিককে পরিবেশ অধিদফতরে তলব করে শুনানী গ্রহণ করেন। এসময় পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের জন্য ৮ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। 
সূত্রে জানা যায়, পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ব্যতিত এবং ইটিপি স্থাপন ব্যতিত ডাইং কার্যক্রম পরিচালনা করে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনের অপরাধে মহানগরীর ভোগড়া চৌধুরী বাড়ি এলাকার ওয়াশ হাউজকে তিন লাখ টাকা ও পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ব্যতিত কারখানা  পরিচালনা করার অপরাধে কালিয়াকৈরের উলুসারা এলাকার ফুটবেড ফুটওয়্যার লিমিটেডকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। 

দৈনিক মুক্ত বলাকার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : গতকাল মঙ্গলবার দৈনিক মুক্ত বলাকা পত্রিকার আয়োজনে আলোচনা, ঈদ পূণর্মিলনী ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবে ওই অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- নিরাপদ সড়ক চাই (নিসচা)’র গাজীপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. মো. লোকমান হোসেন। মুক্তবলাকার প্রকাশক ও সম্পাদক মোঃ আলমগীর হোসেন অনুষ্ঠানের উদ্বোধন করেন। পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি এইচ এম শওকত ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট ব্যাংকার ও সমাজ সেবক মোঃ আক্তারুজ্জামান, ও সচিত্র পত্রিকার সহকারি সম্পাদক মোঃ শফিকুল ইসলাম জিটু প্রমুখ। তা ছাড়া অনুষ্ঠানে মুক্ত বলাকার নির্বাহী সম্পাদক এম এ ফরিদের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফাইন ফেয়ার প্রপার্টিজ, গাজীপুরের পরিচালক (ক্রয়) ফজলুল হক বাদল, গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি রোমান শাহ আলম, বিশিষ্ট নকল নবিশ নেতা মোঃ লুৎফর রহমান, সাংবাদিক, সংগঠক ও সমাজ সেবক মোঃ আমজাদ হোসেন ও নকল নবীশ নেতা আহাম্মদ আলী প্রমুখ। তাছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সাপ্তাহিক ভাওয়াল পত্রিকার প্রকাশক মোঃ মনিরুজ্জামান, সাপ্তাহিক ঘটনার আড়ালে পত্রিকার সম্পাদক মোঃ জানে এ আলম, সাপ্তাহিক সচিত্র ঘটনা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কাজী মোঃ মকবুল হোসেন, দৈনিক ভোরের কাগজের কাপাসিয়া প্রতিনিধি মোঃ নুরুল আমিন সিকদার, ও মুক্ত বলাকা’র চীফ রিপোর্টার শিমু আক্তার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- অনুষ্ঠান উদ্যাপন কমিটির আহবায়ক সুশীল চন্দ্র পাল। অনুষ্ঠানের সার্বিক সহাযোগিতায় ছিলেন- অনুষ্ঠান উদ্যাপন কমিটির সদস্য সচিব মোঃ কামাল হোসেন বাবুল। প্রতিনিধি সম্মেনে উপস্থিত ছিলেন- দৈনিক মুক্ত বলাকার প্রতিনিধি যথাক্রমে- কাপাসিয়ার শাকিল হাসান, মানিক সরকার, ইমন খান, রাবেয়া খানম, মোঃ সেলিম মিয়া, মোঃ শফিকুল ইসলাম, মির্জাপুরের মোঃ আনোয়ার হোসেন, সারওয়ার আলম, রোকসানা পারভীন, শাহীনুর আক্তার শান্তা, মোঃ শাকিদুল ইসলাম, বাঘের বাজারের মিলন শেখ, মোঃ আতাউর রহমান সোহেল, এম আমজাদ খান, মাহাবুবুর রহমান শরীফ, ফটো সাংবাদিক মোঃ নজরুল ইসলাম, মোঃ শহিদুল ইসলাম প্রমুখ।

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা ভাংচুর

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আন্দারমানিক এলাকায় সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা ও ভাংচুর করেছে এ ঘটনায় বৃদ্ধ মেঘু মিয়া সহ ২জন আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় উপজেলার সফিপুর আদ্ধার মানিক এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে একটি অটোরিক্সা মেঘুমিয়ার দোকানের বাড়ান্দায় গিয়ে ধাক্কা লেগে বাড়ান্দার ২টি খুটি ভেঙ্গে যায়। এ সময় মেঘুমিয়া তার লোকজন নিয়ে ওই অটোরিক্সাসহ চালক হানিফ আলীকে মারধর করে আটক করে রাখে। মৃত মোস্তফার ছেলে হানিফ আলীকে আটকের সংবাদটি এলাকায় ছড়িয়ে পরলে হানিফ আলীর পরিবারের লোকজন মেঘু মিয়ার দোকানে এসে হামলা চালিয়ে ভাংচুর করে। এসময় বৃদ্ধ মেঘু মিয়া আহত হয়। বিষয়টি নিয়ে কথা বলতে চাইলে মেঘুমিয়ার ছেলে আব্দুল আজিজ জানান, আমার পিতা একজন বৃদ্ধ মানুষ তার উপর হামলা ও দোকান ভাংচুর মুলত খাজা মাইনুদ্দিনের পরামর্শেই হয়েছে। আমরা এঘটনার সুষ্ঠু বিচার দাবী করছি। এ বিষয়ে জানতে চাইলে হানিফের মা খোদেজা বেগম বলেন, আমরা কোন দোকান ভাংচুর করিনি, মেঘুমিয়ার ছেলে আব্দুল আজিজ আমার বাড়ি ঘর সহ জমি জবর দখল করে নিয়েছে, আমি তার বিরুদ্ধে কয়েকটি অভিযোগ দায়ের করায় তারা ক্ষিপ্ত হয়ে আমাকে হয়রানী করার জন্য মিথ্যা ঘটনা প্রচার করছে।এব্যপারে মেঘুমিয়া বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

১২ হাজার দুই শ’ কেজি পলিথিন উদ্ধার

স্টাফ রিপোর্টার : পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট উইং এর নির্বাহী ম্যাজিস্ট্রেট কাইজার মোহাম্মদ ফারাবী এর নেতৃত্বে সোমবার মহনগরীর চান্দনা চৌরাস্তার বাজার এলাকায় অভিযান চালিয়ে আলি জেনারেল স্টোর এর গোডাউন থেকে ১২ টন  নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ এবং দোকানের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেন। এসময় বিসমিলল্লাহ জেনারেল স্টোর থেকে ২০০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ এবং দোকানের মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে পরিবেশ অধিদপ্তরের গাজীপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মিসেস সোনিয়া সুলতানা এবং এনফোর্সমেন্ট উইং এর সহকারী পরিচালক মুহম্মদ হাফিজুর রহমান ও পরিদর্শক সাইফুল ইসলাম। উক্ত অভিযানে আইন শৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন গাজীপুর জেলার রিজার্ভ পুলিশ ফোর্স। পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) অনুযায়ী সর্বপ্রকার শপিং ব্যাগ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ এবং ব্যবহার নিষিদ্ধ। 

গাজীপুরে ভাদুন হতে বাড়ইবাড়ী গীন্নিরটেক র্পযন্ত সড়ক নির্মানে অনিয়ম

স্টাফ রিপোর্টার : গাজীপুর মহানগর ৪১নং ওয়ার্ডের ভাদুন হতে বাড়ইবাড়ী গীন্নিরটেক পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়ক নির্মানে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সড়কটি এল.জি.ই.ডি কর্তৃক প্রকল্পের কাজের নির্মানের জন্য ঠিকাদার প্রতিষ্ঠান মাহি এন্টারপ্রাইজ গত দুই বছর পূর্বে অনুমোদন পায়। কাজের অংশ হিসেবে পুরাতন ইটের সলিং সড়কটির দুই পাশে মাটি ভরাটসহ প্রায় দুই কিলোমিটার সড়ক নতুন র্কাপেটিং এর জন্য এ প্রকল্পের কাজ নিধারন হয়। কিন্তু দেখা যায়, ঠিকাদার প্রতিষ্ঠানটি দুই বছর পূর্বে কাজ ধরে তা দীর্ঘদিন যাবত ফেলে রাখে। সম্প্রতি গত ঈদ-উল আযহার দুইদিন পূর্বে তড়িগড়ি করে সড়কের দুই পাশে ও কালর্বাট ব্রীজের দুই পাশে নীচু জায়গায় মাটি ভরাট ও স্লীপার স্থাপন না করেই কোন রকম দায় সারা কাজ শেষ করে। সরেজমিনে দেখা যায়, বাশের খুঁটি ও বেড়া দিয়ে সড়কের দুই পাশে ঝুকিপূর্ণ খাড়া অবস্থায় সড়ক নির্মানের কাজ শেষ করে। ফলে কালবাটের দুই পাশে বর্ষা মৌসুমে পানিতে তলিয়ে যাওয়ার সম্ভবনা এবং রাস্তাটি ভেঙ্গে যাওয়ার শত ভাগ সম্ভবনা রয়েছে। সড়কটি ভেঙ্গে বড় ধরনের দূর্ঘটনার আশংকায় আতংকিত এলাকাবাসী। এলাকার সাধারন মানুষের অভিমত সড়কটি নির্মাণে দীর্ঘদিনের ভোগান্তি অবসান তো ঘটলইনা বরং স্বপ্নের এই সড়কটি আরো ঝুকিপূর্ণ হলো। 

কাশিমপুর কারাগারে কয়েদির মৃত্যু

স্টাফ রিপোর্টার : গাজীপুরের কাশিমপুর কারাগারে খুনের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। মৃত শাহজাহান মোল্লা (৪৫) গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউনাট গ্রামের মো. মমতাজ উদ্দিন মোল্লার ছেলে।  কাপাসিয়া থানার একটি খুনের মামলায় দণ্ডাদেশ হওয়ার পর ২০০৬ সালের ১৮ মার্চ থেকে তিনি কাশিমপুর কারাগার-১ এ ছিলেন।
জেল সুপার সুব্রত কুমার বালা জানান, সোমবার সকালে বুকে ব্যাথা উঠলে শাহজাহান মোল্লাকে প্রথমে কারা হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  হাসপাতালের আবাসিক চিকিৎসক আবদুল সালাম সরকার জানান, হাসপাতালে আনার আগেই শাহজাহানের মৃত্যু হয়েছিল।

গাজীপুরের কোনাবাড়ি ও কাশিমপুরে ভূয়া ক্লিনিক

স্টাফ রিপোর্টার : গাজীপুর মহানগরীর কোনাবাড়ি ও কাশিমপুর এলাকায় বেশ কিছু লাইসেন্স বিহীন ভূয়া ক্লিনিকের সন্ধ্যান পাওয়া গেছে। 
এসব ভূয়া ক্লিনিকের মধ্যে রয়েছে, কোনাবাড়ি কাশিমপুর রোডে অবস্থিত কোনাবাড়ি ডিজিটাল ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টার, আধুনিক জেনারেল হসপিটাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার, সেন্ট্রারেল হসপিতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার, যমুনা পোশাক কারখানা সংলগ্ন হক মেডিক্যাল সেন্টার, আমবাগ মা মেডিক্যাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার, কাশিমপুরে অবস্থিত কাশিমপুর ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টার। এসব ক্লিনিকে নেই কোনো লাইসেন্স। তার পরেও লাইসেন্স বিহীন র্দীঘ দিন ধরে অবাধে চলে আসছে এসব ক্লিনিক।
প্রশ্ন উঠেছে চিকিৎসক ও চিকিৎসা সেবা নিয়ে এসব চিকিৎসকেরা কোন বিষয় বিশেষজ্ঞ তার কোনো হদিস নেই। এক রোগের ওপর ডিগ্রি বা প্রশিক্ষণ থাকলেও তারা সর্বরোগের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। চিকিৎসা সেবা ভুল বা সঠিক না হওয়ায় অনেক রোগীর অকাল মৃত্যুও ঘটছে।ওই সব ক্লিনিকে নেই কোনো মানস্মত চিকিৎসা সেবা এমনকি বেশির ভাগ চিকিৎসকের বাংলাদেশ মেডিক্যাল এন্ড ডেন্টাল কাউন্সিলের সনদ ভূয়া। এ সকল ক্লিনিকের মালিকেরা চিকিৎসার নামে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন করছেন রোগীদের সাথে প্রতারণা।
কোনাবাড়ি ডিজিটাল ক্লিনিক এন্ড ডায়াগনষ্টি সেন্টারে গত ৭ এপ্রিল সুনামগঞ্জ জেলার বিশ^ম্ভবপুর থানার ধনপুর গ্রামের মোঃ শহিদুলের স্ত্রী রুমা আক্তার (২৮) কে ভুল চিকিৎসা দিলে প্রথমে জ্ঞান হারায় পরে তার চোখ অন্ধ হয়ে যায় এবং দিন শেষে রাত ৮ টার দিকে তিনি মারা যান। রুমা আক্তার কোনাবাড়ি তিতাস সুয়েটার কারখানার মহিলা শ্রমিক ছিলেন।
ভূক্তভোগী শামীম জানান, আমার স্ত্রীকে নিয়ে কোনাবাড়ি ডিজিটাল ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে চিকিৎসা সেবার জন্যে গেলে, ওই রোগীর অবস্থা আরো খারাপ হলে আমি বিপদে পড়ে যাই তিনি আরো বলেন, ভুল চিকিৎসায় একজন মানুষের অকাল মৃত্যু হলো তার পরেও ওই ক্লিনিক এখন পর্যন্ত চলে কি করে? 
একটি সূত্র বলছেন, গাজীপুরের সিভিল সার্জন আলী হায়দার খান কে মাসে মোটা অংকের উৎকোচ দিয়ে এসব লাইসেন্স বিহীন ক্লিনিক চলছে। এব্যাপারে সিভিল সার্জন আলী হায়দার খানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। কোনাবাড়ি আধুনিক জেনারেল হসপিতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় ওই ক্লিনিকের মালিক লেলিন এবং সেলিম রোগীদের জন্যে তারা নিজেরই ঔষধ লিখেন। 

গাজীপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার : গাজীপুরে এক যুবককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার দুপুরে পুলিশ মহানগরীর ঝাঝর এলাকার একটি ধানক্ষেত থেকে ওই লাশ উদ্ধার করে। নিহতের নাম হাবিব মিয়া (১৮)। তিনি নগরীর ডেগেরচালা এলাকার কলিম উদ্দিনের ছেলে।
পুলিশ ও এলকাবাসী সূত্রে জানা গেছে, হাবিব মিয়া ডেগেরচালাএলাকায় একটি মোবাইলফোন মেরামতের দোকান পরিচালনা করতেন। রোববার রাত সাড়ে ৮টার দিকে দোকান থেকে বাড়ি ফেরার পথে সে নিখোঁজ হন। সোমবার দুপুরে পার্শ্ববর্তী ঝাঝর পশ্চিমপাড়া এলাকার একটি ধানক্ষেতে স্থানীয়রা তার গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন।
জয়দেবপুর থানার ভোগড়া পুলিশ ক্যা¤েপর ইনচার্জ জাকির হোসেন জানান, নিহত  যুবককে পেটে ধারালো অস্ত্রের ক্ষত ছিল। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

গাজীপুরে শিশু হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়া থানার শ্রীপুর গ্রাম থেকে  বহুল আলোচিত শিশু জয় হত্যার প্রধান দুই আসামীকে গ্রেফতারকরেছে র‌্যাব। গাজীপুরের পোড়াবাড়ী র‌্যাব-১ এর ক্যাম্প কোম্পানী কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) মো. মহিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক মো. জিয়াউর রহমান এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় শিশু জয় হত্যার প্রধান আসামী জুমান মোল্লা ও হাসনা বেগমকে গ্রেফতার করা হয়। জানা যায়, নিহত শিশু তৌহিদুল ইসলাম জয় (০৪) তার ফুফুর কাছে থাকতো গত ১৫ সেপ্টেম্বর ভোর রাতে শিশু জয়কে ঘরে রেখে তার ফুফু প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘরে ফিরে তার ভাতিজা জয়কে দেখেতে পায় না। অনেক খোজাখুজির এক পর্যায়ে পরদিন সকালে কাপাসিয়ার শ্রীপুর গ্রামের বিলের মধ্যে শিশু জয়কে মৃত অবস্থায় দেখতে পায়। এ বিষয়ে প্রথমে কাপাসিয়া থানায় একটি অপমৃত্যু মামলা রজু হয়। পরবর্তীতে পোষ্ট মর্টেম রিপোর্টের ভিত্তিতে নিয়মিত মামলা হয়। জমিজমা নিয়ে বিরোধের জেরে পরিকল্পিতভাবে শিশু জয়ের আপন চাচা আয়েস আলী মোল্লা, চাচী হাসনা বেগম এবং চাচাত ভাই জুমান মিলে শিশু জয়কে ঘর থেকে তুলে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে লাশ পাশের বিলের মধ্যে ফেলে রাখে। পুলিশ ১নং আসামীকে গ্রেফতার করলেও অপর ২ জন দীর্ঘদিন পলাতক ছিল। র‌্যাবের গোয়েন্দা দল দীর্ঘ অনুসন্ধানের পর তাদের অবস্থান সনাক্ত করে রবিবার তাদের গ্রেফতার করে। 

আজ দৈনিক মুক্ত বলাকার প্রতিনিধি সম্মেলন

স্টাফ রিপোর্টার : আজ মঙ্গলবার দৈনিক মুক্ত বলাকা পত্রিকার আয়োজনে আলোচনা, ঈদ পূণর্মিলনী ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গাজীপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও শ্রীপুর উপজেলার চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন সবুজ। 
মুক্তবলাকার প্রকাশক ও সম্পাদক মোঃ আলমগীর হোসেন অনুষ্ঠানের উদ্বোধন করবেন। 
পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি এইচ এম শওকত ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুষ্পদ্যামের স্বত্বাধিকারী মোঃ সামছুল আলম চৌধুরী বাবুল, গাজীপুর সদর সাব-রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক ও ভেন্ডার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ সিকান্দার হোসেন, বিশিষ্ট ব্যাংকার ও সমাজ সেবক মোঃ আক্তারুজ্জামান, সাংবাদিক, সংগঠক ও কলাম লেখক কে এস জোহা, সাংবাদিক ও সমাজ সেবক ও সংগঠক মোঃ আব্দুলল্লাহ আল মামুন সরকার ও সচিত্র পত্রিকার সহকারি সম্পাদক মোঃ শফিকুল ইসলাম জিটু প্রমুখ। 
তা ছাড়া অনুষ্ঠানে মুক্ত বলাকার নির্বাহী সম্পাদক এম এ ফরিদের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এড. মোঃ রফিকুল ইসলাম, বিশিষ্ট দলিল লিখক ফজলুল হক বাদল, গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি রোমান শাহ আলম, বিশিষ্ট দলিল খিলক আলহাজ্ব মোঃ জামাল মিয়া, আওয়ামীলীগ নেতা মোঃ জাহাঙ্গীর আলম বাবু, নকল নবীশ নেতা মোছাব্বির উদ্দিন আহাম্মদ কিরণ, সাংবাদিক মোঃ মনিরুজ্জামান শিকদার, বিশিষ্ট নকল নবিশ নেতা মোঃ লুৎফর রহমান, সাংবাদিক, সংগঠক ও সমাজ সেবক মোঃ আমজাদ হোসেন ও নকল নবীশ নেতা আহাম্মদ আলী।
অনুষ্ঠানের সার্বিক সহাযোগিতায় থাকবেন- অনুষ্ঠান উদ্যাপন কমিটির আহবায়ক ও সদস্য সচিব যথাক্রমে সুশীল চন্দ্র পাল ও কামাল হোসেন বাবুল। 

টঙ্গীতে ৮টি পূজামন্ডপে শারদীয় দূর্গাপূজা শুরু

স্টাফ রিপোর্টার : গাজীপুরের টঙ্গীতে ৮টি মন্ডপে হিন্দু ধর্মের শারদীয় দূর্গাপূজা উৎসব গতকাল সোমবার থেকে শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে। টঙ্গীতে টঙ্গী বাজার ১টি, মরকুন ১টি, সাতাইশ খরতৈল ২টি পাগাড় ১টি আমতলী ১টি, দত্তপাড়া ১টি, শিলমুন ১টি মোট ৮টি পুজা মন্ডপে এবার শারদীয় দুর্গা পূজা উদযাপন হচ্ছে। এসব পূজামন্ডপ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ ও আনসারসহ বিশেষ টিম কঠোর নিরাপত্তায় নিয়োজিত থাকবে। 
পূজা উদযাপন কমিটি সুত্রে জানা যায়, বাঙ্গালী হিন্দু সম্প্রদায়ের প্রতি বছরের ন্যায় এবার যথাযোগ্য ধর্মীয় ও সামাজিক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সার্বজনিন দুর্গা পূজা উদযাপনের সকল ধরণের প্রস্তুতি নিয়ে শুরু হয়েছে। সোমবার থেকে বৃহস্পতিবার সপ্তমী, মহাঅষ্টমী, মহানবমী ও বিজয়া দশমীর টঙ্গীর তুরাগ নদীর তীরে বির্সজনের মাধ্যমে পুজার সমাপ্তি ঘটবে।
টঙ্গী থানার ওসি মোহাম্মদ আলী পিপিএম জানান, যে কোন ধরনের পরিস্থিতি মোকাবেলায় করতে আমরা সর্বাত্মক প্রস্তুত রয়েছি। এছাড়াও পূজামন্ডপ এলাকায় সিসি ক্যামেরা মাধ্যমে সকল কার্যক্রম মনিডরিং করা হচ্ছে।

কালিয়াকৈরে প্রেম প্রস্তাব প্রত্যাখান করায় স্কুল ছাত্রী খুন

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোর্ডঘরস্থ বিজয় স্মরণী উচ্চবিদ্যালয়ের ছাত্রী কবিতা রানী এক বখাটের প্রেম প্রস্তাব প্রত্যাক্ষান করায় মঙ্গলবার দুপুরে স্কুল গেইটে ছুরি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই কবিতার মৃত্যু হয়। এলাকাবাসী ঘাতক বিক্রম মনিদাস কে আটক করে গণপিটোনী দিয়ে পুলিশে সোপর্দ করে।
নিহত কবিতা রানী দাস বিজয় স্মরনী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী সে গজারীয়া গ্রামের সাগর মনি দাসের কন্যা
স্থানীয় লোকজন জানায়, দীর্ঘ দিন ধরে ওই ঘাতক গজারিয়া গ্রামের রাম মণি দাসের ছেলে বিক্রম মণিদাস (২১)। কবিতাকে প্রেম প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু বার বারই কবিতা প্রেম প্রস্তাব প্রত্যাক্ষান করে। মঙ্গলবার কবিতা রানী পরীক্ষা দিতে স্কুলের উদ্দেশ্যে রওয়ানা হয়ে স্কুল গেইটে পৌছালে সেখানে বিক্রম তাকে প্রেমের প্রস্তাব দেয়। এতে কবিতা অস্বীকৃতি জানালে বিক্রম ক্ষিপ্ত হয়ে কবিতাকে ধারালো ছুড়ি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এসময় স্থানীয় লোকজন বিক্রমকে আটক করে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করে। পুলিশ ঘটনাস্থল থেকে কবিতার লাশ ও রক্তমাখা ছুরি উদ্ধার করে। ময়না তদন্তের জন্য পুলিশ লাশটি গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে। থানায় মামলা হয়েছে।

কালিয়াকৈরে সড়ক দূর্ঘটনায় স্বামী-স্ত্রী সহ নিহত ৭, আহত ১০

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার টানসূত্রাপুর সাইনবোর্ড নামক এলাকায় মঙ্গলবার সকালে যাত্রীবাহী বাস ও যাত্রীবাহী লেগুনার মধ্যে মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে স্বামী-স্ত্রী সহ ৭জন নিহত হয়েছে এঘটনায় আরো ১০জন আহত হয়েছে বলে জানা গেছে।
নিহতদের মধ্যে যাদের পরিচয় পাওয়া গেছে তারা হলেন,উপজেলার টালাবহ গ্রামের মৃত. খঞ্জন আলীর ছেলে নুর ইসলাম (৪৫) তার স্ত্রী সুফিয়া খাতুন (৪০) টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার নিশ্চিন্তপুর গ্রামের আছিম উদ্দিনের ছেলে রাশেদুল ইসলাম (৩০), পাবনা জেলার সাইতলা গ্রামের  আনোয়ার হোসেনের ছেলে আলমঙ্গীর হোসেন (৩২) ফরিদপুর জেলার রাজবাড়ী এলাকার মোকলেছের মেয়ে সুমা আক্তার (২২) সে কালিয়াকৈর ডিগ্রি কলেজে অনার্সের তৃতীয় বর্ষে ছাত্রী ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা ন্যাশনাল ট্রাভেল্স পরিবহন সার্ভিসের  উত্তর বঙ্গগামী যাত্রীবাহী বাস ও কালিয়াকৈর গামী যাত্রীবাহী লেগুনা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উপজেলার সূত্রাপুর সাইন বোর্ড নামক এলাকায় সকাল পৌনে ১০টার দিকে পৌছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় যাত্রীবাহী লেগুনাটি দুমড়ে-মুচড়ে সড়কের পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই লেগুনার চালকসহ ৫জন নিহত হয়। আশপাশের লোকজন এগিয়ে এসে গুরুতর আহতদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতাল ও কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আরো দুজনকে মৃত ঘোষণা করেন। গোড়াই হাইওয়ে থানা পুলিশ জানান, নিহত ৫জনের পরিচয় পাওয়া গেছে বাকী ২জনের লাশ হয়তো তাদের আত্মীয় স্বজনরা নিয়ে যেতে পারে। গাড়ি ২টি পুলিশী হেফাজতে রাখা হয়েছে।

ধরাছোয়ার বাইরে মূল মাদক ব্যবসায়ী সিন্ডিকেট

টঙ্গীতে মাদকের বেপরোয়া বানিজ্য 

স্টাফ রিপোর্টার, টঙ্গী : গাজীপুরের টঙ্গী জুড়ে চলছে মাদকের বেপরোয়া বানিজ্য। ধরাছোয়ার বাইরে থেকে যাচ্ছে মাদক মূল ব্যবসায়ী সিন্ডিকেট। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জেলা ডিবি পুলিশ, স্থানীয় থানা পুলিশ কিংবা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা মাদকদ্রব্য বেচাকেনা বা সেবন রোধে মাঝে মাঝে অভিযান মাদকদ্রব্য উদ্ধার বা দ্বিতীয় বা তৃতীয় সারির মাদকদ্রব্য ব্যবসায়ী বা সেবনকারীদের গ্রেফতার করে জেল হাজতে পাঠালেও মাদকদ্রব্যের মূল ব্যবসায়ীরা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। 
টঙ্গী বিভিন্ন এলাকা ঘুরে জানা যায়, গাজীপুরের টঙ্গী অঞ্চলে মাদক স্পটগুলো নিয়ন্ত্রণ করছে অর্ধশতাধিক মাদক ব্যবসায়ী। এদের মধ্যে নারী মাদক ব্যবসায়ীর সংখ্যাই বেশী রয়েছে। বাকিরা পুরুষ। আর এসব মাদক ব্যবসায়ীদের সহযোগী হিসেবে কাজ করছে আরো অন্তত দেড় শতাধিক সোর্স। তার মধ্যে ৩০/৩৫ জন রয়েছে স্থানীয় থানা পুলিশ, জেলা ডিবি পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বা র‌্যাবের নামধারী সোর্স।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (গাজীপুর) সূত্রে জানা যায়, অধিদপ্তর ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে এসব মাদক ব্যবসায়ীদের অনেকেই বিভিন্ন সময়ে গ্রেফতার হচ্ছে। তবে আইনের ফাঁক ফোঁকরে এসব মাদকদ্রব্য ব্যবসায়ীরা জামিনে ছাড়া পেয়ে আবারো এ পেশায়ই ফিরে আসছে। প্রায় সাড়ে ৩ বছর আগে জেলার টঙ্গী এলাকার মাদক ব্যবসায়ীদের তালিকা তৈরি করা হলেও বর্তমানে তা আর হালনাগাদ করা হয়নি। সূত্রটি আরো জানান, বারবার অভিযান চালিয়ে বেশ কয়েকজন শীর্ষ মাদক ব্যবসায়ীসহ ব্যবসার সাথে জড়িত অনেককেই গ্রেফতার করার পর তারা এখন জায়গা বদল করে ব্যবসা করছেন। ফলে নতুন করে আর কোনো তালিকা করা সম্ভব হয়নি। মাদক ব্যবসায়ীরা মূলত বাংলা মদ, বিদেশী মদ, বিয়ার, গাঁজা, হেরোইন, ফেনসিডিল, ইয়াবা ও বিভিন্ন ধরনের নেশা জাতীয় ইঞ্জেকশন বিক্রেতা। তবে মাদকাসক্তরা বর্তমানে বেশি ঝুকছে ইয়াবা দিকে।
অধিদপ্তর সূত্রটি আরো জানান, বর্তমানে ব্যাপক ইয়াবার চাহিদা থাকলেও ব্যবসায়ীদের আটক করতে পারছেন না আইন প্রয়োগকারী সংস্থাগুলো। কারণ ব্যবসায়ী বিভিন্ন কৌশল অবলম্বন করছে। বিশেষ করে ১০/১৫ বছর বয়সী শিশুদের দিয়ে মোবাইল ফোনের মাধ্যমে কেনাবেচা হচ্ছে মাদক ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গাজীপুরের শীর্ষ মাদক ব্যবসায়ীর মধ্যে টঙ্গী এরশাদনগর, ভরান মাজার বস্তি, কাঠালদিয়া বস্তি, মিলগেইট নামাপাড়া বস্তি, নতুন বাজার কো-অপারেটিভ ব্যাংকের মাঠ বস্তি, টঙ্গী রেল ষ্টেশন, আমতলী (কেরানীরঠেক) বস্তি, শিলমুন মোল্লার গ্যারেজ, মরকুন ঠেকপাড়া,  আউচপাড়া, গাজীপুরা, খৈরতৈল ও দেওড়া এলাকায় মাদক যেন ওপেন সিক্রেট। 
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক টঙ্গীস্থ স্থানীয় কয়েকজন সচেতন নাগরিক আমাদের এ প্রতিনিধিকে জানান, আইন শৃংখলা বাহিনীর কর্মকর্তাদের লোক দেখানো নামমাত্র কার্যক্রম চালু থাকলেও প্রকৃত মাদক ব্যবসায়ী বা ডিলারদের গ্রেফতারের ক্ষেত্রে কাজের কাজ কিছুই হচ্ছে না। অসাধু কতিপয় পুলিশ কর্মকর্তা তাদের সোর্সদের মাধ্যমে হপ্তা, মাইসকা নামের চাঁদার হারে তা আদায় করে থাকে বলেও অভিযোগ উঠেছে একাধিক। আবার কিছু মাদক ব্যবসায়ীদের সহযোগী নামধারী প্রশাসনিক পাবলিক সোর্স টঙ্গীর বিভিন্ন বস্তি এলাকাসহ আউচপাড়ার খাঁ পাড়া, মোল্লাবাড়ী, মোক্তার বাড়ী, শিংবাড়ি, তিলারগাতী, শিলমুন, মরকুন ও দেওড়াসহ অন্যান্য এলাকা নিয়ন্ত্রন করে তাদের নিজস্ব নিয়ন্ত্রনে প্রশাসনের অর্থলোভী দুষ্টচক্রের সদস্যদের ম্যানেজ করে থাকে।।
এ ব্যপারে টঙ্গী মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার গোলাম সবুর বলেন, মাদক সম্পূর্ন নিয়ন্ত্রন করা কোন ভাবেই সম্ভব না। অসৎ কর্মকর্তা ও সোর্সদের বিষয়ে তিনি সত্যতা স্বীকার করে বলেন, এসব কিছুর জন্যই এ মাদক সম্পূর্ন নিয়ন্ত্রন করা সম্ভব হচ্ছে না। আমাদের সাধ্য অনুযায়ী মাদক ও সন্ত্রাস বিরোধী বিভিন্ন সভা-সমাবেশসহ অভিযান চালিয়ে এধরনের অপরাধ গুলো নিয়ন্ত্রণের চেষ্টা অব্যাহত রেখেছি। তবে বাস্তবিক অর্থে মাদকের মূল হোতাদের ধরতে গিয়ে আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীনও হতে হচ্ছে। ফলে অনেকেই পার পেয়ে যাচ্ছে। 
নাম প্রকাশে অনিচ্ছুক টঙ্গীর এক মাদক ব্যবসায়ী বলেন, প্রতিদিন ডিবি, এসবি ও পুলিশসহ কতিপয় সাংবাদিক এবং আরও অনেক সংস্থাকে ৭০ থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত দৈনিক হপ্তা দিয়ে তিনি এ ব্যবসা পরিচালনা করছেন। যেহেতু তার বেশীরভাগ মাল (ফেনসিড্রিল) পানি পথে আসে। তাই প্রতি সপ্তাহেই আশুলিয়া, তুরাগ ও টঙ্গী থানার টহল পুলিশদের ম্যানেজ করেই তিনি এ ব্যবসা করে থাকেন। 
এবিষয়ে টঙ্গী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জানান, তার এলাকায় সকল অপকর্ম বন্ধ করে দেয়া হবে। ছিনতাই মাদকের সাথে তিনি কোন আপোষ করবেন না।  তিনি আসার পর অনেক মাদক সেবনকারী ও ব্যবসায়ীদের আটক করে জেল হাজতে পাঠিয়েছেন। কিছু কিছু স্পটে মাদক চললেও তার অফিসাররা তাকে অবহিত না করায় তিনিও কতিপয় পুলিশ সদস্য ও সোর্সদের দোষারোপ করে বলেন আমার একার পক্ষে সবকিছু সামলানো সম্ভব না। এই জনবহুল বস্তি অধ্যুষিত এলাকার স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক মহল, সাধারণ মানুষ থেকে শুরু করে সকলের সহযোগীতা প্রয়োজন। তারপরও আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। 

টঙ্গীতে মাদকসহ সেচ্ছাসেবকলীগ নেতার ভাই আটক

স্টাফ রিপোর্টার, টঙ্গী : টঙ্গীর আরিচপুর এলাকার শীর্ষ ইয়াবা ব্যবসায়ী স্থানীয় আওয়ামী স্বেচ্ছা-সেবকলীগ নেতা শাহ-আলমের ছোট ভাই মোঃ নজরুল (২৪)সহ ৪ জনকে পুলিশ গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে।
স্থানীয় লোকজন জানায়, গত রোববার রাতে স্থানীয় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে পূর্ব আরিচপুর হাজীবাড়ি এলাকায় মাদক ব্যবসায়ী নজরুলসহ তার লোকজন এলাকায় ইয়াবা বিক্রি করছে। এ সংবাদের ভিত্তিকে পুলিশ নজরুলের সেলসম্যান ৩ যুবককে গ্রেফতার করে এবং তাদের স্বীকারোক্তি অনুযায়ী ইয়াবার মূল ডিলার নজরুলকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করলেও তার সাথে কোন মাদক পায়নি পুলিশ। পরে গত সোমবার তাদের আদালতে প্রেরন করে।

গাজীপুরের পূবাইলে শিশুর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার : গাজীপুর মহানগরের পূবাইলের নয়ানিপাড়ায় গতকাল ১২ অক্টোবর সোমবার সকালে শান্তনা (১১) নামের এক শিশুকে খুন করেছে দুবৃত্তরা। এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত জয়দেবপুর থানায় মামলার প্রস্তুতি চলছিলো।
নিহত সান্তনার বাবার নাম নিরঞ্জন চন্দ্র দাশ। পূবাইলের সাপমারা এলাকায় তাদের বাড়ি। শিশুটি পূবাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল বলে তার পরিবারের লোকজন জানান।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার রেজাউল হাসান সাংবাদিকদের জানান, নিহত সান্তনার বাবা স্থানীয় বাজারে জুতার রং ও সেলাইয়ের কাজ করেন। সোমবার সকালে সান্তনা বাড়ি থেকে তার বাবার কাছে বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হয়।
সকাল ১১টার দিকে রাস্তার পাশে একটি বাঁশঝাড়ে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় সান্তনার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ খবর পেয়ে দুপুর ১২টায় তার লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

কালীগঞ্জে পুলিশ হেফাজতে ব্যবসায়ী মামুন হত্যা

দারোগাসহ ১১ আসামী জেলহাজতে

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে বালু ব্যবসায়ী মামুন ভূইয়াকে পুলিশ গ্রেফতারের পর হাতকড়া পরিয়ে প্রতিপক্ষের হাতে তুলে দিলে পুলিশের সম্মুখেই তাকে নির্মম ভাবে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ। চাঞ্চল্যকর এ হত্যা মামলায় গতকাল সোমবার দারোগাসহ চার্জশীটভূক্ত ১১ আসামী আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে।
আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ২৯ মে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মোক্তারপুর ইউনিয়নের রামচন্দ্রপুরের গোপাল মেম্বারের বাড়ীর পাশে বড়গাঁও গ্রামের হোসেন আলীর পুত্র বালু ব্যবসায়ী ও যুবলীগ কর্মী মামুনকে পুলিশ গ্রেফতারের পর হাতকড়া পরিয়ে প্রতিপক্ষের হাতে তুলে দেয়। পুলিশের সম্মুখে প্রতিপক্ষ তাকে নির্মম ভাবে কুপিয়ে হত্যা করে। মৃত্যু নিশ্চিত হলে তৎকালীন কালীগঞ্জ থানার এসআই নৃপেন কুমার দে মামুনের হাত থেকে হাতকড়া খুলে নিয়ে থানায় চলে আসে। এ ঘটনায় সারাদেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়। পরে মামুনের ভাই নাজমুল বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পুুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে বিভাগীয় ভাবে হত্যার ঘটনাটি একাধিকবার তদন্ত করা হয়। সে সময় মামলাটি জেলা গোয়েন্দা পুলিশ তদন্ত শুরু করে। পরে মামলাটি সিআইডি তদন্ত শেষে গত ১২ জুলাই ২০১৫ তারিখে ২৩ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে। এ মামলায় অভিযুক্ত ৬ আসামী জামিনে থাকলেও গতকাল দারোগা নৃপেন, মেম্বার হেকিম ফরাজী, বাদল, শহীদুল্লাহ শাহী, ফাজু, আল আমিন, গাফফার, মুনসুর আলীসহ ১১ আসামী আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে।
উল্লেখ্য, চাঞ্চল্যকর এ খুনের ঘটনাটি মানবাধিকার কমিশনের অনুরোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি (উপ-সচিব সাফিনা খানম) তদন্ত শেষে দারোগা নৃপেনকে আসামী করার সুপারিশ করলে সিআইডি তাকে চার্জশীটের অন্তর্ভূক্ত করে।


টঙ্গীতে গার্মেন্টস কর্মী হত্যা

স্টাফ রিপোর্টার : টঙ্গীতে গতকাল সোমবার ভোর রাতে রহস্যজনক কারণে গার্মেন্টর্স কর্মী শিরিন আক্তার (১৪) শ্বাসরোধ করে হত্যার পর ঘরে সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে বিষয়টি আত্বহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করা হয়েছে। এঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে স্থানীয পুলিশ নিহতের লাশ উদ্ধার করলেও অজ্ঞাত কারণে হত্যার সাথে জড়িত মোঃ কাউসার (২৬) কে গ্রেফতার না করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
নিহতের আত্বীয়-স্বজন ও প্রতিবেশীরা জানায়, মাদারীপুর জেলার সদর থানার নয়াকান্দি বাজিতপুর গ্রামের বাসিন্দা মোঃ জাহাঙ্গীর আলম তার স্ত্রী ও ২ ঔরশজাত মেয়েসহ ১ পালক মেয়েকে নিয়ে চট্রগামে থেকে গার্মেন্টসে চাকুরি করাকালীন নিহত শিরিন আক্তারের খালাতো বোন রেশমার দেবর মোঃ কাউসার তাদের গার্মেন্টসে চাকুরি দেয়ার কথা বলে টঙ্গীতে নিয়ে আসে। গত দু-মাস আগে জাহাঙ্গীর আলম তার স্ত্রী-কন্যাদের নিয়ে টঙ্গীর আরিচপুরস্থ পাকনাপাড়া (মদিনাপাড়া) জনৈক নিজামের বাড়িতে বসবাস শুরু করে এবং নিহত শিরিন আক্তার বিসিকস্থ ফ্যালটেক্স্র কারখানায় চাকুরি করে। একই কারখানার ওয়াশিংয়ে ও একই বাড়ির দু-তলায় কাউসার বসবাস করে। এক পর্যায়ে শিরিন আক্তারের খালাতো বোন রেশমার দেবর মোঃ কাউসারের সাথে শিরিনের প্রেমের সর্ম্পক গড়ে উঠে। গত রোববার শিরিনের মা-বাবা ঢাকায় এক আত্বীয় বাড়িতে চলে গেলে রাত পৌনে ১২ টায় কাউসার শিরিনের ঘরে আসে। এসময় ঘরে শিরিনের বড়বোন পলি আক্তার ও পালক ছোট বোন ছিলো। গভীর রাত পর্যন্ত শিরিন ও কাউসার কথা বলার পর ভোর রাত ৩ টার পর শিরিনকে শ্বাসরোধ করে হত্যার পর হত্যাকান্ডকে আত্বহত্যা বলে চালানোর চেষ্টায় শিরিনের মৃত দেহ ঘরে সিলিং ফ্যানে ঝুলিয়ে রাখা হয়। এসময় শিরিনের বড়বোন ও পালক ছোট বোন ঘরেই ছিলো।
নিহত শিরিনের বড়বোন পলি আক্তার জানায়, আমার বোন আমাদের ছেড়ে কেনো চলে গেলো জানি না। আমরা ঘুমিয়ে ছিলাম কাউসার আর শিরিন বারান্দায় বসে কথা বলছিলো। কখন যে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সাথে ফাঁসি দিয়ে আত্বহত্যা করেছে আমরা ঠের পাইনি। আর কিছু বলতে পারবো না।
খবর পেয়ে টঙ্গী মডেল থানার এসআই মনিরসহ একদল পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করাকালীন ফাঁসিতে ঝুলে আত্বহত্যার কোন আলামত পাওয়া যায়নি বলে জানান। পুলিশের ধারনা তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে তাকে ধর্ষন করা হয়েছে কি না তা ময়নাতদন্ত রির্পোট না আসা পর্যন্ত বলা যাচ্ছে না বলেও মন্তব্য করেন উক্ত এসআই।
এদিকে (নাম প্রকাশ না করার শর্তে) এলাকাবাসীসহ কাউসারের একাধিক সহকর্মী জানায়, এঘটনা জানা-জানির পর কাউসার সোমবার সকাল পৌনে ৮ টায় বাসা থেকে বেড়িয়ে তার কর্মস্থলে গিয়ে হাজিরা দিয়ে আধ ঘন্টার ছুটি নিয়ে আত্বগোপন করেছে। এছাড়া নিহত শিরিনের বড়বোন পলি আক্তারকে পুলিশ জোরালো ভাবে জি¹াসাবাদ করলে এ হত্যাকান্ডের আসল রহস্য বেরিয়ে আসবে।

কালিয়াকৈরে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার লতিফপুর এলকায় এক মাতাব্বরের বিরোদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করার দাবিতে মানবন্ধন করে এলাকাবাসী। কালিয়াকৈর বাস ষ্টেশন এলাকায় সোমবার সকালে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এলাকাবাসী জানায়, ওই এলাকার স্থানীয় প্রভাবশালী মাতাব্বর জালাল উদ্দিন প্রকাশ্যে জো¯œা আক্তার নামের এক গৃহবধুকে মারধর করে। এ ঘটনায় ওই গৃহবধুর ছেলে নয়ন মিয়া বাদী হয়ে মাতাব্বর জালাল উদ্দিনকে প্রধান আসামী করে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার দায় থেকে মাতাব্বরের নাম প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করে এলাকাবাসী।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মুরাদ হোসেন, সৈয়দ শাহ আলম, শাহানাজ বেগম, হারুন অর রশিদ, লাকী আহম্মেদ, আব্দুল হালিম প্রমুখ। মানববন্ধন চলাকালীন সময় ঢাকা-টাঙ্গাইল পুরাতন মহসড়কে প্রায় ২০মিনিট যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ মহাসড়ক থেকে এলাকাবাসীদের সড়িয়ে দিলে যানচলাচল স্বাভাবিক হয়।

গাজীপুরের পূবাইলে পারভিউমের বোতল বিস্ফোরণে ৫ জন দগ্ধ

সুশীল চন্দ্র পাল : গাজীপুর মহানগরের পূবাইলের বসুগাঁও গ্রামে পুরনো পারফিউমের বোতল বিস্ফোরিত হয়ে ৫ জন দগ্ধ হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার বিকেল অনুমান ৫টার দিকে ইমাম উদ্দিন এন্টার প্রাইজের একটি ভাঙ্গারী দোকানে। আর দগ্ধরা হচ্ছেন ওই দোকানেরই কর্মচারী, যথাক্রমে আব্দুল লতিফ (৩৫), মো. হাসমত (৩৩), মো. ইয়াকুব আলী (২৫), জাহিদুল ইসলাম (২০) ও মো. সোহেল (১৮)। এ ঘটনার পরেই স্থানীয় বাসিন্দারা দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে জাহিদুলের অবস্থা আশঙ্কাজনক।

কালিয়াকৈরে বাড়িতে সন্ত্রাসী হামলা ভাংচুর লুটপাট


কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আন্দারমানিক এলাকায় সোমবা

র বিকেলে এক বাড়িতে হামলা চালিয়ে ১১ ঘর ভাংচুর ও নগত টাকাসহ ২টি মোবাইল ও স্বর্ণালংকার লুট করেছে সন্ত্রাসীরা।
স্থানীয় লোকজন ও ক্ষতিগ্রস্থ পরিবার সুত্র জানায়, ওই এলাকার মেঘু মিয়ার ছেলে আজিজ স্থানীয় প্রভাবশালীদের সহায়তায় বিভিন্ন সময়ে বাড়ি উচ্ছেদের হুমকি দিয়ে আসছিল। ওই দিন বিকেলে আজিজের নির্দেশে ১৩০/১৪০ জন ভাড়াটে সন্ত্রাসী একই এলাকার আনসার আলীর ছেলে মইনদ্দিনের বাড়িতে সশস্ত্র হামলা চালিয়ে ১১টি টিনসেডঘর ভাংচুর করে। লুট করে নেয় নগত ১০ হাজার টাকা,২টি মোবাইল ফোন ও প্রায় ৩ ভরি স্বর্নালংকার। এ ঘটনায় মইনুদ্দিনের ছেলে বাবুল বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
ঘর ভাংচুর ও লুটপাটের বিষয়ে জানতে চাইলে আব্দুল আজিজ বলেন, পারিবারিক ভাবে মইনুদ্দিনের সাথে আমাদের জমি নিয়ে একটু ঝামেলা আছে। তবে ভাংচুরের সাথে আমার কোন সম্পৃক্ততা নেই।
কালিয়াকৈর থানার ওসি ওমর ফারুক জানান, এব্যপারে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

গাজীপুরে স্কুলছাত্রী ধর্ষণ গ্রেপ্তার ২

স্টাফ রিপোর্টার : গাজীপুর মহানগরীর তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মঙ্গলবার এক নারীসহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষক শরীফ (২৫) হাজীবাগ এলাকার এক আইনজীবীর গাড়ি চালক।
জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান জানান, আট বছর বয়সী ওই শিশুকে ধর্ষণের অভিযোগে সোমবার রাতে তার পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলা করা হয়েছে। নারীর সহযোগিতায় শুক্রবার জুমার নামাজের সময় তিনি ওই স্কুলছাত্রীকে এক বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। সোমবার বিকেলে স্থানীয়রা কৌশলে শরীফকে আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে ও তার নারী সহযোগীকে আটক করে থানায় নিয়ে আসে। ধর্ষণের শিকার মেয়েটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

টঙ্গীতে ছাত্রলীগ নেতাসহ ৮জনকে কুপিয়েছে দূর্বৃত্তরা

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : টঙ্গী থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ আটজনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেছে দূর্বৃত্তরা। গুরুত্বর আহত অবস্থায় তাদেরকে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- টঙ্গী থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাসেল ব্যাপারী (২৫), থানা ছাত্রলীগ নেতা মো. শাকিল (২৪), মো. রিমেল (২৩), মো. সবুজ (২০), মো. শাওন (২০), মো. রফিক (২২), দীপ্ত রায় (২০) ও মো. সুজন (২৫)। গতকাল সোমবার হোসেন মাকের্ট লেদু মোল্লা রোড এলাকায় এ ঘটনা ঘটে।
টঙ্গী থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাসেল ব্যাপারী জানায়, রাত ৮টার দিকে আমিসহ আরো ৪-৫ জন নেতাকর্মী নিয়ে টঙ্গীর দত্তপাড়া হোসেন মার্কেট এলাকার লেদু মোল্লার রোর্ডের সামনে দাড়িয়ে মোবাইলে কথা বলার সময় আসলে নাজমুল মোল্লা (২৪), অনিক মোল্লা (২৩), ইমন মোল্লার (২০) এর নেতৃত্বে ৮/১০জন সন্ত্রাসী বাহিনী আমাদের ওপর হামলা করে। এসময় তাদের কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে আমার মাথায় ক’পিয়ে গুরুতর আহত করে। আমার আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তাদের উপরও হামলা করে এবং দোকান পাট ভাংচুর ও লুটপাট করে পালিয়ে যায়।
এবিষয়ে টঙ্গী থানা ছাত্রলীগের সাধারন সম্পাদক মশিউর রহমান সরকার বাবুর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. রাসেল ব্যাপারীর সাথে এলাকায় পূর্ব শত্র“তার জের ধরে এ ঘটনাটি ঘটিয়েছে। থানায় অভিযোগ করা হয়েছে। থানা পুলিশ তদন্ত করে মামলা নিবেন।
এব্যাপারে টঙ্গী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এবিষয়ে থানায় অভিযোগ নেওয়া হয়েছে। অতিদ্রুত অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে। 

গাজীপুরের রাজবাড়ি মাঠে ঈদের প্রধান জামাত সকাল ৮ টায়

স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদ-উল-আযহা যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনের লক্ষ্যে গাজীপুর জেলা প্রশাসন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। ঈদের প্রধান জামাত রাজবাড়ী মাঠে সকাল ৮.০০ টায় অনুষ্ঠিত হবে। সকলকে স্ব স্ব জায়নামাজসহ ঈদের জামাতে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো। আবহাওয়া প্রতিকূল থাকলে ঈদের জামাত গাজীপুর কালেক্টরেট জামে মসজিদে সকাল ৮.৩০ টায় অনুষ্ঠিত হবে। 
ঈদকে আকর্ষণীয় ও বর্ণাঢ্যভাবে উদযাপনের জন্য গাজীপুর জেলা প্রশাসন, জেলা পরিষদ ও গাজীপুর সিটি কর্পোরেশন রাজবাড়ি মাঠসহ শহরের গুরুত্বপূর্ণ এলাকায় কালেমা তৈয়ব, ঈদ মোবারক লেখা ব্যানার/ফেস্টুন দ্বারা সজ্জিত করা হবে। 
পবিত্র ঈদ-উল-আযহার দিন জেলা কারাগার, এতিমখানা, হাসপাতাল, সরকারী দুস্থ ও শিশু আশ্রয় কেন্দ্র, কিশোর-কিশোরী উন্নয়ন প্রতিষ্ঠান ইত্যাদিতে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।                                                               

গাজীপুরে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর আলোচনা সভা

স্টাফ রিপোর্টার : গাজীপুরের মেম্বার বাড়ি বাসস্ট্যন্ডে সোমবার সন্ধ্যায় এক শোক র‌্যালি এবং বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা ময়মনসিংহ মহা সড়কে শোক র‌্যালি শেষে ভাওয়ালগড় ইউনিয়ন আ’লীগের আহবায়ক হারুন অর রশিদের সভাপতিত্বে জেলা যুবলীগের পাঠাগার সম্পাদক ফিরোজ মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আ’লীগ নেতা অ্যাডভোকেট জামিল হাসান  দুর্জয়। আলোচনায় অংশ নেন- গাজীপুর জজকোর্টের পিপি অ্যাডভোকেট হারিস উদ্দিন আহমদ, শ্রীপুর উপজেলা চেয়ারম্যান আ.জলিল, শ্রীপুর উপজেলা আ’লীগের সভাপতি অ্যাডভোকেট  শামসুল আলম প্রধান, কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী সদস্য খন্দকার মো. খোরশেদ আলম, শ্রীপুর উপজেলা যুবলীগের সভাপতি কমর উদ্দিন, গাজীপুর সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ লোকমান হোসেন , যুবলীগ নেতা বেলায়েত হোসেন, ভাওয়াল গড় ইউনিয়ন ২ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রাজু আহমেদ প্রমুখ। পরে মিলাদ দোয়া ও গণভোজ অনুষ্ঠিত হয়।

টঙ্গীতে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার : টঙ্গী মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযান চালিয়ে মরকুন মধ্যপাড়া এলাকা থেকে ইয়াবা বিক্রি করার সময় ২০০ পিচ ইয়াবাসহ ইয়াবা বিক্রির নগদ ২ লাখ ৬৫ লাখ টাকাসহ মোঃ রফিকুল ইসলাম এবং আমতলী কেরানীর ঠেক এলাকা থেকে গাজা বিক্রির সময় ৩ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী পারভীন আক্তারকে গ্রেফতার করেছে।
টঙ্গী মডেল থানা পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার ভোর রাত ৫ টায় টঙ্গী মডেল থানার এস.আই মোঃ খায়ের এবং এ.এস.আই আমিনূরসহ একদল পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন টঙ্গীর মরকুন মধ্যপাড়া এলাকার বাসিন্দা মোঃ তাইজুলের ছেলে মোঃ রফিকুল ইসলাম নিজ বাড়িতে বসে মরন নেশা ইয়াবা বিক্রি করছে। এ খবরের ভিত্তিকে উপরোক্ত পুলিশ সদস্যরা উক্ত বাড়িতে অভিযান চালিয়ে ২০০ পিচ ইয়াবা এবং ইয়াবা বিক্রির নগদ ২ লাখ ৬৫ হাজার টাকাসহ মাদক ব্যবসায়ী মোঃ রফিকুল ইসলামকে গ্রেফতার করে। এব্যাপারে গতকাল মঙ্গলবার ১ সেপ্টেম্বর ২০১৫ ইং দুপুরে টঙ্গী মডেল থানার মামলা নং ০১ রজু হয়েছে। অপরদিকে গতকাল দুপুর দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার রুবেল মিয়ার বাসায় টঙ্গী থানা পুলিশের এসআই সুমন ভক্ত ও এএসআই ফয়েজ অভিযান চালিয়ে তার স্ত্রী চিহ্নিত মাদক ব্যবসায়ী পারভীনকে গ্রেফতার করে। পরে তার ঘরে তল¬াশি চালিয়ে ৩ কেজি গাজা উদ্ধার করে থানায় নিয়ে যায়। এঘটনায় টঙ্গী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
টঙ্গী মডেল থানার অফির্সাস ইনর্চাজ মোহাম্মদ আলী পিপিএম নগদ টাকাসহ পৃথক দুটি অভিযানে মাদক উদ্ধার ও মহিলাসহ ২ জনকে গ্রেফতারের বিষয়টি স্বীকার করেছেন।

টঙ্গীতে বিএনপির প্রতিষ্ঠা বার্ষির্কী পালিত

স্টাফ রিপোর্টার, টঙ্গী : টঙ্গীতে গতকাল জাতীয়তাবাদী দল বিএনপির ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী স্থানীয় বিএনপি কার্যালয়ে জাকজমক ভাবে পালিত হয়েছে।
টঙ্গী থানা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান শাহেন শাহ আলমের সভাপতিত্বে এবং টঙ্গী থানা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম শুক্কুরের পরিচালনায় জাতীয়তাবাদী দল বিএনপির ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে টঙ্গী থানা বিএনপি কার্যালযে অনুষ্টিত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রিয় জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মোঃ হাসান উদ্দিন সরকার, বিশেষ অতিথি হিসেবে ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রিয় কার্যকরী সভাপতি আলহাজ্ব মোঃ সালাহউদ্দিন সরকার। এসময় টঙ্গী মডেল থানা পুলিশের কড়া নিরাপত্তার মধ্যদিয়ে জাতীয়তাবাদী বিএনপি, শ্রমিকদল, ছাত্রদল, যুবদল, কৃষকদলসহ অঙ্গ সংগঠনের প্রায় ৫ শতাধিক নেতৃবৃন্দ উক্ত অনুষ্টানে অংশ নেন এবং শান্তিপূর্ণ ভাবে অনুষ্টানের সমাপ্তি ঘোষনা করা হয়।

কালিয়াকৈরে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবক নিহত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : ঢাকা-রাজশাহী রেললাইনে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাকিষবাথান এলাকায় ট্রেনের ছাদ থেকে পড়ে ১যুবক নিহত ও  অপর ১যুবক আহত হয়েছে। 
প্রত্যক্ষ দর্শী ও পুলিশ জানিয়েছে,চাপাই নবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকা গামী লোকাল (৫৫১) ট্রেনের ছাদে থাকা ২যুবক কালিয়াকৈরের মাকিষবাথান এলাকায় পৌছালে রেললাইনের উপরে থাকা তারে ধাক্কা লেগে ওই ২যুবক ট্রেন থেকে নিচে পড়ে যায় এসময় ঘটনাস্থলেই সুহেল (২৮) মারা যায়। অপর যুবক জীবন সুত্রধর আহত হয় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করে। নিহত সুহেল টাংগাইল  জেলার সদর থানার , মীরের বেদকা এলাকার মাফিজ উদ্দিনের ছেলেএবং আহত জীবন সুত্রধর টাংগাইল জেলার, বাশাইল থানার বিরালা গ্রামের সুরেন্দ্র সুত্রধরের ছেলে। জয়দেবপুর রেলওয়ে পুলিশের সহকারী উপ-পরিদর্শক মোঃ দাদন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

কালীগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দূর্নীতির অভিযোগ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের বাগমারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম বেগমের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম আর দূর্নীতির অভিযোগ পাওয়া গেছে। ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্লীপ কমিটি ও শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাৎসহ একাধীক অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
অনুসন্ধানে জানা যায়, ২০১৩ থেকে ২০১৫ সালের জুন পর্যন্ত স্লীপ কমিটির নামে তিন বারে ৯০ হাজার টাকা উত্তোলন করেছে ওই প্রধান শিক্ষক মরিয়ম বেগম। কিন্তু ওই টাকার বিদ্যালয়ের কোন উন্নয়ন হয়নি। নিয়মানুযায়ী স্লীপ কমিটি গঠন করার কথা থাকলেও ওই বিদ্যালয়ের কোন স্লীপ কমিটি নেই। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতির যোগসাজসে ওই টাকা নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করেছে বলে একটি সূত্রের দাবি। আর ওই টাকা বিদ্যালয়ের নামে বরাদ্ধকৃত জমির নামজারী বাবদ ২৮ হাজার টাকা খরচ হয়েছে বলে প্রধান শিক্ষক মরিয়ম বেগম এ প্রতিবেদককে মৌখিক ভাবে জানান। কিন্তু খরচের পক্ষে কোন প্রমান তিনি দেখাতে পারেননি। তিনি মৌখিকভাবে আরো জানান, তার বিদ্যালয়ে মোট ৯৮ জন শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে শিশু শ্রেণিতে ১০ জন, ১ম শ্রেণিতে ২০ জন, ২য় শ্রেণিতে ১৫ জন, ৩য় শ্রেণিতে ১৫ জন, ৪র্থ শ্রেণিতে ২০ জন এবং ৫ম শ্রেণিতে ১৮ জন। কিন্তু সরেজমিনে হাজিরা খাতানুযায়ী শিক্ষার্থীর সংখ্যা পাওয়া যায় মোট ৫১ জন। এর মধ্যে ১ম শ্রেণিতে ১০ জন, ২য় শ্রেণিতে ৮ জন, ৩য় শ্রেণিতে ৬ জন, ৪র্থ শ্রেণিতে ৯ জন এবং ৫ম শ্রেণিতে ১৮ জন। তবে ওই বিদ্যালয়ে শিশু শ্রেণির কোন শিক্ষার্থী নেই বলে জানা গেছে। অনুসন্ধানে আরো জানা যায়, ওই বিদ্যালয়ের ৪৪ জন শিক্ষার্থীর নামে উপবৃত্তির টাকা উত্তোলন করা হয়। কিন্তু যে শিক্ষার্থীদের নামে উপবৃত্তির টাকা উত্তোলন করা হচ্ছে তাদের অনেকেই বর্তমানে ওই বিদ্যালয়ে নেই এবং তাদের কেউই উপবৃত্তির টাকা হাতে পায়নি বলে তাদের অভিভাবকরা এ প্রতিবেদককে জানান। অভিভাবকরা বলছেন, শিক্ষার্থীদের নামে উত্তোলনকৃত উপবৃত্তির টাকা প্রধান শিক্ষক মরিয়ম বেগম আত্মসাৎ করেছে।    
 ওই বিদ্যালয়ে উপবৃত্তির টাকা তালিকাভূক্ত শিক্ষার্থী সূবর্ণার খালা বেদেনা বেগম জানান, ৪ বছর পূর্বে আমার ভাগনি ওই স্কুল ছেড়ে অন্যত্র লেখাপড়া করছে। অথচ স্কুলের প্রধান শিক্ষক ৪ বছর যাবৎ সূবর্ণার নামে উপবৃত্তির টাকা উত্তোলন করছে। কিন্তু আমরা উপবৃত্তির কোন টাকা পাইনি। একই বিদ্যালয়ের উপবৃত্তির টাকা তালিকাভূক্ত আরেক শিক্ষার্থী নাবিদুলের নানী মিনারা বেগম জানান, ২ বছর পূর্বে আমার নাতি ওই স্কুল ছেড়ে অন্যত্র লেখাপড়া করছে। অথচ স্কুলের প্রধান শিক্ষক তার নামে ২ বছর যাবৎ উপবৃত্তির টাকা উত্তোলন করছে। ওই বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী রাকিবের মা ডলি বেগম জানান, বিগত ৫ বছর তার ছেলের নামে উপবৃত্তি উত্তোলনের পর আবার নতুন করে তার নামে উপবৃত্তির কার্ড তৈরি করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবক জানান, বিদ্যালয়ের প্রয়োজনীয় কাগজ-পত্র রাখার জন্য একটি আলমারি ছিল সেটিও ওই প্রধান শিক্ষক নিজের বাড়ীতে নিয়ে গেছে। বিদ্যালয়টির বেহাল দশায় কখনো উন্নয়নের কথা না ভাবলেও বিদ্যালয়ের টাকা আত্মসাৎ করে নানা অনিয়ম আর দুর্নীতির মাধ্যমে সব সময় নিজের উন্নয়নের কথা তিনি ঠিকই ভাবতেন। এসব বিষয়ে ওই বিদ্যালয়ের একমাত্র সহকারী শিক্ষক প্রতিবাদ করলে তাকে বিভিন্নভাবে হেনেস্তা করার চেষ্টা করতেন মরিয়ম বেগম।       
বাগমারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতির মো. সিরাজুল ইসলাম মোড়ল জানান, প্রধান শিক্ষক মরিময় বেগমের যোগসাজসে কোন অনিয়মের সাথে তিনি জড়িত নয়। 
এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মো. মাহবুবুর রহমান জানান, বিষয়টি আমি শুনেছি। আর তার অনিয়ম-দূর্নীতির ব্যাপারে উপজেলা সহকারী শিক্ষা অফিসার লুরা আহমেদকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন স্বাপেক্ষে প্রধান শিক্ষিক মরিয়ম বেগমের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।  

গাজীপুর জেলা পরিষদে গার্মেন্টস ও কম্পিউটার প্রশিক্ষণ উদ্বোধন

স্টাফ রিপোর্টার : গত ১ অক্টেবর গাজীপুর জেলা পরিষদ হল রুমে গার্মেন্টস ও কম্পিউটার প্রশিক্ষণ  উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা মোঃ আলী আহ্সান । এ সময় তিনি বলেন ইতি মধ্যে গাজীপুর জেলা পরিষদের অর্থায়নে  বিভিন্ন ট্রেডে শেলাই মৌচাষ,নেদার টেকনোলজি সহ প্রায় ৭০০০ জন শিক্ষিত বেকার  যুবক যুবমহিলাদের প্রশিক্ষণ দেওয় হয়েছে। অনেকে প্রশিক্ষন শেষ করে বিভিন্ন প্রতিষ্ঠানে  কর্মরত রয়েছেন। জেলা পরিষদ কর্তৃক দুইমাস ব্যাপী এ প্রশিক্ষনে  কম্পিউটারে  ৮০জন শিক্ষার্থী ও ১মাস ব্যাপী গার্মেন্টেসে  ৫০জন শিক্ষার্থীকে অংশ গ্রহণ করেছেন। এ প্রশিক্ষণে আপনারা যদি প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব পালন করেন তবে ভাল একজন প্রক্ষিণার্থী হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হতে পারবেন। আপানাদের কর্মদক্ষতা দিয়ে সমাজকে উন্নয়ন করবেন এ আশারাখি আপনাদের নিকট। এসময় উপস্থিত ছিলেন কম্পিউটার প্রশিক্ষক মোঃ সোহেল রানা ও গার্মেূন্টস প্রশিক্ষক মোঃ শফিকুল ইসলাম সহ জেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

কালীগঞ্জ স্বামীর হাতে স্ত্রী খুন, ঘাতক আটক

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুর কালীগঞ্জের জামালপুর ইউনিয়নের চুপাইর গ্রামে স্বামীর হাতে স্ত্রী খুন হওয়ার সংবাদ পাওয়া গেছে। আর এ ঘটনায় গতকাল মঙ্গলবার বেলা ১১টায় ওই ঘাতক স্বামীকে আটক করেছে থানা পুলিশ।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সোহরাওয়ার্দী হোসেন পরিবারের বরাদ দিয়ে জানান, নারায়নগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন গ্রামের মৃত সুনীল চন্দ্র করের ছেলে শংকর চন্দ্র কর (৩৫) কালীগঞ্জের চুপাইর গ্রামের অনিল চন্দ্রে রায়ের মেয়ে প্রিয়াংকা চন্দ্র রায়কে (২২) গত ৮ মাস আগে বিয়ে করেন। স্বামী শংকর পেশায় একজন কৃষক। বিয়ের পর থেকে বিভিন্ন বিষয় নিয়ে তাদের সংসারে টানাপোড়ন চলছিল। কথায় কথায় স্বামী শংকর স্ত্রীকে মারধর করতো। সোমবার সকালে স্ত্রীকে নিয়ে শশুর বাড়ী বেড়াতে আসে। পরে দিনের দিবাগত রাত আড়াইটা থেকে তিনটার দিকে স্বামী-স্ত্রী মধ্যে কোন বিষয় নিয়ে উচ্চ-বাচ্চ হয় এবং এক পর্যায়ে তা থেমেও যায়। মঙ্গলবার সকাল ৮টায় প্রিয়াংকাকে তার মা ডাকতে গেলে তিনি দেখেন সে রক্তাক্ত অবস্থায় নিঃস্তেজ নিথর হয়ে বিছানায় পড়ে আছে। ঘরের মেঝেতে ভাত ছড়ানো ছিটানো এবং বিছানায় শুয়ে আছে স্বামী শংকর। পরে প্রিয়াংকার মায়ের আত্মচিৎকারে পরিবারের লোকজন ছুটে এসে স্বামীকে আটক করে এবং থানায় খবর দেয়। আর আহত প্রিয়াংকাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার প্রিয়াংকাকে মৃত ঘোষণা করেন। নিহতের প্রাথমিক সুরাতহাল রিপোর্টানুযায়ী তার গলায় এবং শীরিরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ঘটনাস্থলে গেলে আটক শংকরকে পুলিশের কাছে সোপর্দ করে। পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে প্রতিবেদককে জানান, পরিবারের লোকজনের সহযোগীতায় আমারা ঘাতক স্বামী শংকর চন্দ্র করকে আটক করতে পেরেছি।

সচিত্র পত্রিকার ১৬ বর্ষে পদার্পন ও নতুন আঙ্গিকে প্রকাশনা উৎসবের কয়েকটি মুহুর্ত


সচিত্র পত্রিকার ১৫বর্ষপূর্তি এবং নতুন কলেবরে প্রকাশনা উপলক্ষ্যে গতকাল গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবে কেক কাটা হচ্ছে। কেক কাটছেন ভারপ্রাপ্ত সম্পাদক এম এ ফরিদ (বামে) এবং সচিত্র পত্রিকা ও দৈনিক মুক্ত বলাকা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আলমগীর হোসেনকে কেক খাওয়াচ্ছেন সচিত্র পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এম এ ফরিদ (ডানে)। ছবি ২টিতে কবি আবু নাসির খান তপনসহ আবু বকর সিদ্দিক, এড. আতউর রহমান আকাশ এবং ব্যাংকার আক্তারুজ্জামানকে দেখা যাচ্ছে।

ঘটনার ৬ দিনেও গ্রেপ্ততার হয়নি রফিকুল হত্যার আসামীরা

জেলা গোয়েন্দা দপ্তরে মামলা হস্তান্তর

 কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম হত্যার ৬ দিন পেরিয়ে গেলেও গ্রেপ্ততার হয়নি এজাহার ভুক্ত আসামীরা।
 পুলিশ ও স্থাণীয় একাধিক সুত্র জানায়,এ হত্যাকান্ডের ঘটনায় নিহতের বড় ভাই মামুন সিরাজুল মজিদ ওরফে মোতালেব বাদী হয়ে কালিয়াকৈর উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আকবর আলী, বিআরডিবির চেয়ারম্যান সিকদার মোশারফ হোসেন জয়, পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শরীফ মন্ডল, পৌর ছাত্রলীগ নেতা স্বপন সরকার, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক খাত্তাব মোল্লা, উপজেলা প্রজন্ম লীগের সভাপতি সাইফুল, পৌর আ.লীগের সাবেক যুগ্ম আহব্বায়ক জহিরুল ইসলাম জয়, উপজেলা আ.লীগের কর্যকরী কমিটির সদস্য মোশারফ সিকদার, পৌর ছাত্রলীগের সভাপতি শেখ রিয়াদ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মফিজুর রহমান লিটনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০/১২ জনকে আসামী কওে কালিয়াকৈর থানা মামলা (নং ৪২, তারিখ ২২/৮/১৫ইং) দায়ের করেছেন। এ ঘটনায় সন্দেহজনক ভাবে ৪জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে ২জনকে পুলিশ গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেছে।
হত্যাকান্ডকে কেন্দ্র করে উপজেলার আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল, মহা সড়ক অবরোধ, সমাবেশ, মানববন্ধন সহ নানা কর্মসূচী অব্যাহত রেখেছে। ঘটনাটির সুষ্ঠ তদন্ত ও মামলা গতিশীল করার লক্ষ্যে  সোমবার মামলাটি কালিয়াকৈর থানা থেকে গাজীপুর ডিবিতে হস্থান্তর করা হয়।
গাজীপুর ডিবি পুলিশের কর্মকর্তা (ওসি) আমীর হোসন বলেন, মামলা আমাদের কাছে হস্থান্তর করা হয়েছে। এখনো তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়নি, তবে মামলাটি গুরুত্বে সাথে তদন্ত করা হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, জাতীয় শোক দিবস পালন ও ২১ আগষ্ট গ্রেনেট হামলায় নিহতদের আত্মার মাগফেরাত কামনায় গত শুক্রবার বিকেলে পৌর আওয়ামীলীগের উদ্যোগে উপজেলার চান্দরাস্থ জাতির পিতা বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে মিলাদ, গণভোজ ও আলোচনা সভায় বক্তব্য শেষে অনুষ্ঠান থেকে মাত্র ১’শ গজ দূরে মোশারফের চায়ের দোকানে খুন হয় রফিকুল ইসলাম।

জবানবন্দি শেষে আবারও কারাগারে ৩ আইনজীবী

মনির শিকদার : দ্বিতীয় দফা জবানবন্দি দেওয়ার পর আবারও কারাগারে পাঠানো হলো জঙ্গি অর্থায়নের অভিযোগে গ্রেপ্তার হওয়া তিন আইনজীবীকে। আজ বুধবার বেলা একটা থেকে দুইটা ২০ মিনিট পর্যন্ত চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শহিদুল ইসলামের খাস কামরায় এ জবানবন্দি দেন তাঁরা।
হাটহাজারী থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গত সোমবার এই তিন আইনজীবীকে আদালতের মাধ্যমে রিমান্ডে নেন র‌্যাব। ওই মামলায় আজ তাঁরা সন্ত্রাসবিরোধী আইনের ২৩ ধারায় জবানবন্দি দেন।
এই তিন আইনজীবী হলেন শাকিলা ফারজানা, মো. হাছানুজ্জামান ও মাহফুজ চৌধুরী। সকাল পৌনে ১০টার দিকে তাঁদের আদালতে আনা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা চট্টগ্রাম র‌্যাব-৭ এর সহকারী পরিচালক রুহুল আমিন আদালত প্রাঙ্গণে বলেন, তিন আসামি আদালতে জবানবন্দি দিয়েছেন। তবে কী বলেছেন মামলার তদন্তের স্বার্থে তা বলতে অপারগতা প্রকাশ করেন তিনি।
আসামিপক্ষের আইনজীবী আবদুস সাত্তার সাংবাদিকদের বলেন, বাঁশখালী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলার তদন্ত কর্মকর্তাও রুহুল আমিন। তিনি ওই মামলায় এই তিন আইনজীবীকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছিলেন। এরপর তাঁরা গত রোববার জবানবন্দি দেন। হাটহাজারী থানায় করা মামলাতেও র‌্যাব তাঁদের নতুন করে রিমান্ডে নিয়ে নির্যাতন করেছে বলে অভিযোগ করেন তিনি।
আবদুস সাত্তার বলেন, ‘তিন আইনজীবী দুই মামলার জবানবন্দিতেই টাকা দেওয়া-নেওয়ার কথা বলেছেন। সরল বিশ্বাসে মক্কেলের কাছ থেকে টাকা নিয়ে তা ফেরত দিয়েছেন। এঁরা কেউই জঙ্গি নন। একজন আইনজীবী হিসেবে তাঁরা পেশাগত দায়িত্ব পালন করেছেন।’
চলতি মাসের ১৮ তারিখ রাতে রাজধানীর ধানমন্ডি থেকে এ তিন আইনজীবীকে গ্রেপ্তার করে চট্টগ্রামের র‌্যাব-৭। পরদিন সংবাদ সম্মেলনে র‌্যাব দাবি করে, ‘শহীদ হামজা ব্রিগেড’ নামে চট্টগ্রামভিত্তিক নতুন জঙ্গি সংগঠনের জন্য সংগৃহীত এক কোটি ৩৮ লাখ ৭০ হাজার টাকার মধ্যে এ তিন আইনজীবী এক কোটি আট লাখ টাকা দিয়েছেন। এর মধ্যে আইনজীবী শাকিলা দুই দফায় ২৫ লাখ ও ২৭ লাখ করে মোট ৫২ লাখ টাকা, আইনজীবী হাছানুজ্জামান ৩১ লাখ টাকা এবং মাহফুজ ২৫ লাখ টাকা দিয়েছেন। পরে তাঁদের বাঁশখালী থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে চার দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করে র‌্যাব। গত রোববার বাঁশখালী আদালতে তিন আইনজীবী জবানবন্দি দেন। পরের দিন হাটহাজারী থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাঁদের শ্যোন অ্যারেস্ট (গ্রেপ্তার) দেখানো হয়।

আরও দুই মৈত্রী সেতু হবে চীনের সহায়তায়

স্টাফ রিপোর্টার : বাংলাদেশে আরও দুটি নতুন সেতু নির্মাণে চীন সরকার সহযোগিতা করবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বরগুনার আমতলী ও পটুয়াখালীর গলাচিপায় এই দুটি মৈত্রী সেতু হবে।
আজ বুধবার সকালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সপ্তম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর দায়িত্ব চীনের কাছে হস্তান্তরের পর মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, চীন বিশ্ব অর্থনীতির এক গুরুত্বপূর্ণ অংশীদার। দেশের অবকাঠামো উন্নয়নে চীন ব্যাপক অবদান রেখে চলেছে। এর আগে তারা ছয়টি মৈত্রী সেতু নির্মাণ করেছে। চীনের অর্থায়নে পিরোজপুরের কচা নদীর ওপর অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। আমতলীর সেতুটি নবম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু এবং গলাচিপার সেতুটি দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নামে পরিচিত হবে।
এর আগে মাদারীপুর(মোস্তফাপুর)-শরীয়তপুর-চাঁদপুর সড়কের আড়িয়াল খাঁ নদীর ওপর নবনির্মিত আচমত আলী খান সপ্তম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর হস্তান্তর করা হয়। চীন সরকারের পক্ষে ঢাকা সফররত দেশটির বাণিজ্যমন্ত্রী এইচই জাওয়ের উপস্থিতিতে এই হস্তান্তর সম্পন্ন হয়। ৭০০ মিটার দীর্ঘ এই সেতু নির্মাণে খরচ হয়েছে ২৯৪ কোটি টাকা। মূল সেতুটির পাশাপাশি টেকেরহাট, টুমচর ও আঙ্গাররিয়ায় আরও তিনটি সেতু নির্মাণ করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২০ আগস্ট ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুগুলোর উদ্বোধন করেন।
ওবায়দুল কাদের বলেন, ‘চীনের বিভিন্ন নির্মাণ প্রতিষ্ঠান প্রতিযোগিতা করে দেশের গুরুত্বপূর্ণ সড়ক ও সেতু নির্মাণে কাজ করছে। সম্প্রতি আমার চীন সফরকালে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে জি-টু-জি ভিত্তিতে একটি টানেল নির্মাণে আমরা চুক্তি করেছি। পাশাপাশি আজ আমি চীনের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় সড়ক ও সেতু বিভাগের পরিকল্পনাধীন আরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা চেয়ে অনুরোধ করেছি। এর মধ্যে রয়েছে ঢাকা-চট্টগ্রামের মধ্যে এক্সপ্রেসওয়ে নির্মাণ; ঢাকা-সিলেট মহাসড়ক চার লেনে উন্নীতকরণ এবং সীতাকুণ্ড থেকে চট্টগ্রাম পর্যন্ত মেরিন ড্রাইভের আদলে চার লেন বিশিষ্ট এক্সপ্রেসওয়ে নির্মাণ। এ ছাড়া সেতু বিভাগের আওতায় ৩৮ কিলোমিটার দীর্ঘ ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যমুনা নদীর তলদেশ দিয়ে একটি টানেল নির্মাণ এবং ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে সহযোগিতা চেয়েছি।’
আগামী অক্টোবরে চীনের প্রধানমন্ত্রীর সম্ভাব্য বাংলাদেশ সফরে এসব প্রকল্পের বিষয়ে ইতিবাচক সাড়া মিলবে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী।

বিজিবির সঙ্গে মিয়ানমারের সন্ত্রাসীদের গোলাগুলি, আহত ১

মনির শিকদার : বান্দরবানের থানচি উপজেলার বড়মদক এলাকায় আজ বুধবার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সঙ্গে মিয়ানমারের সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনায় এক বিজিবি সদস্য আহত হয়েছেন। তাঁর নাম জাকির হোসেন।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহসীন রেজা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবির খবরে জানানো হয়, সকাল সাড়ে নয়টার দিকে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান লিবারেশন পার্টির সদস্যরা বিজিবির একটি টহল দলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে বিজিবির বড়কদম বিওপির নায়েক জাকির হোসেন আহত হন। এ সময় বিজিবি পাল্টা গুলি ছুড়লে দুই পক্ষের মধ্যে গোলাগুলি চলে।
বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম সেনানিবাস থেকে একটি দল ও বিজিবির বলিপাড়া ব্যাটালিয়নের একটি দলের দুটি হেলিকপ্টারে করে ঘটনাস্থলে যাওয়ার খবর পাওয়া গেছে।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১৫ নভেম্বর থেকে

স্টাফ রিপোর্টার : ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ১৫ নভেম্বর। চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। আবেদন শুরু হবে আগামী ১৩ সেপ্টেম্বর থেকে। আজ বুধবার বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটি এবং রেজিস্ট্রার অফিস সূত্রে আরও জানা গেছে, মুঠোফোনের খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে আগামী ১৩ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ভর্তির আবেদন করা যাবে। বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদের অধীনে মোট ৮টি ইউনিটে (এ, বি, সি, ডি, ই, এফ, জি এবং এইচ ইউনিট) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতি ইউনিটে আবেদনের জন্য শিক্ষার্থীদের যোগ্যতা পরে জানানো হবে। আবেদন ফি সার্ভিস চার্জসহ ৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার : গাজীপুরে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা শিক্ষার্থীরা নিরাপত্তার দাবীতে বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে। মাদকাসক্ত ও সন্ত্রাসীদের হামলা এবং ছাত্রী হোস্টেলে বখাটেদের উপদ্রবের প্রতিবাদে শিক্ষার্থী, মেডিকেল কলেজের শিক্ষক ও কর্মচারীরা ওই মানববন্ধন কর্মসূচি পালন করেন।
প্রকাশ- গত ২৪ আগস্ট সোমবার শহীদ তাজ উদ্দিন মেডিকেল কলেজের অভ্যন্তরে কয়েক মাদকাসক্তের  উৎপাতের প্রতিবাদ জানায় চিকিৎসা শিক্ষার্থীরা। এঘটনাকে কেন্দ্র করে বহিরাগত সন্ত্রাসীরা তিন জন  চিকিৎসা শিক্ষার্থীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং পিটিয়ে রক্তাক্ত আহত করে। আহত হচ্ছেন- শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র রবিউল আলম, সাজ্জাদ হোসেন এবং প্রথম বর্ষের ছাত্র নাহীদসহ ক্যান্টিনের ম্যানেজার মাসুম মিয়া। হামলা ও মারধরের ঘটনায় পাঁচ মাদকসেবীর বিরুদ্ধে জয়দেবপুর থানায় মামলা করায় আসামীরা ছাত্র ছাত্রীদেরকে হত্যার হুমকী দিচ্ছে।
মানববন্ধনে চিকিৎসা শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, মাদকাসক্ত সন্ত্রাসীদের বিচারের আওতায় আনা এবং মেডিকেল কলেজ ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবী জানানো হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: সুভাস চন্দ্র সাহা, বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন গাজীপুর জেলা শাখার সভাপতি ডা: মো: আমির হেসাইন রাহাত ও মো: যায়েদ বিন আরেফিন প্রমুখ।

রাজধানীর উত্তরা থেকে প্রতারক চক্রের ১৫ সদস্য আটক

মাহফুজুল আলম খোকন : রাজধানীর উত্তরা থেকে চাকরি দাতা নামে প্রতারক চক্রের ১৫ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব ৩)। এ সময় প্রতারণার শিকার ৪২ জন চকুরি প্রার্থিকেও উদ্ধার করা হয়েছে।
গতকাল বিকেলে র‌্যাব সদর দফতরের মিডিয়া শাখার সহকারী পরিচালক মেজর মাকসুদ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে র‌্যাব-৩’র একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। আটর্কৃতরা ড্রিমহার্ট বাংলাদেশ প্রাইভেট লিঃ কোম্পানির অংশীদার।
মেজর মাকসুদ আরও জানান, আটক র্কৃতদের সংখ্যা বাড়তে পারে, এখনও অভিযান চলছে। উত্তরা ১৩ নং সেক্টরের ১ নং রোর্ডের ১৫ নাম্বার বাড়ি থেকে ওই ১৫ প্রতারক কে আটক করা হয়েছে।
এ বিষয়ে সন্ধ্যা ৬টায় প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

নিজের গাড়ী চালককে বেদম মারধর

পুলিশের ছেলে বলে কথা!


স্টাফ রিপোর্টার : টঙ্গীর চম্পাকলি সিনেমা হলের সামনে নিজ গাড়ির চালককে বেদম মারধর করার অভিযোগ পাওয়া গেছে। এস আই মজিবুর রহমানের ছেলে ”লচ্চিত্রের নবাগত নায়ক অভি গতকাল বুধবার বিকেলে এঘটনা ঘটায়। এঘটনায় গুরুতর আহত চালক মো. খোকনকে (৩০) উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও ভূক্তভোগী সূত্রে জানা যায়, অভিকে বহনকারী তার নিজ প্রাইভেটকারীটি গুলশান ২ নম্বরে পৌছলে কর্তব্যরত সার্জেন্ট গাড়ির ফিটনেস না থাকায় একটি মামলা দায়ের করেন। এতে অভি সেখানে চালককে কিছু না বললেও টঙ্গীর নিজ বাসা সংলগ্ন  চম্পাকলি সিনেমা হলের সামনে তাকে গাড়ি থেকে নামিয়ে বেদম মারপিট করেন। খবর পেয়ে টঙ্গী থানা পুলিশ ঘটনাস্থল থেকে খোকনকে উদ্ধার করে টঙ্গী সরকারী হাসপাতালে নিয়ে ভর্তি করে। মারধরের ঘটনাটি জানার পর  টঙ্গীর এএসআই সামছুল ইসলাম চালককে  আটক করলেও পুলিশের ছেলে বলে অভিকে ছেড়ে দেয়।
এব্যাপারে যোগাযোগ করা হলে অভি বলেন, খোকন আমার গাড়ি থেকে ২৫ হাজার টাকা নিয়ে গেছে। তাই এলাকার ছেলেরা তাকে মারধর করেছে।
এব্যাপারে এএসআই সামছুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে টাকা চুরির ব্যপাওে তিনি কিছু জানেন না বলে জানান।

টঙ্গীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার : টঙ্গীর এরশাদনগর বাস্তুহারা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ বাবুল হোসেন (২৮) ও কাইল্লা আনোয়ার (৩৫) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১ এর সদস্যরা।
পুলিশ জানায়, গতকাল সন্ধ্যায় দিকে র‌্যাব-১ এর সদস্যরা এরশাদনগর ৪ নং ও ৬ নং ব্লকে অভিযান চালিয়ে বাবুল হোসেন ও কাইল্লা আনোয়ারকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি চালিয়ে ৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে র‌্যাব-১ এর এসআই তারিক বিন খালিদ এঘটনায় একটি মামলা দায়ের শেষে আটককৃতদের থানা পুলিশে সোপর্দ করেন।
এব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

শ্রীপুরে ইটের দেয়াল ধ্বসে নিহত ১

শ্রীপুর থেকে সুজন : গাজীপুরের শ্রীপুর থানার মাওনা ফুলবাড়িয়া মহাসড়কের মাওনা বাজার সংলগ্ন ক্রাউন উল ওয়্যার কারখানার ইটের দেয়াল ধ্বসে নিহত হয় নাছির (২০) নামের এক শ্রমিক। শ্রীপুর থানার আক্তাপাড়া গ্রামের আহাম্মদ আলী (৪৫) এর ছেলে নাছির (২০) উক্ত কারখানাতে কেমিক্যাল সেকশনে কাজ করত। পাশাপাশি সে পিয়ার আলী বিশ^বিদ্যালয় কলেজে ডিগ্রি ১ম বর্ষে অধ্যয়নরত ছিল। কারখানায় বিভিন্ন কেমিক্যাল নিয়েই ছিল তার কাজ। কারখানার  বারান্দার মাঝ বরাবর তৈরি করা হয় একটি ১০ ফিট উচু ১৫ ফিট প্রস্থের এবং ১০ ইঞ্চি পুরুত্বের একটি অপরিকল্পিত নড়বড়ে ইটের দেয়াল। দেয়ালের  এক পাশে স্টক করে রাখা হয় প্রায় ১৫ শত বস্তা লবন। অন্য পাসে রাখা হয় কিছু কেমিক্যলের ড্রাম। এখানেই কাজ করছিল নাছির (২০) । দীর্ঘ দিন যাবত এ সকল বস্তা রাখায় বস্তার চাপে দেয়ালটি হেলে যায়। কারখানার জি.এম এবং কর্মকর্তাদের বিষয়টি জানানো হলে তাঁরা এর কোন ব্যবস্থা নেয়নি। যার ফল¯্রুতিতে গতকাল সোমবার সকাল ৭ টায় প্রাণ দিতে হল নাছিরকে। রবিবার রাত ১০ টা থেকে সকাল ৮ টা পর্যন্ত ছিল তার নাইট ডিউটি। সকাল বেলায় সে ঐ ইটের দেয়ালের পাশেই কাজ করছিল এ সময় স্টক করে রাখা প্রায় ১৫ শত বস্তা লবনের চাপে দেয়াল টি ধ্বসে পরে তার উপর। এ সময় মাথায় প্রচন্ড আঘাত এবং প্রচুর রক্তক্ষরনের সাথে ঘটনা স্থলে মারা যায় নাছির। ক্ষিপ্ত হয়ে শ্রমিকেরা কারখানার গ্লাস, চেয়ার, টেবিল ভাংচুর করে এবং রাস্তায় টায়ার জ¦ালিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। অবশেষে লাশ  পোস্টমর্টেমের জন্য মর্গে নিয়ে যাওয়া হয়। 

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় নিহত-২,আহত-৪

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় সোমবার দুপুরে সড়ক দুর্ঘটনায় পথচারীসহ দুই ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছেন আরো চারজন।
নিহতরা হলেন, মানিকগঞ্জের সদর থানার উখিপুর এলাকার গেদু ব্যাপারীর ছেলে তোফায়েল আহম্মেদ লেবু (৪০) ও টাঙ্গাইলের মির্জাপুর থানার নিশ্চিন্তপুর এলাকার নাজিম উদ্দিনের ছেলে মোজাম্মেল হোসেন (৪৫)।
প্রত্যক্ষদর্শী ও ফাঁয়ার সার্ভিস সুত্রে জানা গেছে, সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা মাছ বহনকারী একটি পিকআপভ্যান ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি স্টাফ বাসে  ধাক্কা লাগে। এতে বাসটি পাশের একটি খাদে পড়ে যায়। এসময় পথচারী তোফায়েল আহম্মেদ লেবু ও মোটরসাইকেল আরোহী মোজাম্মেল হোসেন চাপা পড়ে। এতে ঘটনাস্থলে ওই দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় পিকআপভ্যানে থাকা আরো চারজন আহত হন। খবর পেয়ে কালিয়াকৈর ফাঁয়ার সার্ভিস মৃতদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে। আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং স্থানীয় ক্লিনিকে পাঠিয়েছে।
সালনা (কোনাবাড়ি) হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পিকআপভ্যানটি আটক করা হলেও ঘটনার পর চালক কৌশলে পালিয়ে গেছে।

গাজীপুরে ৩০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

 স্টাফ রিপোর্টার : গাজীপুর মাদবদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলার জয়দেবপুরের পূর্ব বাগবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মো. আমজাদ সরকারকে (২৬) ৩০ কেজি গাঁজাসহ আটক করেছে।
জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নব নিযুক্ত মহা-পরিচালক খন্দকার রাকিবুর রহমানের নির্দেশক্রমে অব্যাহত অভিযানের অংশ হিসেবে গতকাল সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার সহকারী পরিচালক বিপ্লব কুমার মোদকের নেতৃত্বে গাজীপুর জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সুপারেনটেনডেন্ট আজিজুল হককে সাথে নিয়ে জেলার জয়দেবপুরের পূর্ব বাগবাড়ী গ্রামে অভিযান চালায়। এ সময় ব্যবসায়ী আমজাদের একটি ঘর থেকে দুটি প্লাস্টিকের বস্তা ভর্তি ৩০ কেজি গাঁজা উদ্ধার করেন। সে ওই গ্রামের মাইন উদ্দিন সরকারের ছেলে। পরে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মো. মাহবুবুল আলম ভূঁইয়া বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করেন।

গাজীপুরের মেয়র মান্নান সাময়িক বরখাস্ত

স্টাফ রিপোর্টার : নাশকতার মামলায় আটক গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অধ্যাপক এম এ মান্নানকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ প্রজ্ঞাপণ জারি করেছে।
স্থানীয় সরকার বিভাগের সহকারী সচিব এ কে এম আনিছুজ্জামান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, মান্নানের বিরুদ্ধে জয়দেবপুর থানার একটি ফৌজদারি মামলায় (নং ১০৪/১২/১৪, জিআর নং ১৫৭১/১৪ এ আদালতে অভিযোগপত্র গৃহীত হওয়ায় স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মান্নানকে গত ১১ ফেব্রুয়ারি তার ঢাকার বারিধারার বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তারপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
মান্নানের বিরুদ্ধে মোট আটটি মামলা রয়েছে। সবগুলোতেই আদালত থেকে জামিন পেয়েছিলেন তিনি। তবে একটিতে জামিন স্থগিতের আদেশ হওয়ায় মুক্তি পাননি। ২০১৩ সালের জুলাই মাসে অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনে গাজীপুরে বিজয়ী হন মান্নান।