শিরোনাম

সাংবাদিকতার পরিচয়ে চৌরাস্তায় একটি চক্র নানা অপরাধে সক্রিয় : নেতৃত্বে শামীম ও হালিম ক্লিনিকের গেইটে তালা লাগিয়ে পালিয়েছে কর্তৃপক্ষ টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ বৃক্ষরোপন, নামাজের ঘর ও কমনরুম উদ্বোধন গাজীপুরে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড উন্মোচিত হয়নি কালীগঞ্জে সাবেক এমপি পুত্র হত্যা রহস্য গাজীপুরে পুত্র হত্যার পর বাবার আত্মহত্যা তাজউদ্দীন পুত্র সোহেল তাজের মনের শক্তি অনেক

শ্রীপুরে ইটের দেয়াল ধ্বসে নিহত ১

শ্রীপুর থেকে সুজন : গাজীপুরের শ্রীপুর থানার মাওনা ফুলবাড়িয়া মহাসড়কের মাওনা বাজার সংলগ্ন ক্রাউন উল ওয়্যার কারখানার ইটের দেয়াল ধ্বসে নিহত হয় নাছির (২০) নামের এক শ্রমিক। শ্রীপুর থানার আক্তাপাড়া গ্রামের আহাম্মদ আলী (৪৫) এর ছেলে নাছির (২০) উক্ত কারখানাতে কেমিক্যাল সেকশনে কাজ করত। পাশাপাশি সে পিয়ার আলী বিশ^বিদ্যালয় কলেজে ডিগ্রি ১ম বর্ষে অধ্যয়নরত ছিল। কারখানায় বিভিন্ন কেমিক্যাল নিয়েই ছিল তার কাজ। কারখানার  বারান্দার মাঝ বরাবর তৈরি করা হয় একটি ১০ ফিট উচু ১৫ ফিট প্রস্থের এবং ১০ ইঞ্চি পুরুত্বের একটি অপরিকল্পিত নড়বড়ে ইটের দেয়াল। দেয়ালের  এক পাশে স্টক করে রাখা হয় প্রায় ১৫ শত বস্তা লবন। অন্য পাসে রাখা হয় কিছু কেমিক্যলের ড্রাম। এখানেই কাজ করছিল নাছির (২০) । দীর্ঘ দিন যাবত এ সকল বস্তা রাখায় বস্তার চাপে দেয়ালটি হেলে যায়। কারখানার জি.এম এবং কর্মকর্তাদের বিষয়টি জানানো হলে তাঁরা এর কোন ব্যবস্থা নেয়নি। যার ফল¯্রুতিতে গতকাল সোমবার সকাল ৭ টায় প্রাণ দিতে হল নাছিরকে। রবিবার রাত ১০ টা থেকে সকাল ৮ টা পর্যন্ত ছিল তার নাইট ডিউটি। সকাল বেলায় সে ঐ ইটের দেয়ালের পাশেই কাজ করছিল এ সময় স্টক করে রাখা প্রায় ১৫ শত বস্তা লবনের চাপে দেয়াল টি ধ্বসে পরে তার উপর। এ সময় মাথায় প্রচন্ড আঘাত এবং প্রচুর রক্তক্ষরনের সাথে ঘটনা স্থলে মারা যায় নাছির। ক্ষিপ্ত হয়ে শ্রমিকেরা কারখানার গ্লাস, চেয়ার, টেবিল ভাংচুর করে এবং রাস্তায় টায়ার জ¦ালিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। অবশেষে লাশ  পোস্টমর্টেমের জন্য মর্গে নিয়ে যাওয়া হয়।