স্টাফ রিপোর্টার : গাজীপুর মাদবদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলার জয়দেবপুরের পূর্ব বাগবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মো. আমজাদ সরকারকে (২৬) ৩০ কেজি গাঁজাসহ আটক করেছে।
জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নব নিযুক্ত মহা-পরিচালক খন্দকার রাকিবুর রহমানের নির্দেশক্রমে অব্যাহত অভিযানের অংশ হিসেবে গতকাল সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার সহকারী পরিচালক বিপ্লব কুমার মোদকের নেতৃত্বে গাজীপুর জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সুপারেনটেনডেন্ট আজিজুল হককে সাথে নিয়ে জেলার জয়দেবপুরের পূর্ব বাগবাড়ী গ্রামে অভিযান চালায়। এ সময় ব্যবসায়ী আমজাদের একটি ঘর থেকে দুটি প্লাস্টিকের বস্তা ভর্তি ৩০ কেজি গাঁজা উদ্ধার করেন। সে ওই গ্রামের মাইন উদ্দিন সরকারের ছেলে। পরে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মো. মাহবুবুল আলম ভূঁইয়া বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করেন।