শিরোনাম

সাংবাদিকতার পরিচয়ে চৌরাস্তায় একটি চক্র নানা অপরাধে সক্রিয় : নেতৃত্বে শামীম ও হালিম ক্লিনিকের গেইটে তালা লাগিয়ে পালিয়েছে কর্তৃপক্ষ টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ বৃক্ষরোপন, নামাজের ঘর ও কমনরুম উদ্বোধন গাজীপুরে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড উন্মোচিত হয়নি কালীগঞ্জে সাবেক এমপি পুত্র হত্যা রহস্য গাজীপুরে পুত্র হত্যার পর বাবার আত্মহত্যা তাজউদ্দীন পুত্র সোহেল তাজের মনের শক্তি অনেক

টঙ্গীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার : টঙ্গীর এরশাদনগর বাস্তুহারা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ বাবুল হোসেন (২৮) ও কাইল্লা আনোয়ার (৩৫) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১ এর সদস্যরা।
পুলিশ জানায়, গতকাল সন্ধ্যায় দিকে র‌্যাব-১ এর সদস্যরা এরশাদনগর ৪ নং ও ৬ নং ব্লকে অভিযান চালিয়ে বাবুল হোসেন ও কাইল্লা আনোয়ারকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি চালিয়ে ৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে র‌্যাব-১ এর এসআই তারিক বিন খালিদ এঘটনায় একটি মামলা দায়ের শেষে আটককৃতদের থানা পুলিশে সোপর্দ করেন।
এব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।