পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধন
স্টাফ রিপোর্টার : পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের অপরাধে গাজীপুরে বুধবার দুইটি ডাইং কারখানাকে ৫৭ লাখ টাকা জরিমানা করেছেন পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট উইং।
পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ হাফিজুর রহমান বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান- পরিবেশগত ছাড়পত্র গ্রহণ এবং তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) নির্মাণ ব্যতিত অপরিশোধিত তরল বর্জ্য পার্শ্ববর্তী জলাশয়ে নির্গত করে পরিবেশ, প্রতিবেশ ও জলজ জীববৈচিত্র্যের ক্ষতিসাধন করার দায়ে কালিয়াকৈর উপজেলার “ডং বাং ডাইং লিমিটেড” কে ৪৪ লক্ষ টাকা এবং একই এলাকার ইন্টারস্টফ এ্যাপারেলস লিঃ নামক কারখানাটির সৃষ্ট কিছু তরল বর্জ্য পরিশোধন না করে বাইরে নির্গত করার দায়ে ওই কারখানাকে ১৩ লক্ষ টাকা জরিমানা করা হয়।
তিনি আরো জানান, পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট) মোঃ আলমগীর গত ১৮ এপ্রিল কালিয়াকৈর উপজেলার বিভিন্ন ডাইং কারখানা আকষ্মিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি কিছু কারখানা পরিবেশগত ছাড়পত্র গ্রহণ এবং ইটিপি নির্মাণ ব্যতিত তরল বর্জ্য বাইরে নির্গমনের ঘটনা প্রত্যক্ষ করেন। এ প্রেক্ষিতে বুধবার কারখানা দুটির মালিক/প্রতিনিধির তলব করে শুনানী গ্রহণ শেষে ৫৭ লক্ষ টাকা জরিমানা করেন।
পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ হাফিজুর রহমান বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান- পরিবেশগত ছাড়পত্র গ্রহণ এবং তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) নির্মাণ ব্যতিত অপরিশোধিত তরল বর্জ্য পার্শ্ববর্তী জলাশয়ে নির্গত করে পরিবেশ, প্রতিবেশ ও জলজ জীববৈচিত্র্যের ক্ষতিসাধন করার দায়ে কালিয়াকৈর উপজেলার “ডং বাং ডাইং লিমিটেড” কে ৪৪ লক্ষ টাকা এবং একই এলাকার ইন্টারস্টফ এ্যাপারেলস লিঃ নামক কারখানাটির সৃষ্ট কিছু তরল বর্জ্য পরিশোধন না করে বাইরে নির্গত করার দায়ে ওই কারখানাকে ১৩ লক্ষ টাকা জরিমানা করা হয়।
তিনি আরো জানান, পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট) মোঃ আলমগীর গত ১৮ এপ্রিল কালিয়াকৈর উপজেলার বিভিন্ন ডাইং কারখানা আকষ্মিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি কিছু কারখানা পরিবেশগত ছাড়পত্র গ্রহণ এবং ইটিপি নির্মাণ ব্যতিত তরল বর্জ্য বাইরে নির্গমনের ঘটনা প্রত্যক্ষ করেন। এ প্রেক্ষিতে বুধবার কারখানা দুটির মালিক/প্রতিনিধির তলব করে শুনানী গ্রহণ শেষে ৫৭ লক্ষ টাকা জরিমানা করেন।