শিরোনাম

সাংবাদিকতার পরিচয়ে চৌরাস্তায় একটি চক্র নানা অপরাধে সক্রিয় : নেতৃত্বে শামীম ও হালিম ক্লিনিকের গেইটে তালা লাগিয়ে পালিয়েছে কর্তৃপক্ষ টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ বৃক্ষরোপন, নামাজের ঘর ও কমনরুম উদ্বোধন গাজীপুরে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড উন্মোচিত হয়নি কালীগঞ্জে সাবেক এমপি পুত্র হত্যা রহস্য গাজীপুরে পুত্র হত্যার পর বাবার আত্মহত্যা তাজউদ্দীন পুত্র সোহেল তাজের মনের শক্তি অনেক

গাজীপুরে দুই ডাইং কারখানাকে ৫৭ লক্ষ টাকা জরিমানা

পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধন

স্টাফ রিপোর্টার : পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের অপরাধে গাজীপুরে বুধবার দুইটি ডাইং কারখানাকে ৫৭ লাখ টাকা জরিমানা করেছেন পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট উইং।
পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ হাফিজুর রহমান বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান- পরিবেশগত ছাড়পত্র গ্রহণ এবং তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) নির্মাণ ব্যতিত অপরিশোধিত তরল বর্জ্য পার্শ্ববর্তী জলাশয়ে নির্গত করে পরিবেশ, প্রতিবেশ ও জলজ জীববৈচিত্র্যের ক্ষতিসাধন করার দায়ে কালিয়াকৈর উপজেলার “ডং বাং ডাইং লিমিটেড” কে ৪৪ লক্ষ টাকা এবং একই এলাকার ইন্টারস্টফ এ্যাপারেলস লিঃ নামক কারখানাটির সৃষ্ট কিছু তরল বর্জ্য পরিশোধন না করে বাইরে নির্গত করার দায়ে ওই কারখানাকে ১৩ লক্ষ টাকা জরিমানা করা হয়।
তিনি আরো জানান, পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট) মোঃ আলমগীর গত ১৮ এপ্রিল কালিয়াকৈর উপজেলার বিভিন্ন ডাইং কারখানা আকষ্মিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি কিছু কারখানা পরিবেশগত ছাড়পত্র গ্রহণ এবং ইটিপি নির্মাণ ব্যতিত তরল বর্জ্য বাইরে নির্গমনের ঘটনা প্রত্যক্ষ করেন। এ প্রেক্ষিতে বুধবার কারখানা দুটির মালিক/প্রতিনিধির তলব করে শুনানী গ্রহণ শেষে ৫৭ লক্ষ টাকা জরিমানা করেন।