স্টাফ রিপোর্টার : গাজীপুর মহানগরীর জিরানিতে বৃহস্পতিবার তুরাগ গার্মেন্টস এন্ড হোসিয়ারি কারখানা কর্তৃপক্ষের সরবরাহকৃত খাবার ও পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ্য হয়ে পড়েছেন। কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
শিল্প পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে ওই কারখানার সরবরাহকৃত রুটি-কলা ও পানি খেয়ে বেশ কয়েকজন শ্রমিক অসুস্থ্য হয়ে পড়ে। তাদেরকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনার পর বৃহসাপতিবার সকালে শ্রমিকরা কারখানায় কাজে যোগ দেয়ার পর বিরতির সময় পানি পান করলে অর্ধ শতাধিক
শ্রমিক অসুস্থ্য হয়ে পড়েন। এসময় অনেকেই মাথা ঘুরে পড়ে যান এবং বমি করতে থাকেন। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, খাবারে বিষক্রিয়ার জন্য এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রোগীদের অবস্থা স্থিতিশীল আছে। কারখানার নিরাপত্তা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং একদিনের জন্য কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।
শিল্প পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে ওই কারখানার সরবরাহকৃত রুটি-কলা ও পানি খেয়ে বেশ কয়েকজন শ্রমিক অসুস্থ্য হয়ে পড়ে। তাদেরকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনার পর বৃহসাপতিবার সকালে শ্রমিকরা কারখানায় কাজে যোগ দেয়ার পর বিরতির সময় পানি পান করলে অর্ধ শতাধিক
শ্রমিক অসুস্থ্য হয়ে পড়েন। এসময় অনেকেই মাথা ঘুরে পড়ে যান এবং বমি করতে থাকেন। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, খাবারে বিষক্রিয়ার জন্য এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রোগীদের অবস্থা স্থিতিশীল আছে। কারখানার নিরাপত্তা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং একদিনের জন্য কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।