শিরোনাম

সাংবাদিকতার পরিচয়ে চৌরাস্তায় একটি চক্র নানা অপরাধে সক্রিয় : নেতৃত্বে শামীম ও হালিম ক্লিনিকের গেইটে তালা লাগিয়ে পালিয়েছে কর্তৃপক্ষ টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ বৃক্ষরোপন, নামাজের ঘর ও কমনরুম উদ্বোধন গাজীপুরে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড উন্মোচিত হয়নি কালীগঞ্জে সাবেক এমপি পুত্র হত্যা রহস্য গাজীপুরে পুত্র হত্যার পর বাবার আত্মহত্যা তাজউদ্দীন পুত্র সোহেল তাজের মনের শক্তি অনেক

কালিয়াকৈরে ৯টি ইউনিয়ন যুবলীগের কমিটি গঠিত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ৯টি ইউনিয়নে সফল সম্মেলনের মাধ্যমে যুলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। ইউনিয়ন যুবলীগ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন যারা- আটাবহ ইউনিয়ন কমিটির সভাপতি শাখাওয়াত হোসেন শাকিল মোল্লা ও সাধারন সম্পাদক নজরুল ইসলাম। ফুলবাড়িয়া ইউনিয়ন সভাপতি রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক আতিকুর রহমান আলহাজ। চাপাইর ইউনিয়ন সভাপতি নাজমুল আলম, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম। বোয়ালী ইউনিয়ন সভাপতি সামান্ত সরকার, সাধারণ সম্পাদক কাজী আলী হোসেন। মৌচাক ইউনিয়ন সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক জসিম আহম্মেদ। শ্রীফলতলী ইউনিয়ন সভাপতি স্বপন মিয়া, সাধারণ সম্পাদক সেলিম রেজা। সুত্রাপুর ইউনিয়ন সভাপতি মীর আশিকুর রহমান ডানো, সাধারণ সম্পাদক আয়ুব আলী। ঢালজোড়া ইউনিয়ন সভাপতি কৃষন সাহা, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ও মধ্যপাড়া ইউনিয়ন সভাপতি সোলায়মান দেওয়ান ও সাধারণ সম্পাদক শাহীন আলম। উপজেলা যুবলীগের বর্ধিত সভায় ইউনিয়ন কমিটি ঘোষনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাসেল, কেন্দ্রিয় যুবলীগের  প্রেসিডিয়াম সদস্য আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বদি,  জেলা যুবলীগের সভাপতি এস এম আলতাব হোসেন, সাধারন সম্পাদক হাফিজউল্লাহ খোকা, উপজেলা যুবলীগের আহবায়ক হিরু মিয়া ও যুগ্ম আহবায়ক রেজাউল করিম প্রমুখ।