স্টাফ রিপোর্টার, টঙ্গী : ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার এলাকায় বুধবার রাতে গাজীপুরগামী অজ্ঞাত বাস চাপায় সামছুল হক (৩৮) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। নিহত সামছুল নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার মুড়িগঞ্জ গ্রামের আনোয়ারের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার দিন গত বুধবার রাত ১০টার সময় গাজীপুরের কোনাবাড়ি এলাকার হোটেল ব্যবসায়ী সামছুল কেনাকাটার উদ্দেশে টঙ্গী বাজার আসেন। পরে বাজার সংলগ্ন শহীদ আহসান উল¬াহ মাষ্টার স্টেডিয়ামের পাশে রাস্তা পার হওয়ার সময় গাজীপুরগামী একটি দ্রুগগতির বাস সামছুলকে চাপা দেয়। এসময় সে বাসে চাকার নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে পথচারিরা উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে টঙ্গী থানার ওসি ইসমাইল হোসেনের সাথে যোগাযোগ তিনি বলেন, ‘পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।’
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার দিন গত বুধবার রাত ১০টার সময় গাজীপুরের কোনাবাড়ি এলাকার হোটেল ব্যবসায়ী সামছুল কেনাকাটার উদ্দেশে টঙ্গী বাজার আসেন। পরে বাজার সংলগ্ন শহীদ আহসান উল¬াহ মাষ্টার স্টেডিয়ামের পাশে রাস্তা পার হওয়ার সময় গাজীপুরগামী একটি দ্রুগগতির বাস সামছুলকে চাপা দেয়। এসময় সে বাসে চাকার নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে পথচারিরা উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে টঙ্গী থানার ওসি ইসমাইল হোসেনের সাথে যোগাযোগ তিনি বলেন, ‘পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।’