শিরোনাম

সাংবাদিকতার পরিচয়ে চৌরাস্তায় একটি চক্র নানা অপরাধে সক্রিয় : নেতৃত্বে শামীম ও হালিম ক্লিনিকের গেইটে তালা লাগিয়ে পালিয়েছে কর্তৃপক্ষ টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ বৃক্ষরোপন, নামাজের ঘর ও কমনরুম উদ্বোধন গাজীপুরে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড উন্মোচিত হয়নি কালীগঞ্জে সাবেক এমপি পুত্র হত্যা রহস্য গাজীপুরে পুত্র হত্যার পর বাবার আত্মহত্যা তাজউদ্দীন পুত্র সোহেল তাজের মনের শক্তি অনেক

কাপাসিয়ায় বিএনপি’র ২ শতাধিক কর্মী আওয়ামীলীগে যোগদান

কাপাসিয়া ব্যুরো চীফ : গাজীপুরের কাপাসিয়ার মিজান ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক স্থানীয় বিএনপি নেতা মিজানুর রহমান সৈকতের নেতৃত্বে জুনিয়া ও আশপাশের ২ শতাধিক বিএনপি দলীয় কর্মী আওয়ামীলীগের আদর্শে অনুপ্রানিত হয়ে  ১১ এপ্রিল শনিবার দুপুরে শহরের দলীয় কার্যালয়ে স্থানীয় সংসদ সদস্য সিমিন হোসেন রিমির হাতে ফুল দিয়ে বাংলাদেশ আওয়ামীলীগে যোগদান করেন। এ সময় মিজান ক্যাডেট স্কুলের শিক্ষার্থী, অভিভাবকসহ কয়েক শত লোক উপস্থিত ছিলেন। এর আগে মিজানের নেতৃত্বে ব্যান্ড পার্টির বাদ্যযন্ত্র বাজিয়ে একটি বর্নাঢ্য বিশাল মিছিল করে যোগদান অনুষ্ঠানে অংশ গ্রহন করে।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি আজগর রশিদ খান, সহ-সভাপতি অ্যাড. ফজলুল কাদের, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কেন্দ্রীয় যুবলীগ নেতা আলমগীর হোসেন আকন্দ, কাপাসিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল হালিম খোকন, বিআরডিবির চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা সোলায়মান সরকার, সাধারণ সম্পাদক রুহুল আমীন, যুবলীগের সভাপতি মাহবুব উদ্দিন সেলিম, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন প্রধান, ছাত্রলীগ সভাপতি রাজীব ঘোষ, সহ-সভাপতি এস এম সাখাওয়াত, সাধারণ সম্পাদক হিমেল খান প্রমূখ।