শিরোনাম

সাংবাদিকতার পরিচয়ে চৌরাস্তায় একটি চক্র নানা অপরাধে সক্রিয় : নেতৃত্বে শামীম ও হালিম ক্লিনিকের গেইটে তালা লাগিয়ে পালিয়েছে কর্তৃপক্ষ টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ বৃক্ষরোপন, নামাজের ঘর ও কমনরুম উদ্বোধন গাজীপুরে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড উন্মোচিত হয়নি কালীগঞ্জে সাবেক এমপি পুত্র হত্যা রহস্য গাজীপুরে পুত্র হত্যার পর বাবার আত্মহত্যা তাজউদ্দীন পুত্র সোহেল তাজের মনের শক্তি অনেক

গাজীপুরে হিন্দু বিবাহ নিবন্ধন বিষয়ক সেমিনার

স্টাফ রিপোর্টার : গাজীপুর শহরের হাড়িনাল উচ্চ বিদ্যালয়ে সোমবার হিন্দু বিবাহ রেজিস্ট্রেশন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন ও বাঁচতে শেখার সহযোগিতায় গাজীপুর নাগরিক কমিটি এ অনুষ্ঠান আয়োজন করে। এতে গাজীপুরের অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট মোহাম্মদ হোসেন প্রধান অতিথি ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা জাহান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাগরিক কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেন, সাংবাদিক মুকুল কুমার মল্লিক, বাঁচতে শেখার ওয়াদুদুর রহমান ও মাহবুবুর রহমান, এড. বসন্ত কুমার, প্রধান শিক্ষক আকতার হোসেন ও ওবায়দুর রহমান, বিবাহ নিবন্ধক ননী মাধব বিশ্বাস, পুরোহিত নিমাইচন্দ্র ভট্টাচার্য, নারায়ন কুমার দাস, মানিকচন্দ্র দে ও শিক্ষিকা কৃষ্ণা রাণী বণিক। অনুষ্ঠানে বক্তারা হিন্দু বিবাহ রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করে আইন প্রণয়ন ও প্রচলিত উত্তরাধিকার আইনের প্রয়োজনীয় সংশোধনের দাবী জানান