স্টাফ রিপোর্টার : গাজীপুর শহরের হাড়িনাল উচ্চ বিদ্যালয়ে সোমবার হিন্দু বিবাহ রেজিস্ট্রেশন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন ও বাঁচতে শেখার সহযোগিতায় গাজীপুর নাগরিক কমিটি এ অনুষ্ঠান আয়োজন করে। এতে গাজীপুরের অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট মোহাম্মদ হোসেন প্রধান অতিথি ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা জাহান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাগরিক কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেন, সাংবাদিক মুকুল কুমার মল্লিক, বাঁচতে শেখার ওয়াদুদুর রহমান ও মাহবুবুর রহমান, এড. বসন্ত কুমার, প্রধান শিক্ষক আকতার হোসেন ও ওবায়দুর রহমান, বিবাহ নিবন্ধক ননী মাধব বিশ্বাস, পুরোহিত নিমাইচন্দ্র ভট্টাচার্য, নারায়ন কুমার দাস, মানিকচন্দ্র দে ও শিক্ষিকা কৃষ্ণা রাণী বণিক। অনুষ্ঠানে বক্তারা হিন্দু বিবাহ রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করে আইন প্রণয়ন ও প্রচলিত উত্তরাধিকার আইনের প্রয়োজনীয় সংশোধনের দাবী জানান