কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে ছিনতাইকারীর আঘাতে কুয়েত প্রবাসির স্ত্রী খুন হয়েছে । গতকাল মঙ্গলবার সকালে উপজেলার মোক্তারপুর এলাকার সাওরাইদ গ্রামে কুয়েত প্রবাসির স্ত্রী তিন সন্তানের জননী মিনারা বেগম (৩২) কে ছিনতাইকারী নুর আলম (২৬) খুন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে । জানাযায়, মঙ্গলবার সকালে বাড়ীর পশ্চিম পাশে পেয়ারা বাগানে গরুর ঘাস কাটার সময় পূর্বথেকে ওৎপেতে থাকা পার্শ্বে গ্রামের ৫নং ওয়ার্ডের সাবেক মেম্বার নুর চান শেখে’র সন্ত্রাসী ছেলে তার সহযোগী ২/৩ বন্ধুদের নিয়ে ঔই গৃহ বধুর ওপর অর্তকিত হামলা চালিয়ে স্বর্ণের চেইন ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় । এ সময় মিনারা চিৎকার করলে সন্ত্রাসী নুর আলম তার হাতে থাকা বাশের লাঠি দিয়ে স্বজোরে মাথায় আঘাত করলে ঘটনা স্থলেই সে মারা যায়। তার চিৎকার শুনে নুরইসলাম,জালাল উদ্দিনসহ স্থানীয় লোকজন দৌড়ে আসতে দেখে সন্তাসীরা পালিয়ে যায়। পরে উৎসুক জনতা খুনের অভিযুক্ত নুর আলমের বড় ভাই রুহুল আমিন শেখ কে আটক করে পুলিশে সোর্পদ করে । নাম প্রকাশে অনিচ্ছুক একাদিক ব্যাক্তি জানায়, নুরচান মেম্বারের ছেলে নুর আলম ও রুহুল আমিন ছিনতাই,ধর্ষণ, খুনসহ বিভিন্ন অপকর্মের সহিত জড়িত। গত তিন বছর পূর্বে রুহুর আমিন স্থানীয় মিলন নামে এক ব্যাবসায়ীকে কুপিয়ে গুরুতর আহত করে প্রায় ২লাখ টাকা ছিনিয়ে নেয়।এলাকাবাসী উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে তাদের দৃষ্টন্তমুলক শাস্তির দাবি জানান।