শিরোনাম

সাংবাদিকতার পরিচয়ে চৌরাস্তায় একটি চক্র নানা অপরাধে সক্রিয় : নেতৃত্বে শামীম ও হালিম ক্লিনিকের গেইটে তালা লাগিয়ে পালিয়েছে কর্তৃপক্ষ টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ বৃক্ষরোপন, নামাজের ঘর ও কমনরুম উদ্বোধন গাজীপুরে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড উন্মোচিত হয়নি কালীগঞ্জে সাবেক এমপি পুত্র হত্যা রহস্য গাজীপুরে পুত্র হত্যার পর বাবার আত্মহত্যা তাজউদ্দীন পুত্র সোহেল তাজের মনের শক্তি অনেক

কালিয়াকৈরে শ্রমিকলীগ নেতাকে কুপিয়েছে সন্ত্রসীরা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : মঙ্গলবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিশ্বাস পাড়া এলাকায় পৌর শ্রমিকলীগ ৭নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক  শিপন  হোসেন (২৫) কে কুপিয়েছে সন্ত্রাসীরা। আহত শ্রমিকলীগ নেতা উপজেলার বিশ্বাস পাড়া এলাকার আতিয়ার শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শিপন ওই সময় আবুলের চায়ের দোকানে বসে চা পান করছিল। এ সময় হাবিবপুর এলাকার হানিফ (২৪) ও আ. হালিমের ছেলে শাহীন (২৫) সহ ভাড়াটে সন্ত্রাসীরা ছুরি, চাপাতিসহ দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে তার উপর অতর্কিত হামলা চালায়ে এলোপাথারি কুপাতে থাকে এ সময় শিপনের ডাকা ডাকিতে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে তাকে কালিয়াকৈর উপজেলা কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় কালিয়াকৈর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।