শিরোনাম

সাংবাদিকতার পরিচয়ে চৌরাস্তায় একটি চক্র নানা অপরাধে সক্রিয় : নেতৃত্বে শামীম ও হালিম ক্লিনিকের গেইটে তালা লাগিয়ে পালিয়েছে কর্তৃপক্ষ টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ বৃক্ষরোপন, নামাজের ঘর ও কমনরুম উদ্বোধন গাজীপুরে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড উন্মোচিত হয়নি কালীগঞ্জে সাবেক এমপি পুত্র হত্যা রহস্য গাজীপুরে পুত্র হত্যার পর বাবার আত্মহত্যা তাজউদ্দীন পুত্র সোহেল তাজের মনের শক্তি অনেক

ভাওয়াল জাতীয় উদ্যান থেকে দুই শিশুর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার : গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানে গজারী বন থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অজ্ঞাত পরিচয় শিশু   দু’টির আনুমানিক বয়স পাঁচ ও তিন বছর। সোমবার সকাল সাড়ে ১০টায় মরদেহ   দু’টি উদ্ধার করে পুলিশ।
জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, এলাকাবাসীর খবরের ভিত্তিতে দু’টি শিশুর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ দু’টি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।