স্টাফ রিপোর্টার : গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকার বিভিন্ন স্থানে ব্যাঙ্গের ছাতার মতো গড়ে উঠেছে অবৈধ কয়েকশ ফার্মেসি ও ক্লিনিক। ছোট ছোট ফার্মেসি দিয়ে কিছু ঔষধ রেখে পাশেই কিছু অংশ ডাঃ চেম্বর বানিয়ে চিকিৎসা দিয়ে আসছেন অনেক ভুয়া নামধারী ডাক্তার। ওদের নেই কোনো শিক্ষাগতযোগ্যতা ও অভিজ্ঞতা। তারা অনেক সময় ভুল চিকিৎসা দিয়ে রোগীদেরকে মৃত্যুর কোলে ঠেলে দেয়। জানা গেছে, ওই সব ভুয়া ডাত্তারেরা আমাশা রোগেরে চিকিৎসার বদলে দেয় ডেলিভারীর ঔষধ। খোঁজ নিয়ে দেখা গেছে, এসব ফার্মেসির অধিকাং, ডাত্তারই ভুয়া । এদের যা দরকার তার কোনো কিছুই নেই যেমন, বাংলাদেশ ফার্মাসী কাউন্সিলর সনদ, ড্রাগ লাইসেন্স, ট্রেড লাইসেন্স। এদের নেই কোনো শিক্ষাগতযোগ্যতা এসব ভূয়া চিকিৎসকেরা অনেকেই গার্মেন্টস কারখানায় চাকুরি করতেন সুযোগে তারা চিকিৎসক হয়েছেন। গেলো ২০ জানুয়ারি মহানগরীর ৮ নম্বর ওয়ার্ড জেলখানা সড়কের আহম্মেদ ফার্মেসিতে ৯ বৎসরের এক শিশুকন্যাকে গ্যাসের টেবলেটের পরিবর্তে তাকে দেয়া হয় তিনটি ঘুমের টেবলেট। পরে শিশু কন্যাটি অসুস্থ্য হয়ে পড়লে ৮ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সেলিম রহমানের সহায়তায় ওই শিশু কন্যাকে উন্নতি চিকিৎসা দিয়ে সুস্থ্য করা হয়েছে বলে জানা গেছে। একটি সূত্র বলছে, এসব ফার্মেসি ও ক্লিনিক থেকে মাসে লক্ষ লক্ষ টাকার বাণিজ্য করছেন গাজীপুরের সিভিল সার্জেন। কাজেই সিভিল সার্জন দায়বদ্ধ।
শিরোনাম
Home » Unlabelled » ভুয়া ডাত্তারের ছড়াছড়ি ঃ সিভিল সার্জন দায়বদ্ধ গাজীপুরের কোনাবাড়িতে অবৈধ কয়েকশ ফার্মেসী ক্লিনিক