শিরোনাম

সাংবাদিকতার পরিচয়ে চৌরাস্তায় একটি চক্র নানা অপরাধে সক্রিয় : নেতৃত্বে শামীম ও হালিম ক্লিনিকের গেইটে তালা লাগিয়ে পালিয়েছে কর্তৃপক্ষ টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ বৃক্ষরোপন, নামাজের ঘর ও কমনরুম উদ্বোধন গাজীপুরে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড উন্মোচিত হয়নি কালীগঞ্জে সাবেক এমপি পুত্র হত্যা রহস্য গাজীপুরে পুত্র হত্যার পর বাবার আত্মহত্যা তাজউদ্দীন পুত্র সোহেল তাজের মনের শক্তি অনেক

গাজীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কে দর্শনার্থীর হাত ছিঁড়ে নিয়েছে বাঘ

স্টাফ রিপোর্টার : গাজীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কে এক দর্শনার্থীর হাত ছিঁড়ে নিয়েছে বাঘ। আহত দর্শনার্থীর নাম অংকন (২৬)। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। মঙ্গলবার দুপুরে সাফারি পার্কের টাইগার জোনে এ ঘটনা ঘটেছে।
বঙ্গবন্ধু সাফারি পার্কের রেঞ্জ কর্মকর্তা শিবুপ্রসাদ ভট্টাচার্য ও ফরেস্টার কৃষ্ণকমল মজুমদার জানান, মঙ্গলবার অংকন নামের ওই যুবক সাফারি পার্কে বেড়াতে আসে। দুপুর দেড়টার দিকে সে পার্কের টাইগার এরিয়ার রেস্টুরেন্টের পাশে দেয়ালের উপরে উঠে নেটের ফাঁকে হাত বাড়িয়ে দূরে থাকা একটি বাঘকে ডাকতে থাকে। এ সময় দেয়ালের পাশে থাকা অপর একটি বাঘ অংকনের বাঁ হাত কামড়ে ধরে। এটা দেখে অন্য দর্শনার্থীরা অংকনকে টেনে ধরে। একপর্যায়ে তার বাঁ হাতটি কুনুই থেকে ছিঁড়ে নিয়ে বাঘ চলে যায়। পরে আশপাশের লোকজন আহত অংকনকে হাসপাতালে নিয়ে যায়।