শিরোনাম

সাংবাদিকতার পরিচয়ে চৌরাস্তায় একটি চক্র নানা অপরাধে সক্রিয় : নেতৃত্বে শামীম ও হালিম ক্লিনিকের গেইটে তালা লাগিয়ে পালিয়েছে কর্তৃপক্ষ টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ বৃক্ষরোপন, নামাজের ঘর ও কমনরুম উদ্বোধন গাজীপুরে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড উন্মোচিত হয়নি কালীগঞ্জে সাবেক এমপি পুত্র হত্যা রহস্য গাজীপুরে পুত্র হত্যার পর বাবার আত্মহত্যা তাজউদ্দীন পুত্র সোহেল তাজের মনের শক্তি অনেক

কাপাসিয়া বরুন উচ্চ বিদ্যালয় অভিভাবক প্রতিনিধি নির্বাচন

শাকিল হাসান, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঐতিহ্যবাহী বরুন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন ২৬ এপ্রিল সোমবার অনুষ্ঠিত হয়েছে। জাকজমকপূর্ণ ও উৎসব মূখর এ নির্বাচনে  ছয় জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। নির্বাচনে বিজয়ীরা হলেন, মোঃ তাজউদ্দিন আকন (চেয়ার), মোঃ ফজলুল হক কাজী (আম), এম এ জামান খান (আনারস), মোঃ নুরুল ইসলাম নুরু (ছাতা)। এছাড়া আরো দু’জন তাজউদ্দিন শেখ ও আবুল হোসেন বেপারী প্রতিদ্বন্দিতা করে হেরে যান। নির্বাচনে প্রিজাইডিং অফিসার ছিলেন কাপাসিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ। ভোটার ছিলেন ৩৫৪ জন।  সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন চলে। নির্বাচন চলাকালিন সময় উপস্থিত ছিলেন, সদর ইউপি চেয়ারম্যান আজগর হোসেন খান, আওয়ামীলীগের প্রবীন নেতা ডাঃ আবু হানিফ, বরুন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাধন চন্দ্র দাস, ইউপি সদস্য তাজউদ্দীন, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা পরিষদের কেন্দ্রীয় নেতা মাহবুব খান, সদর ইউনিয়ন কৃষকলীগ সভাপতি শাকিল হাসান মোড়ল, সাংবাদিক নুরুল আমীন সিকদার, সহকারী শিক্ষক আনোয়ারা বেগম, মতিউর রহমান, হারুন অর রশিদ প্রমূখ।