শিরোনাম

সাংবাদিকতার পরিচয়ে চৌরাস্তায় একটি চক্র নানা অপরাধে সক্রিয় : নেতৃত্বে শামীম ও হালিম ক্লিনিকের গেইটে তালা লাগিয়ে পালিয়েছে কর্তৃপক্ষ টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ বৃক্ষরোপন, নামাজের ঘর ও কমনরুম উদ্বোধন গাজীপুরে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড উন্মোচিত হয়নি কালীগঞ্জে সাবেক এমপি পুত্র হত্যা রহস্য গাজীপুরে পুত্র হত্যার পর বাবার আত্মহত্যা তাজউদ্দীন পুত্র সোহেল তাজের মনের শক্তি অনেক

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার : ঢাকা-রাজশাহী রেল রুটের গাজীপুর নগরের সাহাপাড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের পরনে নীল রঙের চেক লুঙ্গি এবং কালো গেঞ্জি রয়েছে। রেলওয়ে পুলিশ মঙ্গলবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
জয়দেবপুর জংশন ফাঁড়ির এএসআই দাদন মিয়া জানান, ভোরে কোনো এক ট্রেনে কাটা পড়ে ওই যুবক। এতে দুই পা দেহ থেকে বিচ্ছিন্ন, এক হাত কেটে চামড়ার সঙ্গে আটকে ছিল  এবং মাথা ফেটে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সকাল সাড়ে ৭টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।