শিরোনাম

সাংবাদিকতার পরিচয়ে চৌরাস্তায় একটি চক্র নানা অপরাধে সক্রিয় : নেতৃত্বে শামীম ও হালিম ক্লিনিকের গেইটে তালা লাগিয়ে পালিয়েছে কর্তৃপক্ষ টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ বৃক্ষরোপন, নামাজের ঘর ও কমনরুম উদ্বোধন গাজীপুরে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড উন্মোচিত হয়নি কালীগঞ্জে সাবেক এমপি পুত্র হত্যা রহস্য গাজীপুরে পুত্র হত্যার পর বাবার আত্মহত্যা তাজউদ্দীন পুত্র সোহেল তাজের মনের শক্তি অনেক

কালিয়াকৈরে কারখানার ম্যানেজারকে হত্যার হুমকি ঃ থানায় জিডি


কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরের ভান্নারা এলাকার উর্মি নিটওয়্যার লিমিটেড কারখানার ক্যাশ মনেজার এনায়েত হোসেনকে হত্যার  হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।  এঘটনায় ম্যানেজার এনায়েত হোসেন বাদী হয়ে সোমবার বিকেলে আলামিন, জাহাঙ্গীর আলমের নাম উল্লেখ করে কালিয়াকৈর থানায় একটি সাধারন ডায়েরী করেছে।
 সাধারন ডায়েরী সুত্রে জানা যায়, কালিয়াকৈরের ভান্নারা এলাকার উর্মি নিটওয়ার কারখানার ক্যাশ ম্যানেজার এনায়েত হোসেনের সাথে আলামিন ও জাহাঙ্গীর আলমের সাথে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে গত শনিবার বিকেলে আলামিন ও জাহাঙ্গীর আলম কয়েকজন বখাটে যুবক নিয়ে ওই কারখানার সামনে গিয়ে ম্যানেজার এনায়েত হোসেনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে তাকে সুযোগ বুঝে খুন জখমসহ হত্যা করার হুমকি দিয়ে চলে আসে। এঘটনায় সোমবার বিকেলে এনায়েত হোসেন বাদী হয়ে আলামিন ও জাহাঙ্গীর আলমের নাম উল্লেখ করে কালিয়াকৈর থানায় একটি সাধারন ডায়েরী করেছে।