পুলিশ ফাঁড়ি নির্বাক ঃ পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ
স্টাফ রিপোর্টার : গাজীপুর মহানগরের ভোগরা বাইপাস সড়কের পেয়ারা বাগান ও আহ্ছানিয়া মসজিদের পূর্ব দিকে প্রধান সড়কের পার্শ্বে দীর্ঘ দিন যাবৎ মাচা তৈরী করে ডাইস জুয়া খেলা চলছে নির্বিঘেœ। বেলা ১১টা থেকে শুরু করে রাত ১২টা/১টা পর্যন্ত ওই অবৈধ জুয়া খেলা বিরামহীন ভাবে চলে। ভোগড়া পুলিশ ফাঁড়ির নাকের ডগায় ওই জুয়ার জমজমাট আসর চললেও তারা নির্বাক। তবে এলাকাবাসীর অভিযোগ ফাঁড়ি ইনচার্জ নাজমুল এর মদদে ওই জুয়ার আসর দাপটের সাথে চলে আসছে। নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক ব্যক্তি জানান, দিন প্রতি ফাঁড়ি ইনচার্জকে ওই দুই জুয়ার বোর্ড থেকে ১০ হাজার টাকা উৎকোচ প্রদান করতে হয়। তা ছাড়া স্থানীয় কতিপয় পাতি নেতাদেরও একটা ভাগ রয়েছে ওই জুয়ার বোর্ডে।সূত্র মতে, জুয়ারি ওসমান আহছানিয়া মসজিদের পূর্ব পার্শ্বে এবং পেয়ারা বাগান সংলগ্ন স্থানে জুয়ারি আঃ হাকিম জুয়ার বোর্ড চালিয়ে প্রতিদিন হাজার হাজার টাকা সাধারণ মানুষদেরকে বোকা বানিয়ে হাতিয়ে নিচ্ছে। সচেতন মহল বলছেন- পুলিশ জনতার রক্ষক, কিন্তু পক্ষান্তরে তারা জুয়ারিদের সাথে মিশে তাদের রক্ষকে পরিণত হয়েছেন। এলাকাবাসী এ বিষয়ে জেলা পুলিশ সুপারের সু-দৃষ্টি কামনা করেছেন।