শিরোনাম

সাংবাদিকতার পরিচয়ে চৌরাস্তায় একটি চক্র নানা অপরাধে সক্রিয় : নেতৃত্বে শামীম ও হালিম ক্লিনিকের গেইটে তালা লাগিয়ে পালিয়েছে কর্তৃপক্ষ টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ বৃক্ষরোপন, নামাজের ঘর ও কমনরুম উদ্বোধন গাজীপুরে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড উন্মোচিত হয়নি কালীগঞ্জে সাবেক এমপি পুত্র হত্যা রহস্য গাজীপুরে পুত্র হত্যার পর বাবার আত্মহত্যা তাজউদ্দীন পুত্র সোহেল তাজের মনের শক্তি অনেক

গাজীপুরে পেট্রোল বোমাসহ আটক এক

স্টাফ রিপোর্টার : গাজীপুর মহানগরীর লক্ষীপুরা এলাকা থেকে বুধবার রাতে চারটি পেট্রোল বোমাসহ এক যুবককে আটক করেছে র‌্যাব। আটক পাভেল (১৯) ময়মনসিংহের গৌরীপুর এলাকার বাসিন্দা।
র‌্যাব-১ এর কো¤পানি কমান্ডার মোহাম্মদ শোয়াইব জানান, বুধবার মধ্যরাতে নগরীর লক্ষীপুরা এলাকার বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে অভিযান চালিয়ে ঢাকা-গাজীপুর সড়কের পাশ থেকে পাভেলকে আটক করা হয়।
এ সময় তার সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে চারটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। সে টাকার বিনিময়ে এ ধরনের বোমা সরবরাহ ও বিক্রি করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে। এ বিষয়ে তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান তিনি।