শিরোনাম

সাংবাদিকতার পরিচয়ে চৌরাস্তায় একটি চক্র নানা অপরাধে সক্রিয় : নেতৃত্বে শামীম ও হালিম ক্লিনিকের গেইটে তালা লাগিয়ে পালিয়েছে কর্তৃপক্ষ টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ বৃক্ষরোপন, নামাজের ঘর ও কমনরুম উদ্বোধন গাজীপুরে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড উন্মোচিত হয়নি কালীগঞ্জে সাবেক এমপি পুত্র হত্যা রহস্য গাজীপুরে পুত্র হত্যার পর বাবার আত্মহত্যা তাজউদ্দীন পুত্র সোহেল তাজের মনের শক্তি অনেক

গাজীপুরের কালিয়াকৈরে একটি পোশাক কারখানায় আগুন নিয়ন্ত্রণে, দগ্ধ হয়েছে ৭ জন

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় টেরি ফ্যাশন লিঃ নামের একটি তৈরী পোশাক কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন ৭ জন। তাদের মধ্যে দগ্ধ হয়ে ৩ জন ঢাকা মেডিকেলের  বান ইউনিটে পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, আজ সকাল সোয়া ৬টায় কারখানার গ্যাসের কম্প্রেসার রুমে আগুনের সুত্রপাত হয়। আগুন পাশের একটি রুমে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরুর করে। প্রায়  ১ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনা হয়। এ ঘটনায় কম্প্রেসার রুমের পাশের রুমে রাতে ঘুমিয়ে থাকা ৭ জন দগ্ধ হয়েছে। তাদের মধ্যে ফজলু, রেহেনা ও ইয়াসিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে পাঠানো হয়েছে।
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি বিষয়ে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।