কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় টেরি ফ্যাশন লিঃ নামের একটি তৈরী পোশাক কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন ৭ জন। তাদের মধ্যে দগ্ধ হয়ে ৩ জন ঢাকা মেডিকেলের বান ইউনিটে পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, আজ সকাল সোয়া ৬টায় কারখানার গ্যাসের কম্প্রেসার রুমে আগুনের সুত্রপাত হয়। আগুন পাশের একটি রুমে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরুর করে। প্রায় ১ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনা হয়। এ ঘটনায় কম্প্রেসার রুমের পাশের রুমে রাতে ঘুমিয়ে থাকা ৭ জন দগ্ধ হয়েছে। তাদের মধ্যে ফজলু, রেহেনা ও ইয়াসিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে পাঠানো হয়েছে।
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি বিষয়ে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, আজ সকাল সোয়া ৬টায় কারখানার গ্যাসের কম্প্রেসার রুমে আগুনের সুত্রপাত হয়। আগুন পাশের একটি রুমে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরুর করে। প্রায় ১ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনা হয়। এ ঘটনায় কম্প্রেসার রুমের পাশের রুমে রাতে ঘুমিয়ে থাকা ৭ জন দগ্ধ হয়েছে। তাদের মধ্যে ফজলু, রেহেনা ও ইয়াসিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে পাঠানো হয়েছে।
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি বিষয়ে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।