স্টাফ রিপোর্টার : অগ্রণী ব্যাংক অফিসার সমিতি ও কর্মচারী সংসদ (সিবিএ) গাজীপুর অঞ্চল এর যৌথউদ্যোগে ২৮ এপ্রিল মঙ্গলবার গাজীপুর অগ্রণী ব্যাংক আঞ্চলিক কার্যলয়ে প্রয়াত জাহানারা জলি (অফিসার ক্যাশ) এর স্মরণে মিলাদ, দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রয়াত জাহানারা জলি অগ্রণী ব্যাংক কাপাসিয়া শাখায় কর্মরত ছিলেন । ১৯এপ্রিল ব্রেন ষ্ট্রোকে তিনি পরলোক গমন করেন। তার পিতা মোঃ জাহিদ আলমকে অগ্রণী ব্যংক অফিসার সমিতি, কর্মচারী সংসদ (সিবিএ) গাজীপুর অঞ্চল ও অগ্রণীব্যাংক গাজীপুর আঞ্চলিক অফিস এর পক্ষ থেকে ১,০০,০০০(এক লক্ষ টাকা) আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। উপ মহাব্যবস্থাপক অগ্রণী ব্যাংক গাজীপুর আঞ্চলিক কার্যালয় মোঃ নাজমুল হকের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন- (সিবিএ) কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মোঃ আকরাম হোসেন, কর্মচারী সংসদ (সিবিএ ) সভাপতি এস এম হেলাল উদ্দিন, অফিসার সমিতির সভাপতি আঃ হালিম,সাধারন সম্পাদক আব্দুস ছাত্তারকর্মচারী সমিতি (সিবি এ সাধারন সম্পাদক মোঃ মোতাহার হোসেন সাংগঠনিক সম্পাদক সঞ্চিব দাস,সহকারী ব্যবস্থাপক গাজীপুর শাখা মোঃ জাহাঙ্গীর আলম, সহকারী ব্যবস্থাপক মাওনা শাখা আবুল কালাম আজাদ বঙ্গবন্ধু পরিষদ অগ্রনী ব্যাংক অঞ্চলিক শাখা সভাপতি মোঃআব্দুল হাই সহ নেতৃবৃন্দ।