শিরোনাম

সাংবাদিকতার পরিচয়ে চৌরাস্তায় একটি চক্র নানা অপরাধে সক্রিয় : নেতৃত্বে শামীম ও হালিম ক্লিনিকের গেইটে তালা লাগিয়ে পালিয়েছে কর্তৃপক্ষ টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ বৃক্ষরোপন, নামাজের ঘর ও কমনরুম উদ্বোধন গাজীপুরে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড উন্মোচিত হয়নি কালীগঞ্জে সাবেক এমপি পুত্র হত্যা রহস্য গাজীপুরে পুত্র হত্যার পর বাবার আত্মহত্যা তাজউদ্দীন পুত্র সোহেল তাজের মনের শক্তি অনেক

সাংবাদিক পরিচয়ে ৪ প্রতারক আটক

মোঃ বায়েজীদ হোসেন : সম্প্রতি গাজীপুর জেলা জুড়ে পরগাছার ন্যায় নামধারী সংবাদ কর্মীতে ছেয়ে গেছে। এবার সেই পরগাছার মধ্যে ৪জন গ্রেফতার হলেন পুলিশের হাতে। চোর, ছিনতাইকারী, চামার, মুচি, ফুটপাতের হকারের কাছে সম্প্রতি মিডিয়ার পরিচয়পত্র লক্ষ্যনীয় । এসব ধান্দাবাজদের কারনে প্রকৃত সাংবাদিকদের মাঠে কাজ করতে অনেক সময় লজ্জায় পড়তে হয়। গত ৩ এপ্রিল ঢাকার একটি দৈনিক পত্রিকার পরিচপত্রধারী ৪ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। জানা যায়, মোঃ শহিদুর রহমান নামের এক ব্যক্তি বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় পাত্র-পাত্রী চাই বিজ্ঞপ্তির সূত্র ধরে মোবাইল ফোনে কল করে ৪ প্রতারকের খপ্পরে পড়ে। প্রতারকরা শহিদুর কে জয়দেবপুর মান্নান প্লাজার ২য় তলায় একটি রুমে আটক রেখে শারীরিক নির্যাতন চালায় এবং তার নিকট থেকে নগদ ৬০ হাজার টাকা ও একটি মোবাইল সেট কেড়ে  নেয়। এরপর তার কাছে আরো ৫ লক্ষ টাকা মুক্তিপন দাবী করে। এক পর্যায়ে কৌশল করে শহিদুর সেখান থেকে বের হয়ে এসে চান্দনা চৌরাস্তায় টহল পুলিশকে ঘটনাটি জানালে, পুলিশ ধাওয়া করে স্থানীয় লোকজনের সহায়তায় ৩ প্রতারককে আটক করে। তাদের দেওয়া তথ্য মতে জয়দেবপুরের শিববাড়ী মোড় পলাশ বাস কাউন্টারের সামনে থেকে আরেক প্রতারককে আটক করে। আটকৃতরা হল, জয়দেবপুর থানার কলমেশ্বর এলাকার আঃ সামাদ এর পুত্র মোঃ আঃ হামিদ মিয়া (৩০), সাতাইশ খরতৈইল এলাকার মোঃ নুরুল ইসলামের পুত্র মোঃ মোরসালিন শেখ ওরফে মোস্তফা (২৫), লক্ষীপুরা এলাকার মোঃ কামাল এর বাড়ীর ভাড়াটিয়া মোস্তফা (১৮) এবং যাত্রাবাড়ী এলাকার মানিকনগর সিটি কোয়াটার এর ইসকান্দার আলীর পুত্র নাজমুর হাসান কামাল (৩২)। এব্যাপারে জয়দেবপুর থানার সেকেন্ড অফিসার মাহমুদুল হাসান এর সাথে যোগাযোগ করলে তিনি এর সত্যতা নিশ্চিত করেন।