স্টাফ রিপোর্টার, টঙ্গী : গাজীপুরের টঙ্গী বাজার এলাকা থেকে বুধবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রতারকচক্রের সক্রিয় ৭সদস্যকে আটক করেছে টঙ্গী থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ডিবির পোশাক, ইয়াবা ট্যাবলেট, ক্যামেরা, ৭টি মোবাইল সেট, টর্চারের লাঠি ও কয়েকটি পত্রিকার ভুয়া আইডি কার্ড উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন-পেশাদার প্রতারক রাশেদুল ইবনে আমির (৪০), কাজী ইকরাম (৩০), আলমগীর হোসেন (৩২), বাদশা মিয়া (২৬), শরিফুল ইসলাম (২০), এস.এম নিয়াজ মোর্শেদ প্রিন্স (২০) ও তমা (১৯)। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সক্রিয় প্রতারকচক্রের সদস্যরা দীর্ঘদিন টঙ্গী বাজারের আনারকলি রোডের কফিল সিকদারের মাকের্টে’র তৃতীয় তলার একটি রুম ভাড়া নিয়ে কখনো ডিবি পুলিশ, সাংবাদিক, মানবাধিকারকর্মী, কখনো ম্যারেজ মিডিয়ার লোক হিসেবে পরিচয় দিয়ে মানুষের কাছ থেকে কৌশলে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। এমন ঘটনার সংবাদ পেয়ে টঙ্গী থানার এএসআই লালন ফকির সহ একদল পুলিশ গতকাল অভিযান চালিয়ে তাদের আটক করে। এবিষয়ে যোগাযোগ করা হলে টঙ্গী মডেল থানার অফিসার ইনচার্জ মো. ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন প্রতারকদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।
শিরোনাম
Home » Unlabelled » ডিবির পোশাক, ইয়াবা ট্যাবলেট, ক্যামেরা জব্দ টঙ্গীতে প্রতারকচক্রের সক্রিয় ৭ সদস্য আটক