কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে ইসলামিক ফাউন্ডেশন (ইফা) এর উদ্যোগে জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতা ২০১৫ উপলক্ষে উপজেলা পর্যায়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের মধ্যে পবিত্র কোরআন তিলাওয়াত, হামদ-না’ত, গজল, আযান, কবিতা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার উপজেলার মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কালীগঞ্জ উপজেলার বিভিন্ন স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশন কালীগঞ্জ শাখার সুপারভাইজার মো. সুলতান আহমেদের পরিচালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপন কুমার দাস। প্রতিযোগিতায় বিচার হিসাবে উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. বিল্লাল হোসেন, শিক্ষক আব্দুর রহমান আরমান, মো. মাঈনউদ্দিন আকন্দ, ফজলুল হক মোল্লা ও উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা মো. মোশারফ হোসেন। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
গতকাল মঙ্গলবার উপজেলার মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কালীগঞ্জ উপজেলার বিভিন্ন স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশন কালীগঞ্জ শাখার সুপারভাইজার মো. সুলতান আহমেদের পরিচালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপন কুমার দাস। প্রতিযোগিতায় বিচার হিসাবে উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. বিল্লাল হোসেন, শিক্ষক আব্দুর রহমান আরমান, মো. মাঈনউদ্দিন আকন্দ, ফজলুল হক মোল্লা ও উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা মো. মোশারফ হোসেন। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।