কালিগঞ্জে ভ্রাম্যমান আদালত
মনিরুল আলম, কালিগঞ্জ, গাজীপুর : গত শনিবার বিকাল ৫ ঘটিকায় সময় ভাম্যমান আলত কালিগঞ্জ উপজেলার বাদুশাদী ই্উনিয়নের বাসাইর বাজারে এক ব্যাক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ও ৫০ মন পচা গুর নষ্টকরে।
খোজ নিয়ে জানা যায় শনিবার বিকলে গোপন সংবাদের কালিগঞ্জ উপজেলাসহ-কারী কমিশনার ভূমি শারমিন আক্তার এর নেত্রীতে উপজেলার বাদুশাদী ইউনিয়নের জামালপুর (বাসাইর ) বাজারে,বাসাইর গ্রামের সামসুউদ্দিনের ছেলে জাকির হোসেন নামেএক ব্যাক্তিকে . চিনি দিয়ে বানিয়ে বাজার জাত ও গুর গুদামে সংরক্ষন করায় পচেঁ যায় যার ফলে মানব দেখের অনেক ক্ষতি হতে পারে । এ সময় ভ্রা¤্রমান আলত নগত (৫০) হাজার টাকা ৫০মন গুর নষ্টকরে ফেলে এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেনকালিগঞ্জ উপজেলা সহ-কারীকমিশনার ভূমি শারমিন আক্তার এবং সঙ্গীয় পুলিশ ফোর্স ছিলেন এস আই মোঃ মনিরহোসেন এর নেত্বীতে।