শিরোনাম

সাংবাদিকতার পরিচয়ে চৌরাস্তায় একটি চক্র নানা অপরাধে সক্রিয় : নেতৃত্বে শামীম ও হালিম ক্লিনিকের গেইটে তালা লাগিয়ে পালিয়েছে কর্তৃপক্ষ টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ বৃক্ষরোপন, নামাজের ঘর ও কমনরুম উদ্বোধন গাজীপুরে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড উন্মোচিত হয়নি কালীগঞ্জে সাবেক এমপি পুত্র হত্যা রহস্য গাজীপুরে পুত্র হত্যার পর বাবার আত্মহত্যা তাজউদ্দীন পুত্র সোহেল তাজের মনের শক্তি অনেক

এক ব্যাক্তিকে ৫০হাজার টাকা জরিমানা ঃ ৫০মন গুর বিনষ্ট করে

কালিগঞ্জে ভ্রাম্যমান আদালত 

মনিরুল আলম, কালিগঞ্জ, গাজীপুর : গত শনিবার  বিকাল   ৫ ঘটিকায়  সময়  ভাম্যমান আলত  কালিগঞ্জ উপজেলার বাদুশাদী ই্উনিয়নের বাসাইর বাজারে এক ব্যাক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ও ৫০ মন পচা  গুর নষ্টকরে। 
খোজ নিয়ে জানা যায় শনিবার বিকলে গোপন সংবাদের কালিগঞ্জ উপজেলাসহ-কারী কমিশনার ভূমি শারমিন আক্তার এর নেত্রীতে  উপজেলার বাদুশাদী ইউনিয়নের জামালপুর (বাসাইর ) বাজারে,বাসাইর গ্রামের  সামসুউদ্দিনের ছেলে জাকির হোসেন নামেএক ব্যাক্তিকে . চিনি দিয়ে বানিয়ে বাজার জাত ও  গুর  গুদামে সংরক্ষন  করায় পচেঁ যায় যার  ফলে মানব দেখের অনেক  ক্ষতি হতে পারে । এ সময় ভ্রা¤্রমান আলত  নগত (৫০) হাজার টাকা ৫০মন গুর  নষ্টকরে  ফেলে এ সময়  ভ্রাম্যমান আদালত পরিচালনা করেনকালিগঞ্জ  উপজেলা সহ-কারীকমিশনার  ভূমি শারমিন আক্তার এবং সঙ্গীয় পুলিশ   ফোর্স ছিলেন এস আই মোঃ মনিরহোসেন  এর নেত্বীতে।