শিরোনাম
কালিয়াকৈরে উপজেলা ফোরামের পরামর্শ সভা অনুষ্ঠিত
- on 12:10:00 AM
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : স্থাণীয় সরকারের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বুধবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা ফোরামের পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। সামাজিক ক্ষমতায়ন কর্মসুচী ব্রাক এর সহযোগীতায় ইউনিয়ন পরিষদের নারী প্রতিনিধিদের অংশ গ্রহনে আয়োজিত উপজেলা ফোরামের পরামর্শ সভায় প্রধান অতিথীর বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার হাবিবুর রহমান। ফোরামের সভাপতি ইসমত আরা এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মুস্তাফিজুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাসুদ আলম, ব্রাক এর গাজীপুর জেলা সিনিয়র ম্যানেজার আনিসুর রহমান, কালিয়াকৈর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলীম অভি, সাংবাদিক খোরশেদ আলম, জিল্লুর রহমান, সংগঠনের সাধারণ সম্পাদক সাহিদা সুলতানা, নারী নেত্রী শাহানাজ আক্তার, সুচিত্রা সরকার, হাসিনা বেগম প্রমুখ। বক্তারা নারী নেত্রীদের ক্ষমতা ্ও তা যথাযথ ভাবে প্রয়োগের বিষয় গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন।